আমার কবিতার খাতা থেকে:সময়।।৩০ ডিসেম্বর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে কবিতা একটু অন্য স্বাদের।তবু আশা করি ভালো লাগবে আপনাদের।
সময়ের ঘোড়া ছুটে চলে বেপরোয়া,
পিছু ফেলে ভাঙা সেতু, অচেনা মুখের ভীড়।
অস্থিরতায় জ্বলে ওঠে শহরের আলো,
মনে হয় যেন পৃথিবী নিজেই হারিয়েছে স্থিতি।
কোনো এক কোণে বয়ে যায় মানুষের দীর্ঘশ্বাস,
মুখোশের পেছনে লুকানো অগণিত মুখ।
স্বপ্নেরা ছিন্নভিন্ন কাগজের মতো
উড়ে যায় বাতাসে,
কেউ কি ধরে রাখতে পারে তাদের ডানা?
আমাদের চোখে ভাসে বিশাল বিজ্ঞাপনের পর্দা,
যেখানে সুখ বিক্রি হয় জলের দামে।
তবু সেই জল,
যে তৃষ্ণার্ত মুখের কাছে পৌঁছায় না,
তাদের আর্তি চাপা পড়ে
লক্ষ রঙের কোলাহলে।
অস্থির সময় জানে না থামতে,
ঘড়ির কাঁটাগুলোও যেন ক্লান্ত।
তবু মানুষ চায় একটি মাটির ঘর,
একটা চাঁদভরা রাত,
শান্ত নদীর মতো বয়ে যাওয়া এক মুহূর্ত।
এত কোলাহলেও কোথাও এক টুকরো নীরবতা আছে,
যা এখনও ডাকে—
"তোমার দিকেই ফিরে যাও।
নিজের মধ্যে শিকড় বুনো,
যেখানে সময়ের বয়ে যাওয়া
হয়ে উঠবে না তীব্র ঝড়।"
এই অস্থিরতায় একদিন ধ্বংস হবে সব,
তবু মানুষের চিরকালীন আশা—
সেই ভাঙা সময়ের মাঝেও
বেঁচে থাকবে একটি নিঃশব্দ প্রতীক্ষা।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। অস্থির সময় আসলেই থামতে জানে না। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সময়ের বাস্তবতা এবং নির্মম জীবনের আহাকার বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আজকের কবিতায়, জীবন সত্যি একটা দীর্ঘশ্বাস আর বাস্তবতা সেখানে কল্পনায় বেঁচে থাকার নিঃশ্বাস। দারুণ লিখেছেন দাদা।
আপনার কবিতা খাতা থেকে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন দাদা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম । সময়ের নির্মম বাস্তবতা নিয়ে কবিতাটি লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা দারুনএকটি কবিতা শেয়ার করার জন্য।
পুরো কবিতাটাই দারুণ লিখেছেন ভাই, তবে বেশি ভালো লেগেছে উপরের লাইন দুটো। এর অর্থ বড্ড গভীরে গিয়ে ঠেকেছে।
সেই আশা সেই প্রত্যাশা নিয়ে তো বেঁচে আছি দাদা। একদিন ঝড় থামবে সব ঠিক হবে প্রত্যাশা পূরণ হবে। কিন্তু সময়ের ঘড়ি ক্লান্ত তবুও থামছে না। অসাধারণ লিখেছেন আপনি দাদা। চমৎকার লাগল আপনার কবিতা টা।