ইকো পার্কে সবুজে ঘেরা এক শান্ত পথ
শহর জীবনের নানা ব্যস্ততা এবং কোলাহলপূর্ণ জীবনযাপন থেকে বেরিয়ে আমরা সবাই একটু শান্তিপূর্ণ স্থান খুঁজে পেতে চাই বা পার্কে অথবা নিরিবিলি কোথাও গিয়ে ঘুরে আসতে মন চায়। সারা সপ্তাহের ব্যস্ততার পরে কলকাতা শহরের বুকে রয়েছে একটা মনের মত পার্ক, যেখানে গেলে আর সুন্দর পরিবেশের মধ্যে সময় কাটাতে সবারই ভালো লাগে। এই দৃশ্যটা একদম পার্কের মাঝ বরাবর বাগানের ভেতর দিয়ে হাঁটার সময় তুলেছিলাম। এখানে বাগানের ভেতরে হাঁটার রাস্তা হোক বা অন্য যেকোনো জায়গায়, রাস্তা এবং তার আশেপাশে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনেক মেইনটেনেন্স এর মধ্যে রাখে পার্কের সব জায়গায়।
আর এখানে যে বাগানের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সব প্রায় গোলাপ ফুলের। এখানে আমি যখন গিয়েছিলাম, তখন ফুল তেমন ফোটেনি আর মালিরা বাগানের ভেতরে পরিচর্যা করছিলো। প্রায় সময় সবকিছু দেখাশোনার মধ্যে থেকে যায়। এই সবকিছু মিলিয়ে একটা শান্ত এবং মনোরম পরিবেশ ছিল। এই বাগানের ভেতরের পথচলা আরো সুন্দর হয়ে উঠেছিলো এই যে সবুজে ঘেরা গোলাপের বাগান আর তার ভেতরে সারি দিয়ে সোলার লাইটগুলো। এই পার্কে আরো লাইট এর আকর্ষণ দেখতে গেলে সন্ধ্যার মুহূর্তই উত্তম।
