এবিবি-ফান প্রশ্ন- ৫৫ || নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বর্তমান সমাজে আমাদের মধ্যেই এমন কেউ কেউ আছে যারা ভাবে তারা দুনিয়ার সবকিছু পারে কিন্তু যখন তাকে কোনো দায়িত্ব দেয়া হয় আর সেটা সে না পারে তখন এই সমস্যা ঐ সমস্যা হাজার সমস্যার কথা বলে পাশ কাটিয়ে দেই। একেই বলে নাচতে না জানলে উঠান বাঁকা। এবার আপনাদের মতামত গুলো জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাগ্যিস উঠান বাঁকা ছিল না হলে আবার নতুন করে নাচের ক্লাসে ভর্তি হতে হতো নাচ শেখার জন্য।আর এখন উঠোন যখন নিজে থেকেই বাঁকা তখন সেখান দিয়ে এঁকেবেঁকে হাঁটতে হাঁটতে নাচ করা হয়ে যাবে হাজারো বাহানায় ও অজুহাত দিয়ে বেঁচে।😃😃
কিন্তু নাচতে তো আপনাকে হবেই আর উঠান কিভাবে সোজা করতে হয় সেটাও কিন্তু আমাদের জানা আছে হাহাহা।
উঠান সোজা করে দিলে আর নাচার প্রয়োজন হবে না আপু,হি হি।
সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে রাতে খাবার খেতে বসে ঘরের বউ কে যখন বর জিজ্ঞেস করে রান্না এত বাজে হয়েছে কেন তখন কি উত্তর দেয় জানেন? বাজার করে নিয়ে আসছ পচা জিনিস রান্না ভাল হবে কোত্থেকে। কিন্তু সে যে রাধতেই পারে না এটা কি আর বলে।
সে কি আর সেটা বলবে যে আমি রান্না করতে পারিনা। সে তো চাইবেই আপনার উপর দোষ চাপিয়ে দেয়ার জন্য। তো আপনিও মনে হয় এই কথাটাই বলেন যে নাচতে না জানলে উঠান বাঁকা।
তখন আমি অনেক আনন্দের সাথে এটাই বলব নাচতে না জানলে উঠান বাঁকা। আনন্দ এই কারনে কথাটা ত শুনিয়ে দিতে পারলাম। হি হি।
তখন তো মনে হয় হাতে যা থাকে তাই দিয়েই আপনাকে দৌড়ানি দেয় তাই না ? হা হা হা........
এই কাজটা মেয়েরা ভালো পারে। কাজে না পারলেও কথায় তারা পারবে।সেভাবেই হোক কথার দিয়ে তারা বিজয়ী হবে।মেয়েদের মাথে কখনোই কথায় জেতা যায় না। তাই কাজের বেলায় ঠিক ঠাক পাবরে না কিন্তু কথার বেলায় জিতবেই।
এই কথাটা মাঝে মাঝে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য।
আমি নাচতে জানিনা আমার উঠান বাঁকা ও নয়, আমি গাইতে জানি আমার গিটারের তার ছেড়া 🥴
আরে ধুর বুঝেন ক্যা, মন মতো না হলেই সেটা অন্যের দোষ। চেহারা ভালো না সেটাতো বলা যাবে না, সাজ ঠিক মতো না হলেই মেকাপ ম্যানের গাফলতি, হি হি হি।
আচ্ছা ভাই আপনি কি অতীতে মেকআপ বিশেষজ্ঞ ছিলেন?নাকি বিউটি পার্লারে গিয়ে মেকআপ নিয়ে অনেক রিচার্জ করেছেন? যে আপনার প্রতিটা প্রশ্নের উত্তর মেকআপ নিয়ে হয়। তবে উত্তরটা সত্যি অনেক ফানি ছিল। হাহাহা.......
হুম জানিতো এসব বুঝেও আপনারা না বুঝার ভান করেন, ঠিক উঠান বাঁকার মতো, হি হি হি
নাচতে না জানলে উঠোন বাঁকা
বাচাল লোকে কয়,,
সবার দোষ দিয়ে শেষে
করবে নিজের জয়,,,
♥♥
জানি না ম্যাডাম , আপনি একটু নেঁচে আমাকে অভিজ্ঞতা নিয়ে আমাকে জানাইয়েন যে আসলে ঘটনা কি ?
ভাইয়া আমিও নাচতে জানিনা কারন আমাদের উঠানটাও বাঁকা , হাহাহা।
কিছু কিছু মানুষ আছে কাজ ঠিক মত করতে না পারলে ও নিজের ভুল শিকার করে না, তার পর ও কথার চাপা মারতে থাকে, বিভিন্ন ধরনের বাহানা দেয়। এটা ঠিক থাকলে কাজ টা ঠিক হত। এটাি হল নাচতে না জানলে উঠান বাঁকা।
একদম ঠিক। আপনি আমি আমরা অনেকেই এমন মাঝে মাঝে করি কিন্তু নিজেরাও বুঝতে পারিনা। আবার এই দলে কিছু কিছু চাপাবাজও আছে যারা শুধু চাপা মারে। হাহাহা..........
কারণ হেরে যাওয়া যাবেনা। নাচতে না জানলে উঠান এর দোষ দিয়ে হলেও বেঁচে ফিরতে হবে। 😜
নিজের মান সম্মান বাঁচানোর জন্য সোজা উঠান বাঁকা করতে হয় মাঝে মাঝে। হাহাহা.........
অযোগ্য ব্যক্তির হাতিয়ার এটা🤭নিজের দোষ অন্যের উপর ছেড়ে বাঁচা। এর মানে পেট ভালো না পিঠার দোষ।
আর আমি বলি আমার রুটি ভালো হয়নি তোমার আটার দোষ। হাহাহা..........