"বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন"

in আমার বাংলা ব্লগ24 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই মে, রবিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বেশ কিছুদিন হলেও গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে গ্রামীন প্রকৃতির মাঝে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গ্রামে এসে নিজের পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে প্রতিটি দিন অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গ্রামীণ প্রকৃতি সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো।

1000085060.webp

Pixabay

মা ও মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই অনেক প্রিয়। আজকে বিশ্ব মা দিবস আর এই দিনটিতে বিশ্বের সকল সন্তানেরা বিশ্বের সকল মায়ের প্রতি বিশেষভাবে দিনটি উদযাপন করে। যদিও মাকে ভালোবাসার কোন দিনের হয়না প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য সমান। তারপরেও বিশ্ব মা দিবস বিশেষভাবে পালন করা হয়।

প্রথমে প্রাচীন গ্রিস ও রোমে মাতৃরূপী দেবীর আরাধনা করা হতো তখন ইউরোপ ও আমেরিকাতে ও মাদার্স ডে প্রচলন শুরু হয়। তারপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ঘোষণার ফলে মে মাসের দ্বিতীয় রবিবারে মা দিবস পালিত হওয়া শুরু হয়। তারপর আস্তে আস্তে এই বিশেষ দিনটি বিশ্ব মা দিবসের স্বীকৃতি পায়।

প্রতিটি মা তার সন্তানকে গর্ভে ধারণ করার পর থেকে আগলে রাখে। সন্তান গর্ভে থাকা অবস্থায় মা সন্তানের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে। প্রতিটি সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের সাথে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর এই সম্পর্কটা সন্তান ভূপৃষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে যত দিন যায় ততই বাড়তে থাকে।

একটি সন্তান জন্মদানে মা- বাবা দুজনেরই ভূমিকা থাকে তারপরেও মাঝে তোর তার সন্তানকে নিজের গর্ভে ধারণ করে তাই মায়ের বেশিই ভূমিকা থাকে। সন্তান ভূপৃষ্ঠ হওয়ার পর থেকে তার জন্য পুরো পৃথিবী মায়ের সমান। প্রতিটি সন্তানের প্রথম মুখের বুলি হয় মা। আর এই মা ডাক শোনার জন্যই মা থাকে অধীর অপেক্ষায়।

একজন মা পরিপূর্ণ তৃপ্তি তখনই পায় যখন সন্তান ভূপৃষ্ঠ হওয়ার পরে প্রথম মা ডাক শুনতে পায়। প্রতিটি মা তার সন্তানের কাছে দশভূজা বহুরূপী। সন্তানের মন ও শরীর ভালো কিংবা খারাপ থাকুক সবার প্রথমে যে ব্যক্তিটি অনুধাবন করতে পারে সেটা হলো মা। প্রতিটি সন্তানের কাছে মা সকল রোগের ওষুধ।

একটি সন্তানের জন্য সর্বোচ্চ নিরাপদ আশ্রয় মায়ের কোল বা আঁচল। এই জায়গা ব্যতীত পৃথিবীতে একটি সন্তান কোথাও নিরাপদ নয় আমার কাছে মনে হয়। একটি নদীর ঠিকানা যদি সমুদ্র হয় তাহলে একটি সন্তানের ঠিকানা অবশ্যই তার মা।

একটি মা তার সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক একটি মা তার সন্তানের কাছে শ্রেষ্ঠ ডাক্তার। আমেরিকান বিখ্যাত রাজনীতিবিদ আব্রাহাম লিংকনের একটি বিশেষ উক্তি রয়েছে "যার মা আছে সে কখনোই গরীব নয়"। আমিও এমনটাই মনে করি "যার মা আছে সে পৃথিবীর সব থেকে ধনী"।

এই পৃথিবীতে মায়ের থেকে বেশি আপন কেউ হতে পারে না। একটি সন্তানের কঠিন সময়ে পৃথিবীর কেউই পাশে না থাকলে তবে মা অবশ্যই পাশে থাকে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা যেমন আকাশের মতই অসীম তেমনি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সাগরের মতই অতল।

মায়ের ভালোবাসার কথা কখনোই লিখে শেষ করা যাবে না। মায়ের ভালোবাসা চিরন্তন, সত্য ও সুন্দর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মা ভালো থাকুক।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 24 days ago 

ভাই আপনার পোস্ট দেখে কিছু না বলে আর থাকতে পারলাম না। আজ বিশ্ব মা দিবস তাই সকল মায়ের মুখে হাসি ফুটুক আবারও নতুন করে এই আশা ব্যক্ত করি। আজ বিশ্ব মা দিবসে মাকে জানাই সালাম শ্রদ্ধা। মা আমাদের সবার প্রিয় একজন মানুষ। মায়ের মতো ভালোবাসা যেন পৃথিবীতে আর কেউ দিতে পারে না। মায়েরে ভালোবাসায় আমরা প্রথম মাতৃভাষায় মায়ের মুখ থেকে বাংলা ভাষায় কথা বলতে শিখি। আজ মা দিবস এ মাকে আবারও জানাই অনেক অনেক শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা।

