গতকাল ছিল এক বিশেষ দিন
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। গতকাল আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। যেই বিষয়ে কথা না বললেই নয়। যার সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। আপনারা অনেকেই জেনে থাকবেন আমার মা কিন্তু অনেকটাই জ্ঞানী একজন মানুষ এবং তিনি তার জ্ঞানের জোরেই এতদূর পথ অতিক্রম করেছেন এবং আমাদেরকেও সবসময় দিকনির্দেশনা দিয়ে থাকেন।
আমার মায়ের স্বপ্ন অনেক বড় বড় কারণ সেই স্বপ্নগুলো তার বাস্তবায়ন করার জন্য যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় তিনি তার সাদরে গ্রহণ করেন এবং সামনের দিকে এগিয়ে যান। এদিক থেকে আমি চির কৃতজ্ঞ মহন সৃষ্টি কর্তার কাছে, তিনি আমাকে এমন একজন গর্ভধারিনী মায়ের সন্তান করেছেন। বিয়ে করেছি প্রায় সাত মাস অতিক্রম হয়ে গেল কিন্তু আম্মুর একটি পরিকল্পনা ছিল বিয়ের আগে আমাকে এবং আমার বউকে নতুন ঘরে তুলবেন। সেটা আপনার কারণে হয়নি কারণ মেয়ে পক্ষ থেকে অনেক বেশি বিয়ের জন্য চাপ ছিল। তাই তাড়াহুড়ো করেই বিয়েটা সারতে হয়েছে। কিন্তু এই সাত মাস পরে এসে আম্মুর সে স্বপ্নটা পূরণ করেছে এবং আমাদেরকে একটি নতুন ঘরের চাবি উপহার দিয়েছে।
আমাদের বাসা খুব একটি বড় জায়গায় কিন্তু নয় কিন্তু আমাদের যে জায়গাটা রয়েছে, নীলফামারী মেন প্রাণকেন্দ্রে রয়েছে এবং আমাদের জায়গার পিছনে কিছু জায়গা ছিল যেগুলো আমাদেরই ছিল এবং সেখানেই ছোটখাটো দুটি ঘর বানিয়ে দিল আম্মু। একটি হচ্ছে আমার জন্য একটি হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য। তবে এই বাসা করতে রুমগুলো করতে যতটুকু পরিশ্রম করতে হয়েছে এবং সেই অর্থের যোগানটা সম্পূর্ণটাই কিন্তু আম্মু প্রদান করেছেন এবং আম্মু যে সব টাকা ইনকাম করে সেটা যে কত পরিশ্রম করে করে সেটা একমাত্র আমি জানি।
গতকাল অনেক ব্যস্ত থাকায় কোন পোস্ট লিখতে পারিনি তবে আজকে একটু ফ্রি আছি তা এবং গতকালের বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার না করলেই কেমন জানি খারাপ লাগছিল। তাই ভাবলাম আমার মা আমাদেরকে কতটা ভালোবাসেন এবং কতটা আমাদের খেয়াল রাখেন সেই বিষয়গুলো আপনাদের না জানালেই নয়। এরকম মা পাওয়া সত্যিই অনেক ভাগ্যের বিষয়। শুধুমাত্র যেই রুম করে দিয়েছে তা কিন্তু নয় এই রুমের মধ্যে যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে রুমের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের ছবি যেগুলো ফ্রেম করা ছিল, সব কিছুই গতকাল আমাদেরকে সারপ্রাইজ হিসেবে উপহার দিয়েছে। যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার মা আমার জন্য যে সবকিছু করেছে তার বিন্দুমাত্র আমি করতে পারিনি। তবে ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে মায়ের জন্য এমন কিছু করব যাতে করে আমার মা গর্ব করে বলতে পারেন আমি একজন রত্নগর্ভা সন্তানের জননী। জানিনা এই দিন কবে আসবে! তবে আমি মহান সৃষ্টিকর্তার কাছে সব সময় প্রার্থনা করি আমার মা যেন আমাকে নিয়ে সবসময় গর্ববোধ করেন। মা-র সব ইচ্ছে আমি পূরণ করতে চাই, সেই শক্তির যেন আল্লাহতালা আমাকে দেন।
VOTE @bangla.witness as witness
OR

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: গতকাল ছিল এক বিশেষ দিন
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......







মহান সৃষ্টিকর্তা যেন আজীবন
তোমদেরকে আমার "রত্ন" করে রাখেন। তোমার মতো সন্তান গর্ভে ধরতে পেরে আমি সত্যি গর্বিত।
আমি পেরেছি। এটাই আমার পাওয়ার। আমার মনোবল। 🤲🤲তোমরা আরো ভালো পারবে ইনশাআল্লাহ 🙏🤲