You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন- ৪৫ || রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?
স্বপ্নের মধ্যে যদি স্বর্গ থেকে সুন্দরী রমণী নিচে নেমে এসে আমাকে বলে, তুমি কি এখনো আমার জন্য সিঙ্গেল আছো। আমি তোমার প্রেমে পড়ে হাবুডুবু খেতে চাই, সাঁতার কাটতে চাই তোমার মনের গহীন সমুদ্রে। তাহলে সেটা নিঃসন্দেহে রঙিন স্বপ্ন। আর যদি স্বপ্নের মধ্যে কোন পাওনাদার টাকার জন্য তোমার বাড়ির দরজার সামনে এসে ভাঙচুর করে তাহলে সেটা সাদা কালো স্বপ্ন(দুঃস্বপ্ন)। অনেক সময় বৌয়ের মুখটা স্বপ্নের ভিতর চোখের সামনে ভেসে ওঠে, সেটাও বিশেষভাবে সাদাকালো স্বপ্নের অন্তর্ভুক্ত। |
---|
বাকি নিয়ে খেলে তো পাওনাদাররা স্বপ্নের মধ্যে আসবেই ওই টাকাগুলো দিয়ে দিয়েন ভাই 😂😂😂😂