স্বরচিত কবিতা: ভালোবাসার রেখাচিত্র।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
রোজ শুক্রবার ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আমার নিজের দেখে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। কবিতা লেখা খুবই কঠিন একটা কাজ। মন চাইলে যখন তখন কবিতা লেখা যায় না কবিতা লিখতে হবে গভীর চিন্তাভাবনা ও ধ্যান-ধারণা থাকতে হবে। কবিতা লিখতে হলে নির্দিষ্ট বিষয়ের ওপরে চিন্তাভাবনা না করলে কবিতা লেখা সম্ভব নয় বলে আমি মনে করি। আজকে আমি যে কবিতাটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা ভালোবাসার উপর ভিত্তি করে লেখা হয়েছে এই কবিতার মাধ্যমে আমি কবিতায় প্রেম ভালোবাসার গভীর অনুভূতি ফুটে তুলেছি। প্রিয়জনের স্মৃতি, অপেক্ষা, এবং নিঃশব্দ ভালোবাসা হৃদয়ের প্রতিটি কোণে ছড়িয়ে আছে। আমি চাঁদের আলো, হাওয়া ও নীরব সন্ধ্যার মাধ্যমে প্রিয়জনের উপস্থিতি অনুভব করেছি। ভালোবাসা যেন এক অন্তহীন নদী যা কখনও ক্ষীণ হয় না বরং সময়ের পরিক্রমায় আরও গভীর হয়।
আকাশজোড়া নীলের মাঝে
তোমার মুখের ছায়া,
তোমার চোখের গভীরতায়
আমার হারানোর মায়া।
শহরের ব্যস্ততা পেরিয়ে
নীরব এক সন্ধ্যায়,
তোমার নামের গুঞ্জন বয়ে
হাওয়া আসে নিভৃতে দায়।
চাঁদের আলোয় আঁকা রেখা,
তোমার স্পর্শের স্মৃতি,
ভালোবাসা এক নিরবধি নদী
কোনওদিন হয়নি ক্ষীণ।
তোমার অপেক্ষায় কাটে দিন,
রাতেরা জেগে রয়,
হৃদয়ের গহীনে আঁকা
তোমার ভালোবাসার সংলাপময়।
সমাপ্ত
| পোস্টের বিষয় | স্বরচিত কবিতা |
|---|---|
| পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
| ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
| লোকেশন | পাবনা |







Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে খুবই ভালো লাগলো। ভালোবাসার অনুভূতি গুলো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতার প্রতিটা লাইনের মধ্যে। এরকম সুন্দর কবিতা গুলো সব সময় আমার ভালো লাগে। আপনি সবসময় চেষ্টা করছেন বলে এত সুন্দর কবিতা লিখতে পারছেন। কবিতার প্রতিটা লাইন অসম্ভব সুন্দর ছিল।
আপনার সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
বাহ আপনি তো ভালবাসা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসার রেখাচিত্র কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে যদি ভালোবাসা ফুটিয়ে তোলা যায় পড়তেও বেশ ভালো লাগে। আর প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রত্যেক মানুষের কম বেশি থাকে। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল ভালোবাসার রেখাচিত্র কবিতাটা লেখার টপিক। ভালোবাসার রেখাচিত্র এই কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর করে ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি সবসময় আমাদের মাঝে খুবই সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে অসাধারণ একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকে সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগলো ৷ এখানে আপনি একের পর এক লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমার লেখা কবিতা আপনার কাছে সবসময় অনেক ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।