আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
আকাশের মাঝে আছে যত তারকা
রাতের অন্ধকারে ছড়ায় উজ্জ্বলতা,
তোমার মুখের মিষ্টি হাসির মুগ্ধতা
আমার হৃদয়ে বাড়ায় চঞ্চলতা।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
প্রতিটি মানুষের হৃদয় থাকে বিশাল, যার অধিকাংশ থাকে অন্ধকারে ঢাকা। তারকারাশি যেমন আকাশের অন্ধকারাচ্ছন্ন দূর করে আলোকিত করে তোলে, ঠিক তেমনি কারো মিষ্টি হাসি কিংবা ভালো লাগার অনুভূতি হৃদয়ের অন্ধকারাচ্ছন্নতা দূর করে হৃদয়কে আলোকিত করে তোলে, প্রেমকে জাগ্রত করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার মনে বাজায় দারুন বাঁশি।
তোমার মিষ্টি হাসির মুগ্ধতায়,
ফুল ছড়ায় তার স্নিগ্ধতা।
চেয়ে থাকি তোমাতে অপলক নয়নে,
বাঁচবো কি করে বলো তুমি বিহনে।
অন্ধকারাচ্ছন্ন মনে এখনো
বেঁচে আছে আলোর একটু শিখা
তোমার ঠোঁটের কোণের সতেজ হাসি
আমার চলার পথের দিশা।।
আহ! ভালোবাসার পূর্ণতা যেন এলো হৃদয়ের গভীর হতে। সুন্দর লিখেছেন আপু।
সকলের ভালোবাসাগুলি পূর্ণতা পাক ভাইয়া।হি হি,😊😊
ঠোঁটের কোনের সতেজ হাসিতে সমস্ত অন্ধকার যেন চলে গেল।
😊😊হি হি।
বেশি হাসলে রাত আর আসবেই না
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে,
অনুভবে কথা হবে ভালোবাসার ই এই মিলনে
মেঘের ই পালকিতে উড়ে উড়ে ,পাখিরা যায় বহু দূরে
আকাশটা থাকে পিছনে ,স্বপ্নের নীল ভুবনে!
হারাবো আজ দুজনে শুধু ভালবেসে!
অনেক সুন্দর হয়েছে বৌদি।
ধন্যবাদ ভাইয়া
বাহ্ বাহ্ বৌদি অনেক ভালো লাগলো লাইনগুলো পড়ে।
বৌদি মানেই কবিতার পূর্ণতা
ছন্দের যাদুতে মিলে কথার মালা।
সত্যি বৌদি এটাই বেষ্ট হয়েছে। দারুণ লিখেছেন।
কেমন আছো মেঘ বালিকা, শান্ত শহর অশান্ত দিন।
আমার কাছে আছে মস্ত আধার, তলিয়ে যাচ্ছি ক্রমে গহীন।
বুকের মধ্যে কষ্ট জমে, জল ফড়িং এর পাখার মত।
লোকের থেকে আড়াল করি অন্ধকারের গোপন ক্ষত।
দেখবে তুমি মেঘ বালিকা..? এখন তোমার সময় কোথায়।
তুমি আমার আনন্দেতে, তুমি আমার সকল ব্যথায়।
অসাধারণ ভাই🤘
তবে লাইন গুলা পয়েন্ট আকারে তুলে ধরায় একটু অন্যরকম মনে হচ্ছে!
অন্যরকম করার জন্যই দিয়েছি। হি হি হি....
বাহ,সুন্দর লিখেছেন হৃদয়ের লুকানো কথাগুলো।
না পারার মত করে একটু লেখার চেষ্টা করলাম আরকি। হি হি হি...
কোথায় ছিল এতদিন এত কষ্ট।
আমার জীবনে কোনো কষ্ট নেই ভাই। অন্যের কষ্ট আমার মাধ্যমে প্রকাশ করলাম আরকি। হা হা হা...
যাক কষ্টগুলো তো খুঁজে পেয়েছেন।
খুবই সুন্দর লিখেছেন ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
মেঘের পরশে অন্ধকার আকাশ
বৃষ্টির ফোটায় সতেজতা জাগায়,
তোমার উষ্ণ স্পর্শে হৃদয়ে আমার
ভালোবাসার ফুল ফোটায়।
অসাধারণ লিখেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো।
বাহ,সুন্দর লিখেছেন ভাইয়া।
ভাইয়া আপনার কবিতা বরাবরই সুন্দর। আজকেও দারুণ লিখেছেন। ♥️♥️
চমৎকার লিখেছেন ভাই 🤗
সত্যি বৃষ্টির ফোঁটা সতেজতা জাগায়। অনেক ভালো লাগলো ভাইয়া।
ফুল ফোটালাম হৃদয়ে তোমার
আশায় বাঁধি বুক,
তোমার কথা ভেবে ভেবে
পাইযে মনে সুখ।
অনেক দারুন লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
এটাই পারফেক্ট এর চেয়ে ভালো আর হতে পারে না।
ভালো লাগলো ভাই, খুবই সুন্দর লিখেছেন
পূর্ণিমা রাতে চাঁদের জোছনা সারা অঙ্গ মেখে ,
কল্পনা দিয়ে আল্পনা এঁকে তোমায় ভালোবেসে ।
চাঁদের আলো আরো ভালো লাগবে তখন
বন্ধু সুজন পাসে এসে বসবে যখন ,
জেগে জেগে দুটি চোখে স্বপ্ন দেখা
ভাবনায় ডুব দিয়ে কল্পনার ছবি আঁকা ।
দারুণ লিখেছেন কিন্তু ভাই, ছন্দটা সত্যি অনেক ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।।
অজস্র তারকারাজির ভীড়ে,
তুমি ফিড়ে আসো আমার নীড়ে।
আমার হৃদয়ের সেই চঞ্চলতা,
যদি তুমি একবার দেখতে।
সাগর, নদী পাড়ি দিয়ে,
আমার বুকেই ফিরে আসতে।
সুন্দরভাবে মিল রেখে কবিতাটি লিখলেন
অসম্ভব সুন্দর মিলিয়েছেন ধন্যবাদ আপনাকে
আহ্ কি ভালোবাসা
তোমার মিষ্টি হাসিতে,
আমার হৃদয়ের চঞ্চলতা যায় বেড়ে।
তোমার হাসিতে মুক্তা যেন ঝরে পরে।
তোমার মুখের হাসি, আমি খুবই ভালোবাসি।
কবে আসবে প্রিয় তুমি,
দেখবো মন ভরে তোমার মিষ্টি হাসি।
বৃষ্টির পানে চেয়ে তোমার কথা ভাবি
হৃদয় এর গহীন নীড়ে তোমার ছবি আঁকি।
নকশা নেই,রং তুলি নেই,নেই অবছায়া
হৃদয়ের কোঠোরে আছো এটাই যথেষ্ট মায়া।
আলতো করে ছুয়ে দিবো তোমার কালো কেশ
তারকারাজি গাইবে গান তোমায় দেখে বেশ।