এবিবি ফান প্রশ্ন- ৪৬৯ | sbd print rates একটানা এক বছর ১০০% থাকলে কে কি করবেন।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

sbd print rates একটানা এক বছর ১০০% থাকলে কে কি করবেন।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 16 days ago 

sbd print rates একটানা এক বছর ১০০% থাকলে কে কি করবেন।

মনের সুখে স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগে" কমিউনিটিতে কাজ করবো আর বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো। আহ্ প্রকৃতিই জীবন আর জীবনই প্রকৃতি ♥️

 15 days ago 

প্রকৃতিই জীবন আর জীবনই প্রকৃতি কথাটি একেবারে হৃদয় ছুঁয়ে গেলে ভাই💜💙।

 9 days ago 

অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 15 days ago 

ভ্রমণ প্রিয় মানুষের কথা শুনে ভালো লাগলো। আসলে ঘুরাঘুরি করতে কম বেশি সবার কাছে ভালো লাগে।

 9 days ago 

হ্যাঁ আপু ঘোরাঘুরি করতে সবার কাছে অনেক ভালো লাগে।

 15 days ago 

আপনিতো ভ্রমণ প্রিয় মানুষ। ভ্রমণ করতেই পছন্দ করেন। তবে এটা কিন্তু ভালো বিষয় ভাইয়া। ভালো লাগলো আপনার উত্তরটি।

 9 days ago 

হ্যাঁ আপু ঘোরাঘুরি করছে অনেক পছন্দ করি।

 15 days ago 

আসলেই ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যদি এমনটা হতো আমিও ঘুরে বেড়াতাম আপনার মতই।

 9 days ago 

তুমিও ভ্রমন প্রিয় মানুষ কিন্তু দুঃখের বিষয় মন মতো ঘুরতে পারো না। অবশ্যই ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সুযোগ পাবে।

 15 days ago 

sbd print rates একটানা এক বছর ১০০% থাকলে কে কি করবেন।

আমার টার্গেট ওয়ালেটে লিকুইড ৫০০০ স্টিম জমানো। যেটা আমি আগে কখনোই করতে পারিনি। সেটারই চেষ্টা করব। ওয়ালেটে ৫০০০ লিকুইড স্টিম আহ দেখেও যেন শান্তি।

 15 days ago 

আপনার অবস্থা আর আমার অবস্থা একই হয়ে দাঁড়িয়েছে ভাইয়া। জীবনেও কিছু জমাতে পারি না। এবার তাহলে শুরু করতে হবে। হাহা

 13 days ago 

হ‍্যা আপু।

 15 days ago 

আসলেই ভাই ওয়ালেটে পাঁচ হাজার এসপি থাকলে দেখতে অনেক শান্তি লাগে।

 15 days ago 
  • সবার আগে নিজের নামে জমি কিনে ছোট একটা বাড়ি করবো। অথবা নিজের নামে একটা ফ্ল্যাট কিনবো। বাপের বাড়ি, শ্বশুড়বাড়ি আর স্বামীর বাড়ির ভীড়ে মেয়েদের ১টা নিজের বাড়ি থাকা খুবই দরকার বলে আমি মানি।

  • এরপর অন্তত কয়েকমাস চলার জন্য টাকার লিকুইড ব্যাক আপ রাখবো যেন সে মাস গুলোয় নিজের কোন ছোট-বড় ইচ্ছের ই স্যাক্রিফাইস করতে না হয়।

  • ফ্যামিলির সবাইকে নিয়ে কোথাও ঘুরে নিয়ে আসবো।

 15 days ago 

সত্যি আপু মেয়েদের নিজস্ব একটি বাড়ি থাকা অনেক বেশি দরকার। যেখানে কেউ বলবে না এটা বাপের বাড়ি, শ্বশুরবাড়ি কিংবা স্বামীর বাড়ি।

 15 days ago 

এই কথাটা বেশির ভাগ মেয়েই সমর্থন করবে বলে আমার বিশ্বাস আপু।

 15 days ago 

আপু জমি কিনতে গেলে অনেক ভেজাল। তারপর আপনার স্বপ্ন পূরণ হোক দোয়া করি।

 13 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। একদিন যেন এই স্বপ্ন পূরণ হয় সেটা খুব করে চাই।

 14 days ago 

বাপরে বাপ! কতগুলো প্লেন করে রেখেছেন আপনি 😁। এতো প্লেন তো মাথায় ই আসে নাই। আর আসবে কেমন করে, বিয়েই তো করলাম না এখনও 😂

