পিছে লোকে কিছু বলে।

in আমার বাংলা ব্লগ16 days ago (edited)

image.png

image source

আমাদের সমাজে প্রায় ৯৯ শতাংশ মানুষ তাদের জীবনের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। এবং বেশিরভার মানুষ ব্যর্থ হয় কেন জানেন ? একমাত্র নিন্দুকদের ভয়ে। "লোকে কি বলবে " এই বাক্যটা সবার মনের মধ্যে গেথে গিয়েছে। আপনি যদি বড় কোনো উদ্দ্যেগ নেন যেটা কিনা সমাজের অন্য কেউ নেয়ার সাহস অব্দি করেনি তাহলে আপনার মনের মধ্যে এটা কাজ করবেই যে "লোকে কি বলবে"। আমার মনে হয় যে সমাজের প্রায় ৭০ শতাংশ ব্যর্থ মানুষেরাই এই নিন্দুকদের ভয়ে সাফল্য অর্জন করতে পারে না। তারা চেষ্টাও করে না সফলতা অর্জনের। কেননা যদি সে চেষ্টা করে তাহলে "লোকে কি বলবে"।

সফলতা অর্জনের সব থেকে বড় পন্থা হচ্ছে চেষ্টা , আপনি ব্যর্থ হয়েছেন তাহলে আবার চেষ্টা করুন আবার ব্যর্থ হয়েছেন তাহলে আবার চেষ্টা করুন। চেষ্টা করতেই থাকুন যতক্ষণ না আপনার সফলতা আসছে। কিন্তু আপনি যদি অন্যের কথার ভয়ে পা গুটিয়ে বসে থাকেন তাহলে আপনারই ক্ষতি , আপনার ভবিষ্যৎই হবে অন্ধকার। তাতে কারোর কিছুই যায় আসবে না। তাহলে কেন এতো চিন্তা ? যার যা বলার বলুক তাতে আপনার কান দিয়ে কোনোই লাভ হবে না। বরং আপনার নিজের ভবিষ্যৎ এর দিকে নজর দেয়া উচিত। একমাত্রই এইটাই আপনাকে সফলতার পথ দেখাবে। যেখানে বার বার চেষ্টা করার পর সফলতা নিশ্চিত সেখানে চেষ্টা করতে ক্ষতি কি ?

কোনো কিছু করার জন্য প্রথমে আপনাকে বিশাল বড় বাধার সম্মুখীন এমনিতেই হতে হবে। তাহলে কেন সেই বিশাল বাধার কথা না ভেবে আমরা অন্য লোকের কথা ভাববো ? জীবনের সফলতার পিছনে সব থেকে কঠিন ধাপ হলো শুরুর ধাপ। আপনি যদি আপনার শুরুর ধাপটা কষ্ট করে পার করে ফেলেন তাহলে আপনার জন্য বাকি ধাপ গুলো বেশ সহজ হবে। তাই আমি মনে করি নিন্দুকদের কথা একদমি না ভেবে আপনার নিজের সফলতার কথা চিন্তা করুন। যেটা কিনা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। যদি কখনো নিজেকে ব্যর্থ মনে হয় তাহলে আপনার ভবিষ্যৎ এর কথা ভাবুন , আপনার বাবা মার কথা ভাবুন।

ব্যর্থতা আপনার জীবনে আসবেই , ব্যর্থতার পর অনেকেই অনেক কিছু বলবে। সেটা নিয়ে পরে থাকলে জীবনে আগানো যাবে না। আজকে যারা আপনার ব্যর্থতায় হাসা হাসি করছে তারাই একদিন আপনার সফলতার পর আপনাকে বাহবা দিবে। তাহলে কেন এতো চিন্তা ? পাছে লোকে কিছু বলবেই , এটাই প্রকৃতির নিয়ম। এটাকে মেনে নিয়ে যারা এগিয়ে গিয়েছে তারাই সফলতা পেয়েছে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 16 days ago 

আজকে যারা আপনার ব্যর্থতায় হাসা হাসি করছে তারাই একদিন আপনার সফলতার পর আপনাকে বাহবা দিবে।

একেবারে যথার্থ বলেছেন আপু। কোনো অবস্থাতেই লোকের কথায় কান দেওয়া যাবে না। কারণ আমি না খেয়ে থাকলে সেই লোকেরা এসে আমাকে খাবার দিয়ে যাবে না। সুতরাং লোকের কথায় কান না দিয়ে, জীবনের লক্ষ্য স্থির করতে হবে। তারপর লক্ষ্য পূরণের জন্য বারবার চেষ্টা করতে হবে। তাহলে সফলতা অবশ্যই অর্জন করা সম্ভব। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 14 days ago 

নিজের মনোবলই হচ্ছে সব। ধন্যবাদ ভাইয়া।

 16 days ago 

আপু আপনি আজ চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। এটা খুব সত্যি কথা পাছে লোকে কিংবা পিছে লোকে কিছু বলবেই।তাই বলে আমাদের থেমে থাকলে চলবে না।আমরা যখন সফল হয়ে যাব,তখন সবাই বাহবা দেবে। তবে খারাপ সময় এলে সেই পেছনের লোকগুলো আমাদের কতো কিছুই না বলবে।তাই বলে আমাদের থেমে গেলে চলবে না।আমরা আমাদের মতো লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ।

 15 days ago 

লোকের কাজই হল আপু পিছনে কথা বলা। তবে আমরা যদি লোকের নিন্দাকে উপেক্ষা করে নিজেদের লক্ষ্য স্থির করতে পারি এবং সেটার পিছনে পরিশ্রম দিতে পারি তাহলে সফলতা আমাদের দরজায় নক দেবে। অন্যদিকে আমরা যদি অন্যের কথায় ভয়ে হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকি, তাহলে সেই ব্যর্থতাই রয়ে যাবে এবং ৭০% ব্যর্থ লোকের ভিতরে আমাদের নাম থাকবে। বেশ শিক্ষামূলক একটা পোস্ট ছিল আপু।

 15 days ago 

৭০ শতাংশের বেশি মানুষ শুধুমাত্র নিন্দুকের ভয়ে জীবনে সফলতা অর্জন করতে পারে না আপু। আসলে আমরা যদি নিন্দুকের কথাগুলোকে অ্যাভয়েড করে, চেষ্টা এবং পরিশ্রম দিয়ে সামনের দিকে এগোতে থাকি তাহলেই একমাত্র জীবনে সফলতা সম্ভব। তাছাড়া এটা আপনি ঠিকই বলেছেন, আমাদের সফলতার সব থেকে কঠিন ধাপটা হল প্রথম ধাপ। এটা যদি আমরা কোন প্রকারে ওভারকাম করতে পারি, তাহলে ভালো কিছু অবশ্যই করা সম্ভব।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62184.89
ETH 2995.49
USDT 1.00
SBD 3.97