এবিবি-ফান প্রশ্ন- ৮০ || ঘুম থেকে জেগে দেখলেন আপনি সবচেয়ে উঁচু বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছেন তখন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘুম থেকে জেগে দেখলেন আপনি পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছেন? তখন কি করবেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি এখনো বুঝতে পারছি না কি করা উচিৎ। তাই আপনাদের মতামত জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হা হা হা এটা ভালো ছিলো। যদি আরো বড়ো কিছু পাওয়া যায় ?
না ভাই দ্বিতীয়বার যদি আবার ঘুমান তাহলে দেখবেন আগের টাও হারাই গেছে,বেশি লোভ করতে নেই। হি হি হি হি.....
ঘুম থেকে উঠে সর্বপ্রথম প্রতিবেশীর খবর নিব সে বেঁচে আছে নাকি মরে গেছে। কারণ প্রতিবেশী প্রতিজ্ঞা করেছে সে বেঁচে থাকতে আমাকে শান্তিতে থাকতে দিবে না। হঠাৎ করে আমার এত সুখ দেখে তার আবার হার্ট অ্যাটাক না হয়ে যায়।🤪🤪
আপু আপনার প্রতিবেশির কথা চিন্তা করে হলেও উঁচু বিল্ডিং টা দান করে দিয়েন হা হা হা....
ভাবছি প্রতিবেশীকেই অর্ধেক বিল্ডিং দান করে দিব। 🤪🤪
ভালো প্রতিবেশী পেয়েছেন তো। একেবারে আমার প্রতিবেশীর মতো।
সত্যি ভাইয়া প্রতিবেশীরা এরকমই হয় মনে হয়। আপনার চেয়ে আপনার বাসার খোঁজখবর তারাই বেশি জানে।
হাহাহ😀😀প্রতিবেশীর জন্য দারুন প্রত্যাশা।
আহা জীবনটাই তো শেষ করে দিলেন দেখছি।
তখন পৃথিবীতে আমার মত আর কেউ সুখী মানুষ হবে না।পায়ের উপর পা দিয়ে বসে থাকবো। দুইটা কাজের লোক রাখব। সবাইকে অর্ডার করবো আর সময় পেলে বাকিটা "আমার বাংলা ব্লগে"সময় দিয়ে কাটাব।অনেক মজার সময় কাটবে আমার।হা হা হা মজা পেলাম ভাইয়া।
বাহ ভালো পরিকল্পনা করেছেন তো।
আপু এত বড় বেল্ডিং এর মালিক হলে তখন খুশিতে আমার বাংলা ব্লগকে এবং আমাদের সবাইকে ভুলে যাবেন কারন তখন চিন্তা থাকবে কিভাবে বিলগেষ্টের কাছা কাছি যাওয়া যায়। হা হা হা হা..........
যদি সত্যি এমন হয় তাহলে আমি ঐ এলাকায় যতো ব্যাচেলার ছেলে আছে তাদের সবাইকে ঐ বিল্ডিংটা উন্মুক্ত করে দিব। ভাই ব্যাচেলার দের বাসা পেতে যে কি পরিমানে কষ্ট করতে হয় সেটা আমি জানি।
তাহলে আমি আনন্দে আত্মহারা হয়ে পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে ইতিহাস গড়বো।তার আগে অবশ্যই আমি মিডিয়ার লোকজনকে সংবাদ প্রচারের জন্য খবর দেব।
আপু এমন কাজ করবেনা না প্লিজ.. পরে আবার রুপক ভাইকে পুলিশ ধরে নিয়ে যাবে হা হা হা..........
কিছুই হবে না বরং ইতিহাসের পাতায় আমার নাম উঠে যাবে।☺️☺️
সর্বোনাশ তাহলে তো আমি আত্মহত্যার প্ররোচনার দায়ে পুলিশের কাছে ধরা পরবো।
কিছুই হবে না ভাইয়া, ওটাও ইতিহাসের পাতায় ছেপে যাবে। হি হি--
তাতে লাভ টা কি হলো। হা হা হা.....🤣🤣
সবটাই তো অবাস্তব☺️☺️.
এ অবস্থায় মিডিয়ার লোকজনকে ডেকে মিডিয়ার মাধ্যমে নিজের বান্ধবীকে সারপ্রাইজ দেব। বলবো এই ভবনটি তোমার জন্য লিখে দিতে চাই, যদি তুমি আমার হয়ে যাও। তখন হয়তো সে লোভে ছুটে চলে আসতে পারে😀😀।
ভাইয়া ভাবি যদি এই কমন্টে পড়ে তাহলে আগামী সাত আপনার বাড়িতে যাওয়া এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিবে..... হা হা হা হা......।
তাহলে যে বিল্ডিং এর উপর আমি থাকার কথা সেখানে রেখে আমি চলে আসবো কি বলেন।😀😀
ঘুম থেকে উঠে যদি দেখি এত বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। তাহলে মনের আনন্দে বউকে সেই বিল্ডিংয়ে পাঠিয়ে দেবো। আবার যখন ঘুম ভেঙ্গে যাবে তখন বিল্ডিংটা আগের মত হবে। শুধু মাঝখান থেকে বউটা অনেক খুশি হবে,হাহাহা।
বউকে খুশি করার ভালো পথ বের করেছেন তো।
পৃথিবীর উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আমি
দেখব আকাশটাকে,
আকাশের সীমানা কোথায়
খুঁজবো চারিদিকে।
মাটির দিকে তাকিয়ে আমি
খুঁজবো ভালো মানুষ,,
কোথায় থাকে মনুষত্ব
কোথায় থাকে হুস।
♥♥
উঁচুতে উঠতে আমি এমনিতে খুব ভয় পাই,তাই স্বপ্ন দেখেছি ভেবে আবার ঘুমিয়ে পরব।
এটা সত্যি বলেছেন,মনে মনে তখন ভাববেন স্বপ্নটা মনে হয় এখনো ভাঙ্গে নাই। হি হি হি হি হি......
হ্যাঁ ভয়ংকর স্বপ্ন হি হি হি।