 14 days ago 

🤦‍♀️🤦‍♀️

আপনার কমেন্ট এ কিন্তু অগ্রীম শুভকামনা জানিয়ে রেখেছি। বিয়ের জন্য 🤭🤣

 15 days ago 

সেক্ষেত্রে আবার জমিদারীর গোড়াপত্তন করব। চারপাশে নায়েব, গোমস্তা থাকবে৷ নিজের লেঠেল দল থাকবে৷ আর হাতির পিঠে চড়ে শিকার করতে যাব৷ 🤣🤣🤣

 15 days ago 

বাহ বেশ দারুন তো ভাই শিকার করতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাইয়েন ।

 15 days ago 

আরে বাহ! পুনরায় বাংলার মাটিতে জমিদারের সূচনা! আমিও বলতে পারবো যে ওমুক জমিদার আমার দাদা হয়! 😎

 15 days ago 

ব্লগটা কিভাবে আরও কোয়ালিটির করা যায় সেই চেষ্টা করব। আর বছরের শেষের দিকে রোম, গ্রীস ঘুরে আসব৷

 15 days ago 

দিদি আপনার ব্লগ তো এমনিতেই অনেক ভালো হয়। এমন সুন্দর ঘুরে বেড়ানোর শান্তিই আলাদা।

 15 days ago 

ভাই যদি এমন হয় তাহলে কি করব সেটা নিয়ে এখনো চিন্তা করিনি তবে বিয়ে যে করে ফেলব এটা শতভাগ শিওর।

 15 days ago 

ভাই বিয়ের দাওয়াতের অপেক্ষা রইলাম।

 15 days ago 

বিবাহ টা করেই ফেলেন এবার। শুভ কাজে দেরি কেন!

 15 days ago 

মনে হয় পাত্রী পছন্দের আছে। তবে ভাই দাওয়াতের অপেক্ষায় আছি।

 15 days ago 

তাহলে তো ভালোই হবে ভাইজান। আমরা খুব শীঘ্রই দাওয়াত পেতে চলেছি। আমরা সবাই রেডি দাওয়াত খেতে যাওয়ার জন্য।

 15 days ago 

এক বছর চালু থাকলে এসবিডি বর্ষপূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করব। যেখানে আপনারা সবাই আমন্ত্রিত হবেন হা হা হা।🤩

 15 days ago 

দারুন লিখেছেন ভাই

 15 days ago 

আপনার আশাটা পূরণ হোক। ভালো লাগলো আপনার কমেন্টটি।

 15 days ago 

ফুলটাইম এবিবি তে কাজ করতাম।তারপর যে টাকা পয়সা হত সেটা দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করতাম,আর বাবা মা কে তীর্থ ভ্রমণে পাঠাইতাম।

 15 days ago 

বেশ সুন্দর এবং বাস্তববাদী চিন্তাভাবনা দেখে ভালো লাগলো। 😍

 15 days ago 

ধন্যবাদ মাসি। ❤️❤️🥰

 15 days ago 

আপনার মনের আশা পূর্ণ হোক ভাই।

 15 days ago 

আপনার দোয়া কবুল হোক ভাই।❤️❤️ধন্যবাদ।

 15 days ago 

চমৎকার লিখেছেন ভাই কথাগুলো শুনে ভালো লাগলো।

 15 days ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন।

 15 days ago 

আগে বিয়ের কাজটা ফাইনাল করে ফেলতে হবে 😂। ওয়েটিং ফর ১০০% এসবিডি প্রিন্ট রেইট এসবিডি

 15 days ago 

জি ভাই ফরজ কাজ আগে 💜💙।

 15 days ago 

একদম ভাই 😍

 15 days ago 

এগিয়ে যান। শুভ কাজে আমরা আছি পাশে! 😃

 15 days ago 

😂😂😂 হালকা করে খোচা মেরে দিলেন

 15 days ago 

সবাই দেখছি বিয়ের কাজটাই এগোতে চাচ্ছে। আসলে বউরা কি বেশি ভাত খায় নাকি?

 15 days ago 

বিয়ের সাথে বউয়ের ভাত খাওয়ার সম্পর্ক কি 😂😂
শূন্য পকেটে কি আর মেয়ে জোটে 🙂

 14 days ago 

sbd print rates একটানা এক বছর ১০০% থাকলে কে কি করবেন।

তাহলে তো চারটি বিয়ে করবো এবং চার বউসহ তাদের চৌদ্দ গুষ্টির ভরণপোষণের দায়িত্ব নিবো🤣🤣।

 13 days ago 

ভাবী জানে আপনার মনের গোপন ইচ্ছের কথা?? 🤔🤔🤔