ইচ্ছে জাগে উড়ে বেড়াবার

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

hummingbird-2139278_1280.jpg

image source

ভোর থেকে শুরু হয় পাখিদের ছন্দ মিলানো চিকন সুরের গান। আসলে আমরা প্রতিটা মানুষ তাদের এই সুন্দর গানের সাথে এতটা অব্যস্ত হয়েছি যে তাদের হাজার শব্দ, হাজার গান আমাদের কখনো বিরক্ত করেনা, বরং তাদের গান গুলো কানে না আসলে অবাক লাগে। খুব বেশি ইচ্ছা করে তাদের দলে যোগ দিতে, তাদের সাথে একসাথে গান গাইতে, তাদের সাথে একসাথে ডানা মেলে নীল আকাশে উড়ে বেড়াতে। তবে আফসোস তাদের মতো উড়ে বেড়াবার মতো আমাদের নেই কোনো ডানা। হ্যা, আছে তবে সেটা মনের ডানা।

একটা মানুষ চাইলে উড়তে পারে, গাইতে পারে, স্বাধীন ভাবে বাঁচতে পারে যদি সে মন থেকে মনের ডানা লাগিয়ে নেই। তাদের ডাকে মনে হয় নিতে চাই আমাকে তাদের সাথে। আমিও যেন অধীর আগ্রহ নিয়ে বসে থাকি তাদের ডাকে সারা দিতে। কিন্তু সমাজের কিছু মানুষের জন্য চাইলেও উড়তে পারিনা, গাইতে পারিনা, পারিনা আমি মুক্ত আকাশে উড়তে। আমিযে বড়ো একলা অসহায় একটি মেয়ে যার এই বদ্ধ ঘরটি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই।

ইচ্ছে জাগে উড়ে বেড়াবার

লেখা - আইরিন ইসলাম

মাথার উপরে ওই নীল আকাশ
যার বুক চিরে উড়ে যায় পাখি,
ভালোবাসার ছন্দ গেয়ে
তাদের আমি ডাকি।

মাঝে মাঝে বড্ড তৃষ্ণা জাগে
উড়ে যেতে ওই পাখিদের সাথে,
ডানা মেলে উড়ব মন খুলে
পাখিদের সাথে যাবো মেতে।

তৃষ্ণা যে আমার আজও ফুরায়না
কারণ পারিনি আজও উড়ে যেতে,
ডানা যদি থাকতো আমার
কবেই যেতাম ওই আকাশে।

তাদের গানে মুগ্ধ আমি
মিষ্টি গলার সুর,
সকাল হতেই ডাকে আমায়
নিতে বহুদূর।

কিভাবে যাবো তাদের সাথে
নেইতো আমার পাখা,
একা বসেই ঘরে আমার
দুখের ছবি আঁকা।

দলটি বেঁধে উড়ে সবাই
গান গেয়ে গেয়ে,
বন্ধ ঘরে বন্দি আমি
দুঃখী একটি মেয়ে।

যাবোই যাবো ওই আকাশে
একদিন আমি উড়ে,
পারবেনা কেউ আটকাতে আমায়
হারিয়ে যাবো দূর বহুদূরে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 18 days ago 

আপু আপনার লেখা কবিতা গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা কবিতাটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। কবিতাটির ভাষা অত্যন্ত সহজ ও সাবলীল হয়েছে। আপনার এই কবিতার মাঝে মানব মনের এক অন্যরকম অনুভূতি ফুটে উঠেছে। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 18 days ago 

পারবেনা কেউ আটকাতে আমায়
হারিয়ে যাবো দূর বহুদূরে।

আশাকরি আপনার ইচ্ছা টা পূরণ হবে। আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি উড়ে যাবেন ঐ আকাশে। আমাদের পাখির মতো ডানা না থাকলেও তার মতো ইচ্ছাশক্তি আছে উড়ে বেড়ানোর। কিন্তু উপায় নেই। দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 18 days ago 

পাখিরা কতো সুন্দরভাবে নীল আকাশে উড়ে বেড়ায়। যখন যেখানে খুশি উড়ে চলে যায়। তাদেরকে উড়তে দেখলে মাঝেমধ্যে নিজেরও উড়তে ইচ্ছে করে। তবে ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয় না। কিন্তু মনে মনে আমরা ঠিকই আকাশে উড়তে পারি। কারণ স্বপ্নে নেই সীমানা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আপনার কবিতাগুলো পড়তে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আপনি সবসময়ই দারুণ দারুণ টপিক নিয়ে কবিতা লিখে থাকেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60832.04
ETH 2902.69
USDT 1.00
SBD 3.55