আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬২

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কি যে এক মুগ্ধতা মিশে আছে
প্রকৃতির এই ভালোবাসায়
জন্মেছি আমি এদেশের বুকে
তাইতো ভীষন আনন্দ পাই।

মনে জাগে শিহরণ আমার
এদেশের ফুল-ফল ও প্রকৃতির মাঝে
নিজেকে হারিয়ে পাই ফিরে পাই
এই বাংলার মাঠে-ঘাটে।

লেখক

@shimulakter

লেখক এর অনুভূতি:

লেখিকা ছন্দে ছন্দে তার দেশের প্রতি ভালোবাসার প্রকাশ করেছেন। তিনি প্রকৃতিকে খুব ভালোবাসেন। তাইতো তিনি নিজেকে হারিয়ে ফেলেও এই বাংলার মাঠে-ঘাটে নিজেকেই খুঁজে পান।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 months ago 

কি যে এক মুগ্ধতা মিশে আছে
প্রকৃতির এই ভালোবাসায়
জন্মেছি আমি এদেশের বুকে
তাইতো ভীষন আনন্দ পাই।

মনে জাগে শিহরণ আমার
এদেশের ফুল-ফল ও প্রকৃতির মাঝে
নিজেকে হারিয়ে পাই ফিরে পাই
এই বাংলার মাঠে-ঘাটে।

কি যে মায়া ছড়িয়ে আছে
বাংলা মায়ের কোলে
জন্ম নিয়ে ধন্য আমি মাগো
বাংলার ধুলো গায়ে মেখে।

মনে জাগে প্রশান্তির পরশ
পাখপাখালির ডাকে প্রকৃতি সরব
নিজেকে হারাই সুশীতল মেঠো পথে
শলীল সমাধি হয় যেন এই মাটিতে।

 3 months ago 

ওয়াও ভাই আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় অসাধারণ হয়েছে। দুইটা অনু কবিতার সংমিশ্রণে পূর্ণ একটি কবিতা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাই, আমার অনু কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
দোয়া রইল।

 3 months ago 

আহা!! প্রশান্তির পরশ লেগে গেলো।

 3 months ago 

দাদা 🙏
আপনাদের অনুপ্রেরণা আর সহযোগিতায় সব সম্ভব।

 3 months ago 

বাংলা আমার মা জননী
বাংলা আমার দেশ,
এই বাংলায় জন্ম নিয়ে
সুখে আছি বেশ।

এই বাংলার প্রকৃতিতে
আমার মায়ের ছবি,
রূপে অপরূপ দেশটি আমার
লিখে গেছেন কবি।

এই দেশেতে জন্ম নিয়ে
ধন্য হলাম আমি,
সকল দেশের চেয়েও যেন
বাংলাদেশ টা দামি।

 3 months ago 

এ মাটিতেই বারবার যেন ফিরে আসি।

 3 months ago 

অপূর্ব অপরূপ প্রকৃতি
সুজলা সুফলা আমার এ দেশ,
আমার বাংলা আমার ভাষা
সোনার দেশ স্বাধীন আমরা,
এই বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি
তাইতো হয়েছি ধন্য
এমন জন্মভূমির জন্য ।
আকাশে বাতাসে হারিয়ে যায় মন
তাইতো প্রকৃতি নিয়ে
শত শত কবিতা আয়োজন।
ফুল ও প্রকৃতির মাঝে
হারিয়ে ফেলি নিজেকে।
এই বাংলার মাঠে ঘাটে
শান্তি মেলে প্রান হয় সতেজ।

 3 months ago 

এমনটাই যেন চিরকাল থেকে যায়

 3 months ago 

সবুজ শ্যামল প্রকৃতির ভরা,
আমাদের এই সোনার বাংলা।
এদেশের আকাশের বাতাসে,
অপরূপ সুন্দর ফুল ফোটে।

দেখে তাই মন আমার ব্যাকুলতায় ভরে ওঠে।
অপরূপ সৌন্দর্যের মাঝে,
তাই তো হারিয়ে যেতে চায় আমি,
এদেশের আকাশে বাতাসে অপরূপ সুন্দর দৃশ্যে মাঝে।

 3 months ago 

যেকেউ হারিয়ে যেতে চাইবে এমন প্রকৃতিতে

 3 months ago 

জন্মেছি আমি সোনার বাংলায়,
তাই তো জীবন হয়েছে আমার ধন্য।
ভালোবেসেছি আমি সোনার বাংলাকে,
তাইতো মন হয়েছে আজ শান্ত।

আকাশে বাতাসে প্রকৃতির যত সুখ রয়েছে,
হারিয়ে যায় আমি তাদের মাঝে,
প্রকৃতির মাঝে হারিয়ে তাই আমি,
আমার জীবনের আনন্দ পায় খুঁজে।

 3 months ago 

খুবি সুন্দর হয়েছে

 3 months ago 

প্রকৃতির সুন্দরতা হৃদয়ে,
আবেগে শিহরণ জাগে।
ভালোবাসা জমা রয়েছে বুকে
জন্মগ্রহণ করেছি এই দেশে।
বাংলার মুগ্ধতায় মন আলোড়ন করে
প্রফুল্ল এই অন্তর, হাজারো স্বপ্ন দেখে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ওয়াও দাদা আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমার অনু কবিতাটি পড়ে আপনার অনেক ভালো লেগেছে জেনে আমিও খুশি হলাম ভাই।

 3 months ago 

তাইতো হারিয়ে যেতে চায় মন
অপরূপ বাংলার রূপে
প্রকৃতির মাঝে জন্মেছি আমি
ধন্য মাগো বাংলার এই বুকে ।।

সুজলা সুফলা এই বাংলার মাঝে
ফিরে আসতে চাই নিজেকে নিয়ে
হারিয়ে যেতে চায় মন প্রকৃতির মাঝে
ভালো ওগো বাংলা মা তোমাকে ।।

 3 months ago (edited)

সবুজ শ্যামল প্রকৃতির ঘিরে,
নিজেকে হারিয়েছি তাই আমি আপন মনে।
বাংলার এই আকাশে বাতাসে,
প্রকৃতির দৃশ্য আমি খুঁজে পাই।
তাইতো বাংলা ছেড়ে কোথাও গিয়ে,শান্তি নাহি আমি পায়।

বাংলার এই প্রকৃতির মাঝে,
খুঁজে পাই আমি সকল সুখ।
তাইতো হাজার বছর পরেও,
আবারো ফিরে আসতে চাই,
আমি এই প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চাই,
আমি প্রকৃতির সাথে আজীবন ধরে।

Loading...
 3 months ago 

চির সবুজ বন-বনানী
প্রশান্তি আনে মনে আমারই
পাখিদের কল কাকলিতে আমার
ঘুম ভেঙে যায় ভোরবেলাতে।

ভোমর এসে খেলা করে
ফুলে ফুলে মধু খেয়ে
মন ভরে যায় সারাবেলা
পাখিদের ওই কুহু ডাকে।

 3 months ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার অনু কবিতাটি। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62352.72
ETH 2953.59
USDT 1.00
SBD 3.62