বিষন্নতার মাঝে আমি

in আমার বাংলা ব্লগ2 months ago
বিষন্নতার মাঝে আমি

1000067396.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি তবে শারীরিকভাবে কেন যেন একটু দুর্বল বলে মনে হচ্ছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন ধরনের টেনশন চারিদিক থেকে ঘিরে ধরেছে। বর্তমানে কি করা উচিত সেটা বুঝে উঠতে পারছি না।

প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন রয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো সময় এবং খারাপ সময় গুলো আসে। সেই সময়গুলোকে নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরী। বর্তমানে বিপদ প্রায় চারদিক থেকেই আসছে এই অবস্থাতেই আমার কি করা উচিত খুব একটা বেশি বুঝে উঠতে পারছি না। তবে আমি নিজের মতো করে আপ্রাণ চেষ্টা করছি এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য। এর জন্য দরকার আসলে মোটিভেশন।

প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা বন্ধু দরকার। যে বন্ধুকে আপনি নির্দ্বিধায় সবকিছু বলতে পারবেন। আপনার মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় আমার এরকম বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। যার যার কারণে সেই কথাগুলো সব সময় বুকের মধ্যেই চেপে যায় এবং সেটা বাড়তে বাড়তে অনেকগুলো কষ্টের জন্ম দেয়। এইরকম একটি পরিস্থিতির মধ্যেই বর্তমানে রয়েছি। তবে আমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করি এবং সৃষ্টিকর্তার একটি কথা আমার সব সময় মনে থাকে। সেটা হচ্ছে, সৃষ্টিকর্তা তাকে ততটুকুই কষ্ট দেন যতটুকু কষ্ট সেই ব্যক্তি সহ্য করতে পারবে এবং এই বিশ্বাসটা নিয়েই আমি সামনে এগিয়ে যাচ্ছি।

মানুষ একটা সময় বুঝতে শিখে আসলেই এই পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী জীবনের জন্য সবাইকে হ্যাপি করাটা অত্যন্ত জরুরী কিন্তু এটাও সত্য সবাইকে হ্যাপি করার দায়িত্ব আপনি একাই নিতে পারবেন না। সবাইকে সুখে রাখতে গেলে দেখবেন আপনি নিজে থেকেই কোন ধরনের সুখ ভোগ করতে পারবেন না। বরঞ্চ সবার সুখের কথা চিন্তা করে নিজের ছোট ছোট স্বপ্ন বিসর্জন দিয়েও তাদের মনে জায়গা করে নিতে পারবেন না।

1000067389.jpg

আসলে জীবনের বাস্তবতা এমনই। সব সময় যে আমাদের পরিকল্পনা মাফিক চলবে তা কিন্তু নয় বরং এই সমাজ সমাজের নিয়মে চলে, জীবন চলে জীবনের নিয়মে এবং এর মধ্যে থেকেই আমাদেরকে সফল করে কিংবা ব্যর্থ করে। কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই বিশ্বাসটা সামনে রেখেই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি নতুন আলোর মুখ দেখবো।

নিজের প্রতি বিশ্বাস রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের প্রতি বিশ্বাস টাই হচ্ছে এই জীবনে বাঁচার মূল মন্ত্র। আপনি যদি কারো কাছে কোন কিছু আবদার করেন কিংবা কারো উপর নির্ভরশীল থাকেন সেক্ষেত্রে সেটাই হবে আমাদের সবথেকে বড় দুর্বলতা এবং এটা আমি মনের টানে বিশ্বাস করি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বিষন্নতার মাঝে আমি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......