আমার কবিতার খাতা থেকে:নিঃশব্দে।।১০ ডিসেম্বর ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
একটা মৃত্যুর গল্পে
কেউ কান্না পায় না—
আলো-নেভা বিকেলের মতো
একটু ধুলো,
একটু নীরবতা
ঘরে ঢুকে পড়ে নিঃশব্দে।
মৃত্যুর পর মানুষটাকে
অদৃশ্য বলে মনে হয়—
কিন্তু সত্যি বলতে কি,
অদৃশ্য হয় আমরা;
তার স্মৃতির ভেতর যে জীবনের আলো
তখনও জ্বলে থাকে
আমাদের বাঁচিয়ে নয়—
আমাদের ভুলিয়ে রাখতে।
শোকের শব্দরা ধীরে ধীরে
কাঁচের মতো ফেটে যায়;
তবুও একটি দৃশ্য বেঁচে থাকে—
পাঞ্জাবির পকেটে চাপা
একটা পুরোনো টিকেট,
দেয়ালের কোণে জমে থাকা
অর্ধেক-লিখা চিঠি,
আর চশমার কাচে লেগে থাকা
শেষ-দেখা আকাশের প্রতিফলন।
মৃত্যুর গল্পে তাই মৃত্যু নেই—
আছে শুধু
একটা থেমে যাওয়া পথ,
একটু অসমাপ্ত নিঃশ্বাস,
একটা দরজা,
যা কেউ বন্ধ করে না
কিন্তু হাওয়া বন্ধ করে দেয়।
এবং আমরা হঠাৎ বুঝি—
মৃত্যু মানুষকে নেয় না,
মানুষ মৃত্যুকে নিয়ে বসবাস করে;
বেঁচে থাকা দিনগুলোর গায়ে
একটু করে দাগ রেখে যায়
অন্তিম সাক্ষাতের।
একটা মৃত্যুর গল্পে
শুধু হারিয়ে যাওয়া নয়—
থাকে ফিরে দেখার সাহসও।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord





Hello @blacks ,
You are currently delegating 15,390.78 SP to @upex, for which you receive a 12.95% daily upvote and 1.686 STEEM as a delegation bonus. We kindly request you to consider increasing your delegation to 120,000 SP. At this level, you will receive a 100% daily upvote and an increased bonus of 13.150 STEEM per day.
UPEX is one of the most profitable delegation-based voting services when you compare actual returns. We sincerely appreciate your support and would be grateful if you could increase your delegation.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আসলেই মানুষের মৃত্যু হলেও,তাদের স্মৃতি কিন্তু অবশ্যই তাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের মাঝে। এককথায় দুর্দান্ত হয়েছে কবিতাটি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।