এবিবি-ফান প্রশ্ন- ৭৯ || ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি ?steemCreated with Sketch.

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

এই প্রশ্নের উওর আমার জানা নেই । আপনাদের জানা থাকলে , অনুগ্রহ পূর্বক মতামত জানিয়ে দিয়েন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

"ফাঁদে পড়িয়া বগা কাঁদে"-এই বোকাচোরের অবস্থা সেইরকমই।নিজেই নিজের কথা ফাঁস করে সাধু সাজার ইচ্ছা।

 2 years ago 

হিহিহিহি ঠিক বলেছেন দিদি ৷ বোকা চর কিছু বোঝে না ৷

 2 years ago 

😊😊

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই বেচারা কলা খেয়ে সাধু সাজার চেষ্টা করছে। চমৎকার উত্তর ছিল আপু।

 2 years ago 

আমার মনে হয়, কলা খেয়ে বেচারার পেট কামড়াচ্ছিল।

 2 years ago 

ঠাকুর ঘরে সাধু বাবা
নিজেই দিল ধরা,,
ধরা পড়ে সাধু সাজার
অভিনয়টা কড়া।

কলা আমি খাইনি বলে
ধরা পড়ে গেল,,
ধরা পড়ে সাধু বাবার
মাথা এলো মেলো।
♥♥

 2 years ago 

দেখেন ভাই আপনি কলা খান আর নাই খান সেটা নিয়ে আমার কোন আফসুস নাই, তয় আমি কিন্তু মুলো খাই সেটায় যেন কেউ ভাগ না বসায়, হি হি হি।

 2 years ago 

মূলো ভালো সব্জি। ঘষে নিয়ে তেলে কালো জিরে,শুকনো লংকা, নুন, হলুদ আর অল্প মিষ্টি দিয়ে ছেঁচকি বা ভাজা করলে আর অন্য কিছু লাগে না। যারা মূলো নিয়ে বদনাম করে তারা মূলো খায় নি কখনও। আপনি নির্দ্বিধায় খেতে থাকুন। 🤪

 2 years ago 

মুলাতে কেউ ভাগ বসাবে না ভাইয়া কারন মুলাতে জামেলা আছে হা হা হা.....

 2 years ago 

আমাকেও দুই একটা দিয়েন ভাইয়া একটু রান্না করে খাব বাজারে যে দাম

 2 years ago 

আপনার জন্য আমরা মুলো কে উৎসর্গ করে দিব হা হা হা।

 2 years ago 

ঠাকুর ঘরে আমি ছিলাম। কলা আমি খাইনি কারণ কলাটি কাচা ছিলো।

 2 years ago 

মামা কলাটি যদি পাকা থাকতো তাহলে কি তুমি খেয়ে বলতে আমি কলা খাইনি।

 2 years ago 

আমি তো সব খেয়ে ফেলতাম।

 2 years ago 

ঠাকুর ঘরে কলা খাওয়ার এই প্রসঙ্গ থেকে আমার, আলি মামাদের রান্না ঘর থেকে মিষ্টি চুরি করে খাওয়ার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

হাহাহা তোর মনে আছে।

 2 years ago 

এটা হল, সব করেও কিছু না করার ভান। একবার কেউ একজন ঠাকুর ঘরে ঢুকে পুজোর কলা খেয়ে ফেলেছিলো।বাড়ির কেউ চিৎকার করে বলেছিলো, "ঠাকুর ঘরে কে রে! " সে কলা মুখে বেড়িয়ে এসে বলল,"আমি তো কলা খাই নি!" এই কারণে নিজে থেকে বেশী শালসেমী করা ভালো না। 🤣

 2 years ago 

ওতো বোকা ছিলো, আমি হলে অন্য কিছু বলতাম। হা হা হা হা

 2 years ago 

হ্যাঁ সেটাই। শুভ দা আজ এমন একটা প্রশ্ন দিলো যে কয়েকদিন আগেই এটা আমায় আরেকজনও বন্ধুও বলেছিলো।তার কথা মনে পড়ে গেলো। তবে আপনি হলে কি বলতেন জানার আগ্রহ রইলো।

 2 years ago 

ঠিক বলছেন আপু অতি চালাকের গলায় দড়ি হা হা হা......

 2 years ago 

বউ যখন স্বামীর মানিব্যাগ থেকে টাকা নেয়।স্বামী যখন বলে আমার মানিব্যাগে টাকা কম দেখছি, তখনই বউ বলে আমি তো টাকা নিয়নি। কিন্তু স্বামী তো বলিনি যে তুমি টাকা নিয়েছো। তেমনি কলা খাওয়া একি ঘটনা,,, চুরের মন পুলিশ পুলিশ হাহাহা।

 2 years ago 

মজা পেলাম হাহাহা

 2 years ago 

বউয়ের মুখ থেকে ভুলে টাকার কথা বের হয়ে গেছে হা হা হা ........চুরের মন পুলিশ পুলিশ হা হা হা......

 2 years ago 

হঠাৎ করে বউ এসে বলল ওগো তোমার ফোনটা একটু দাও তো। তখন স্বামী বলল আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলিনি। সত্য কোনদিন চাপা থাকে না। এবার বেচারা ফাইসা গেল মাইনকার চিপায়। 😅😅

 2 years ago 

মাঝে মাঝে না ফাসলে প্রেমের মজা বুঝা যায় না হা হা হা.....

 2 years ago 

আপু এই একই কথা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় 🙄

How to Transfer 150 USDT to Steam Wallet with Exodus Wallet
12 words: novel visit holiday ketchup gasp regret under nothing speak double abandon gasp

 2 years ago 

ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি ?

আজকে চোর ধরা পড়ে গেছে। নিজের কথা নিজেই ফাঁস করে দিয়েছে। সেখানে খালি বলা হয়েছিল ঠাকুরঘরে কে রে। ছেলেটি বলেছিল আমি তো কলা খাইনি মা। গল্পটি অনেক আগেই আমি পড়েছিলাম।

 2 years ago 

বেচারা ঘাবড়ে গেছিল তাই আর কিছু বলার মত খুঁজে পাইনি। তাই প্রশ্নটা না বুঝেই উত্তর দিয়ে দিয়েছে।