আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আষাঢ় এলো আষাঢ় গেলো
এলেনা তুমি ফিরে
মিথ্যে স্বপ্নের কথা বলে
পালিয়ে গেলে ধীরে।
হাত বাড়িয়ে হাত সরালে
বুঝিনিতো কেন
দূরে থাকা ভালোবাসা
এমন ফিকে কেন -?
লেখক
লেখক এর অনুভূতি:
এই অণু কবিতার মূলভাব হল বিচ্ছেদের যন্ত্রণার প্রকাশ। কবিতার কৌশল ও চিত্রকল্পের মাধ্যমে প্রেমিকের হতাশা, প্রত্যাশা ও অবিশ্বাস ফুটে উঠেছে। প্রিয়ার অনুপস্থিতি এবং দূরে থাকার ফলে ভালোবাসার মাধুর্য কেমন ফিকে হয়ে যায়, তা বর্ণিত হয়েছে। কবির অনুভূতি ও কষ্ট বোঝাতে "মিথ্যে স্বপ্ন" এবং "হাত বাড়িয়ে হাত সরালে" এর মতো চিত্র ব্যবহার করা হয়েছে। প্রেমের বাস্তবতা ও তার পেছনের কষ্টকে কবিতায় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আষাঢ় এলো, আষাঢ় গেলো,
তোমার দেখা নেই,
স্মৃতির ভেলায় ভেসে গেলো,
হারিয়ে গেল সেই প্রহর।
মেঘের ভাঁজে খুঁজে ফিরে,
তোমার হাসির আভাস,
তবুও যেন সব ফাঁকা লাগে,
তুমি ছাড়া অকারণ আকাশ।
আবার আসবে কি সেই দিন,
যখন মিলে যাবে দু’টি মন?
আকাশের তারা সাক্ষী হয়ে,
তুমি আর আমি হবো একাকার।
বাহ, এক কথায় অসাধারন হয়েছে ভাই।
আশায় আশায় রই যে চেয়ে
পাই না তোমার দেখা
আসবে বলে সেই যে গেলে
পাই না তোমার সাড়া।
ভালোবেসে কাছে এসে
দিয়েছিলে কথা
সব কথারই মানে হলো
শূন্য আমি একা।
শেষের কথা গুলো দারুন লেগেছে, আপু।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।
কত আশা মনের ভেতর
কত স্বপ্ন ভাসে চোখে,
দিন যার মাস যায়
স্বপ্নগুলো হৃদয় মাঝে।
ভালোবাসার মিথ্যে মায়ায়
আমায় জড়ালে এ কোন ছলনায়,
চলে গেছো কাদিয়ে
ভালোবাসার মায়া বাড়িয়ে।
বুঝিনি তোমার মনে ছিল ছলনা
কষ্টগুলো বুকে নিয়ে
আজ আমি শূন্য আনমনে ।
এক কথায় অসাধারন হয়েছে আপু।
এলো বর্ষা, গেলো বর্ষা
নিঃশব্দে ভেসে
চোখে পড়ে না প্রেমের চিহ্ন,
সময় কাটে হেসে।
পথে মেঘেরা ছুটে আসে
হারিয়ে যায় দূরে।
অল্প প্রেমের স্মৃতির ছায়া,
ভেসে আসে সুরে।
যাওয়ার মুহূর্তে কেন
আঁধার হয় হৃদয়?
ফিকে হয় ভালোবাসা,
শেষে পরাজয়।
দারুন হয়েছে, শিপু।
কথার কথার কতই হরফ
শুনতে লাগে মধুর
বৃষ্টি শেষে বৃষ্টি নামে
আঁধার করে সবুর
দিন ফুরিয়ে রাত্রি এলে
ঝোপ বুঝে কোপ মারে তারা
একার মতন একাই থাকে
চোখ বুজে হাত ধরে যারা
একে বলি ধান্দাবাজি
স্বার্থের দ্বারে হাজার কড়া
যতই আমরা বুলি আওড়াই
ঠকবাজের মোটা চামড়া।
বাহ, দারুন হয়েছে।
দিন গেল,বছর গেল,গেল সে তো যুগ
অপেক্ষায় ছিলাম আসবে তুমি,
দেখবো তোমার চাঁদ মুখ।
অজস্র মিথ্যা স্বপ্ন দেখিয়ে
চলে গেলে তুমি,ফেলে আমায় আঁধারে।
বুকে টেনে ছুড়ে মারলে ডাস্টবিনে
বুঝিনি, ছলনা,অভিনয় করছিলে মোর সনে।
ভালো যদি নাই বসো মোরে
মিথ্যা মায়ায় কেনো জড়ালে আমারে?
ওয়াও, দারুন হয়েছে ভাই।
ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন দেখেছি তেপান্তরের মাঠে ঘর বানাবো।
জানালার পাশে বসে একসাথে বৃষ্টি দেখবো।
চাঁদের আলোয় বসে মিটিমিটি তারা গুনবো।
মৃদু শব্দে একসাথে কুমার শানুর গান শুনবো।
সেই তুমি হায়, দূর অজানায়, কোথায় গেলে?
অন্ধকারে, বদ্ধঘরে, আমাকে একা ফেলে!
এখনও নদীর পাড়ে বসে থাকি শেষ বিকেলে।
অমাবস্যা রাতে গাল ভরে যায় চোখের জলে।
বাহ, দারুন হয়েছে ভাই।
সত্যি অনেক খুশি হয়েছি প্রশংসা শুনে ভাই। ❤️
আলো আধাঁরের খেলায় তুমি
বাঁচিয়ে রাখো ব্যথা,
মেঘের মতো ভাসিয়ে দিলো
অকারণ কষ্ট-কথা।
ফিরে আসার প্রতিশ্রুতি
রয়ে গেলো মিথ্যে,
ভালোবাসা ছুঁয়ে গিয়েও
ফিরে যায় স্রোতের সাথে।
দারুন ছন্দমিল।