প্রযুক্তির কারণে কি আমরা মানুষের চেয়ে যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকাল একটা জিনিস খুব বেশি চোখে পড়ে আর সেটা হলো আমরা যেন মানুষের থেকে যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছি। আগে যেখানে মানুষে মানুষে যোগাযোগ হতো মুখোমুখি বসে, এখন সেটা সবই মোবাইল বা ল্যাপটপে সীমাবদ্ধ হয়ে গেছে। এমনকি বাসায় বসেও পরিবারের সদস্যদের সাথে কথা না বলে আমরা মোবাইলে স্ক্রল করি। ব্যাপারটা খুবই অদ্ভুত কিন্তু সত্যি।

আমার নিজের কাছেই অনেক সময় খারাপ লাগে, যখন দেখি একটা রুমে পাঁচজন মানুষ বসে আছে কিন্তু সবাই নিজের ফোনে ব্যস্ত। কেউ কারো সাথে কথা বলছে না, কেউ কারো খোঁজ নিচ্ছে না। অথচ আগে মানুষ একসাথে সময় কাটাতে পছন্দ করতো, গল্প করতো, একসাথে খেতো। এখন এগুলো সব কমে গেছে।

প্রযুক্তি আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমরা এখন খুব সহজেই তথ্য পেয়ে যাই, যেকোনো প্রশ্নের উত্তর গুগলে খুঁজলেই পেয়ে যাই, দূরের মানুষদের সাথেও খুব সহজে যোগাযোগ করতে পারি। কিন্তু এসব ভালো দিকের মধ্যেই একটা খারাপ দিক লুকিয়ে আছে। আর সেটা হলো যন্ত্রের প্রতি আসক্তি।

আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট এসবের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে একটা মেশিন। যেমন ধরো কেউ মন খারাপ করে বসে আছে, পাশে বসে থাকা মানুষটাও সেটা বুঝে না কারণ সে তখন ফেসবুকে ব্যস্ত। অথচ আগে হলে হয়তো পাশে বসে থাকা মানুষটা জিজ্ঞেস করতো কী হয়েছে।

আরেকটা জিনিস হলো আমরা এখন যেকোনো কিছুতেই যন্ত্র নির্ভর হয়ে গেছি। রান্না থেকে শুরু করে পড়াশোনা, এমনকি বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করাও এখন অনলাইনে। এই জিনিসটা আমাদের মানবিক গুণগুলোকে ধীরে ধীরে মেরে ফেলছে। আমরা কেমন যেন রোবট টাইপ হয়ে যাচ্ছি।

আমার মনে হয় প্রযুক্তি যতই আধুনিক হোক, যন্ত্র যতই উন্নত হোক, আমাদের কখনোই মানুষকে ভুলে যাওয়া উচিত না। একটা যন্ত্র কখনোই মানুষের মতো আবেগ দেখাতে পারে না, ভালোবাসতে পারে না বা পাশে দাঁড়াতে পারে না।

তাই প্রযুক্তি ব্যবহার করবো ঠিকই, কিন্তু সেটা যেন আমাদের মানবিকতা কে শেষ করে না দেয়। মানুষের চেয়ে যন্ত্রকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে, যেটা আমরা এখনই বুঝতে না পারলেও ভবিষ্যতে অনেক বেশি টের পাবো।

ABB.gif