এবিবি ফান প্রশ্ন- ৩১০ | যদি আপনি কাউকে মন থেকে সত্যি ভালোবাসেন। তাহলে তার বিষয়ে.....?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি আপনি কাউকে মন থেকে সত্যি ভালোবাসেন। তাহলে তার বিষয়ে মন দিয়ে চিন্তা করা উচিত না বিবেক দিয়ে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমাদের মন এবং বিবেক কখনো এক উওর দেয় না। অনেক বড় ঝামেলায় আছি। সেজন্য আপনাদের উওর জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মন দিয়ে বিচার করুক কিংবা বিবেক দিয়েই করুক না কেনো, সঠিক বিচার হলে তো ঠিক আছে। কিন্তু ডিজিটাল যুগের মন বলে কথা, সারাক্ষণ শুধু উথাল পাথাল করে😂😂। তাইতো রহিমাকে ছেড়ে কমলাকে ধরে, কমলাকে ছেড়ে সালমাকে ধরে, সালমাকে ছেড়ে টুম্পাকে ধরে। এভাবেই প্রেমের খেলা নন স্টপ চলতে থাকে 🤣🤣।
হা হা আমি কিন্তু কাউকে ছেড়ে কাউকেই ধরিনি। ছাড়তে চাই না বলেই হয়তো আপনাদের থেকে জানতে চেয়েছি।
আপনারটা বলিনি তো,কিন্তু বর্তমানে এমনটাই বেশি ঘটছে, সেটাই বললাম আর কি।
সত্যিই মন থেকে ভালোবাসলে অবশ্যই মন দিয়ে চিন্তা করা উচিত।কারন মন আমাদের বড় চিন্তাশক্তি ,যা একাগ্রতা দিয়ে ওই ব্যক্তির প্রতি দুর্বল করে তুলবে।কিন্তু বিবেক দ্বারা শুধুই বিচার কার্য চালনা করা যায়।প্রথমে মনকে প্রাধান্য দিলেই বিবেক আপনাআপনিই জাগ্রত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
একেবারে ঠিক কথা বলেছেন আপু। মনকে প্রাধান্য দিলে বিবেক অবশ্যই জাগ্রত হবে এটা ঠিক কথা।
ধন্যবাদ আপু।
সুন্দর বলেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া।
ব্যাপারটা হলো কাউকে মন থেকে ভালবাসলে তখন মন বেচারা অন্ধ হয়ে যায়।
তখন আবেগের বন্যায় ভাসতে থাকে আর বিবেকের দরজা বন্ধ থাকে।
যখন ছ্যাকা খায় তখন বলা হয়, আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই 😜
ডায়লগ টা কিন্তু দারুন ছিল ভাইয়া 👌। মার্কেটে কিন্তু ডায়লগ টা বেশ ভালোই চলেছিল কয়েকদিন।
ভাইয়া ভাবি কে এই কমেন্টর স্কিন শর্ট সেন্ড করে দিবো না কি,হা হা হা।😜
হা হা কথাটা ঠিক। তবে আমার সমস্যা টা আলাদা এবং জটিল।
অবশ্যই বিবেক দিয়ে,তাহলে বর্তমান, ভবিষ্যৎ দুই ভালো হবে।শুধু মন দিয়ে চিন্তা করলে বর্তমান ভালো হবে।এখন ডিসিশন আপনার শুধু বর্তমান ভালো করতে চান না ভবিষ্যৎ ও ভালো করতে চান।
বিবেক দিয়ে কখনো ভালবাসা যায় না ভালোবাসতে হলে মনের প্রয়োজন হয়। আর যেকোনো বিষয়ে চিন্তা করতে সবসময় মনের প্রয়োজন হয় আর বিবেক শুধুমাত্র বিচারকার্য নিয়ন্ত্রণ করে। তাই অবশ্যই মন দিয়ে চিন্তা করাটাই যথার্থ।
একেবারে সত্য একটা কথা ভালোবাসতে হলে অবশ্যই মনের প্রয়োজন ❤️।
হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এক্ষেত্রে আমি বিবেক দিয়েই চিন্তা করতে চাই। কারণ মন তো সে চুরি করে নিয়ে গেছে, মন দিয়ে চিন্তা করব কি করে! হিহি🤣🤣🤭🤭
মন তো করে উরু উরু,তাই মন দিয়ে চিন্তা করা যাবে না। বিবেক দিয়ে চিন্তা করতে হবে। মন দিয়ে চিন্তা করলেই প্যারা খেতে হবে এবং ছ্যাকা খেয়ে বাঁকা হতে থাকতে হবে।
কথা তো দেখছি সত্যি
প্রকৃত ভালবাসতে গেলে মনের প্রয়োজন হয় ভাইয়া,এই ভালোবাসাকে বাস্তবিক রূপ দিতে কিংবা ভালবাসার বিষয়ে ভালো-মন্দ বিবেচনা করতে বিবেকের প্রয়োজন হয়, তাই বিবেক দিয়ে ভাবুন কি করা উচিত। আর আপনি যাকে ভালোবাসবেন মন থেকে তাকেও বিচার করে নিন বিবেক দিয়ে সে আপনাকে সত্যিকারের ভালবাসে কিনা।নইলে পস্তাবেন ভাই।
মন থেকে যদি কাউকে আপনি ভালোবাসেন, অটোমেটিক তার বিষয়ে একলাই সব সময় চিন্তা ধারা ভালো লাগা কাজ করবে। হুট হাট তার কথা মনে পড়বে আর মুচকি মুচকি হাসবেন। তার খারাপ লাগাই আপনারও খারাপ লাগবে, তার ভালো লাগায় আপনারও ভালো লাগবে। যদি থাকে মন থেকে ভালোবেসে বিয়ে করতে চান অবশ্যই তাকে মন দিয়ে চিন্তা করতে হবে।
ধন্যবাদ ভাই ভালো লাগছে আপনার কথাটা।
মন ও বিবেক দুটো দিয়েই বিচার করবো।তবে ভালোবাসা বলে কথা তাই বিচার মানি তালগাছটা কিন্তু আমারই থাকবে।
হা হা সুন্দর কথা ভালো লাগছে ভাই।