 20 days ago 

অবশ্যই ভাই আমরা সবাই চায় মায়ের মুখে সবসময় হাসি ফুটে থাকুক তাহলেই পৃথিবীটা চির সুখে ভরে থাকবে। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 24 days ago 

মা দিবসে মাকে নিয়ে যা লিখেছেন সেটা পড়তে পড়তে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আপনার কথা গুলো প্রতিটিই কিন্তু মনে জায়গা করে নেওয়ার মত। আসলে একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে মা বলে ডাকে তখনই মায়ের মুখে ফুটে উঠে বিশ্বের সেরা হাসি।

 20 days ago (edited)

একটি সন্তানের কাছে মায়ের থেকে আপনার কেউ হতে পারে না তেমনি একটি মায়ের কাছে সন্তানের থেকে আপন আর কেউ হতে পারে না। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 24 days ago 

বিশ্ব মা দিবস উপলক্ষে আপনি খুবই চমৎকার ভাবে আপনার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে মায়ের তুলনা কখনোই অন্য কারো সঙ্গে করা যায় না মায়ের তুলনা শুধু সে নিজেই। আমিও সেটাই মনে করি, যার মা আছে সে কখনো গরিব নয়। কিছু কিছু উক্তি রয়েছে যে উক্তিগুলো যখন আমরা পড়ি তখন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। মা দিবস উপলক্ষে আপনার লেখা পড়ে অনেক বেশি ভালো লাগলো সেই সাথে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 20 days ago 

হ্যাঁ ভাই মায়ের সাথে অন্য কিছুরই তুলনা হয় না। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

মা নামটি ছোট হলে কি হবে মা নামটির গভীরতা অনেক বিশাল। মায়ের তুলনা শুধু মা। মা হচ্ছেন সৃষ্টিকর্তার দেওয়া সব চেয়ে বড় উপহার। মা দিবসে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

 20 days ago 

হ্যাঁ ভাই মা নামটি ছোট হলেও এই নামের গভীরতা অনেক বেশি। আপনি সত্যি বলেছেন ভাই সৃষ্টিকর্তা দেয়া সব থেকে বড় উপহার হলো আমাদের মা। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 24 days ago 

পৃথিবীর সকল মায়ের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা বিশ্ব এই মা দিবসে। আপনি প্রত্যেকটা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে অনেক সুন্দর করে লেখাগুলো লিখেছেন। মা শব্দটা কতই না ছোট। তবে এর গভীরতা যে হাজারো বড় এটা আমরা সবাই জানি। মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সারা জীবনই থাকবে শুধুমাত্র একটি দিনের জন্য না। আর মায়ের সম্পর্কে যতই বলবো না কেন ততই খুব কম হবে। সত্যি অনেক দারুন লেগেছে আপনার লেখাটা।

 20 days ago 

অবশ্যই আপু মায়ের প্রতি ভালোবাসাটা প্রতিদিন সমান রাখা দরকার রয়েছে একটি দিনের সীমাবদ্ধ না করাই ভালো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্যটি পড়ে ভালো লাগলো। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 24 days ago 

প্রত্যেকটা মায়ের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। আমাদের জীবনে মায়ের গুরুত্ব সব থেকে বেশি। মায়ের চেয়ে আপন আর কেউই হয় না। মা দিবসকে কেন্দ্র করে অনেক সুন্দর করে আপনি আজকের এই পোস্টটা লিখেছেন। আপনার প্রতিটা লেখা সত্যি মনটা একেবারে ছুঁয়ে গিয়েছে। মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সারা জীবনই থাকবে, একদিনের জন্য নয়। যাইহোক অনেক সুন্দর করে আপনি সবগুলো লেখা লিখেছেন। এটাই কামনা করি সকল মা যেন ভালো থাকে।

 20 days ago 

সত্যি বলেছেন ভাই মায়ের থেকে আপন আর কেউই হয় না। সুন্দর সাবলীল ভাষায় আপনার মন্তব্যটি ভালো লাগলো।

 24 days ago 

আপনার পোস্টের মাধ্যমে সকল মাকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। বিশ্ব মা দিবস অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। তবে আমি মনে করি প্রতিটি সন্তানের জন্য প্রতিটা দিন হচ্ছেই মা দিবস। মা বাবারা সন্তানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের মা-বাবা নেই তারাই বুঝতে পারে মা-বাবার অভাব কেমন জিনিস। আপনার এমন সুন্দর অনুভূতি মূলক লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 20 days ago 

অবশ্যই আপু প্রতিটি সন্তানের জন্য প্রতিটা দিনই মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনের প্রয়োজন হয় না প্রতিটা দিনই বিশেষ দিন হয়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71122.86
ETH 3848.97
USDT 1.00
SBD 3.49