কবিতা আবৃত্তি |শাড়ি 🥻🥰

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি কবিতা আবৃত্তি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আপনাদের ভালো লাগবে।

কবিতা সে-তো স্বপ্নের মতো মনে হয় আমার কাছে।জীবনে কখনো কবিতার মানে কি তাই বুঝে উঠতে পারিনি লেখা তো বহু দূরের কথা কখনো এক লাইন উচ্চারণও করিনি।কবিতা মানেই কি এক ভয়ংকর ব্যাপার মনে হয়েছে সবসময় আমার কাছে।তবে কবিতা শুনতে বড্ড লাগে আমার মাঝে মাঝে কবিতা শুনি আর কবিতার ভাষাগুলো বোঝার চেষ্টা করি।কিন্তু দূর্ভাগ্য আমার কবিতার প্রতিটি লাইন যেনো আমার মাথার উপর দিয়ে চলে যায় কিছুই বুঝে উঠতে পারি না।আমার বাংলা ব্লগ এ আসার পর সাথী আপুর কবিতা সায়মা আপুর কবিতা শুনতাম হ্যাংআউটে খুবই ভালো লাগতো!তারপর আমার ছোট বোন @tithyrani আসলো! ও কবিতা জানে সেটা আগে থেকেই আমার জানা তবে কখনো ওর কবিতা আবৃত্তি সেভাবে শোনা হয়ে উঠেনি। হ্যাংআউটে যখন আবৃত্তি শুরু করলো তখন খুবই মনোযোগ দিয়ে ওর কবিতা গুলো শুনতাম।মাঝে মাঝে এমনও হয়েছে ওর কবিতা আবৃত্তি শুনে গায়ে কাটা দিয়ে উঠতো!খুব ইচ্ছে করতো ইস আমিও যদি এরকম করে কবিতা আবৃত্তি করতে পারতাম!সেই ভালোলাগা গুলো থেকেই রোজ একটু একটু করে চেষ্টা শুরু করলাম।এর পরের গল্প গুলো আমি একটি পোস্ট আকারে শেয়ার করবো।

IMG_20250120_154506.jpg

চলুন তাহলে আমার কবিতা আবৃত্তি টি শুনে আসি।

কবিতার নাম- শাড়ি
লিখেছেন-সুবোধ সরকার
আবৃত্তি-বৃষ্টি চাকী

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।

আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের
হালকা নীল একটা কে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, ‘ তোর নাম অভিমান’
তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ
তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ ।
সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল
এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে ?

কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা
সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে, চাইনিজ খেতে ।
কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো
স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি
ওপর থেকে নীচে। নীচে নেমে ডান দিকে ।
যাকে বলে এল ।
পড়ে রইলো খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উড়ছে ।
-এর নাম রাজনীতি, -বলেছিল পাড়ার লোকেরা ।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে
ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নীচের পৃথিবীতে ।
শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদা থান
উনিশ বছরের একটা মেয়ে সে একা ।

কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে
একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, ‘বাঁচাও’
পেছনে তিনজন, সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা ।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা….

ভিডিও

ইউটিউব লিংক

কবিতা আবৃত্তির মতো একটি কঠিন কাজ করার দুঃসাহস দেখিয়েছি এটা ভাবতেই অবাক লাগছে।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় ভুল ত্রুটি গুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Sort:  
 11 months ago 

আসলে আমার বাংলা ব্লগ থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি এখন পর্যন্ত আর ভবিষ্যতেও অনেক কিছু শিখবো। অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো। একদম প্রফেশনাল আবৃতিকারদের মতোই হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এরকম কবিতা আবৃতি আরো শুনতে চাই।

 11 months ago 

একদম ঠিক বলেছো বাবু আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই প্রতিনিয়ত আমার ভালো কিছু শিখছি।এখানে না আসলে হয়তো জীবনে অনেক কিছু শেখাই হতো না।অবশ্যই বাবু এখন সপ্তাহে একদিন হলেও আবৃত্তি করার চেষ্টা করবো।অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো তোমার জন্য।❤️

 11 months ago 

সবকিছু করার জন্যই প্রথমে দরকার মনের সাহস দৃঢ় মনোবলতা। তাহলে যতই কঠিন কাজ হোক না কেন একটু একটু করে হলেও একটা সময় পুরোটা সম্পূর্ণ করে ফেলা যায়। একসময় যদিও বা আপনি কবিতা আবৃত্তি করতে পারতেন না এমনকি বুঝতেনও না আবার ছোট বোনের কবিতা আবৃত্তি শুনে মন খারাপ হয়ে যেত যে নিজে পারেন না, সেই আক্ষেপ কে পুঁজি করে আজকে খুবই সুন্দর এবং মনমুগ্ধকর একটি কবিতা আবৃত্তি করে ফেলেছেন। আপনার করা কবিতা আবৃত্তি টি শুনে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। সুবোধ সরকারের লেখা শাড়ি কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 
 11 months ago 

শুনে কিন্তু মনে হচ্ছে বেশ প্রফেশনাল।আপনার কোর্স টা বেশ কাজে দিচ্ছে বোঝা যাচ্ছে৷ অনেক সুন্দর হয়েছে আবৃত্তি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই কবিতা আবৃতি। আমার কাছে ভালো লাগে এই সমস্ত পোস্টগুলো। শুনতেও ভালো লাগলো। নিজের কাছে উৎসাহ সৃষ্টি হল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারো সুন্দর কবিতা নিয়ে আসবেন।

 11 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর এই কবিতা আবৃত্তি শুনে। আপনার কন্ঠের দারুন হয়েছে কবিতা আবৃত্তি। মাঝেমধ্যে গান কভার করলে কবিতা আবৃত্তি করলে মন ভাল থাকে।

 11 months ago 

কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে আমার। আপনি খুবই সুন্দরভাবে এই কবিতা আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠে শুনতে পেয়ে ভালো লাগলো।

 11 months ago 

আপনি সুবোধ সরকারের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে প্রথম কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো।পুরো কবিতা টি একদম সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন আপু।বেশ দারুন হয়েছে। আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পারবো।

 11 months ago 

চেষ্টা করলে সবকিছু সম্ভব আপু। গতকাল আপনার ফেসবুক একাউন্ট থেকে যখন এটা আপলোড করা হয় তখনই শুনেছিলাম। আহ দারুণ আবৃত্তি করেছেন আপু। আজকে আবার শুনলাম। বেশ দারুণ লাগল আপনার কবিতা আবৃত্তি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।