অন্যের খুশির জন্য নিজের অনুভূতি লুকানো কি ঠিক?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা বেশিরভাগ সময় অন্যকে খুশি করার জন্য পৃথিবীতে সব কিছু করে থাকি। অর্থাৎ, আমাদের পৃথিবীতে কেন জন্ম সেটাই যেন আমরা ধীরে ধীরে ভুলে যাই। এই কথাটি অনেকটা তিক্ত লাগলেও, এটাই সত্যি কথা। অর্থাৎ, পৃথিবীতে আমাদের একমাত্র জন্ম হয়েছে আমাদের নিজেদের জন্য এবং সৃষ্টিকর্তার জন্য। কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে কখন যে অন্যের জন্য বাঁচা শুরু করি, সেটা আমরা নিজেরাও বুঝি না।
অর্থাৎ, কখনোই আসলে অন্যের জন্য আমরা যদি বাঁচতে চাই, তাহলে সেটা আসলে বাঁচার মতো বাঁচা হয় না। আমার কথায় কেউ যেনো অবশ্যই ভুল না বুঝেন। অর্থাৎ, আমি এটাই বলতে চাইছি যে, একটা মানুষ যদি শুধুমাত্র নিজের জন্য বাঁচে, সেটা যেমন সম্মানজনক বাঁচা হয় না, ঠিক একইভাবে একটা মানুষ যদি শুধুমাত্র অন্যের জন্য বাঁচে, সেটাও সম্মানজনক বাঁচা হয় না।
কারণ আসলে, যে যা-ই বলুক না কেনো, আমি অন্তত এটাতে বিশ্বাসী যে, একটা মানুষ যদি অন্যকে ভালোবাসে কিংবা একটা মানুষের যদি অন্যকে ভালোবাসতে হয়, তাহলে তার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। সে যদি নিজেকে ভালোবাসতে না পারে, তাহলে সে অন্যকে ভালোবাসতে পারবে না।
আর তাই, আসলে আমরা নিজেকে ভালোবাসা বাদ দিয়ে যখন অন্যের খুশির জন্য নিজের অনুভূতিগুলোকে লুকানোর চেষ্টা করি, তখন সেটা একপ্রকার এমন হয়ে যায় যে, আমরা নিজের সাথেই বেইমানি করি যেটা উচিত নয়। কারণ, নিজের সাথে বেইমানি করলে আসলে আমরা নিজেই নিজেকে ঠকাই।
আর নিজেকে ঠকানোর আসলে অধিকার আমাদের নেই, কারণ সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর জীবন দিয়েছেন সুন্দরভাবে পরিচালিত করার জন্য। কিন্তু সেই জীবন আসলে আমরা যদি শুধুমাত্র অন্যের খুশির কাছেই বলিদান দিয়ে দেই, তাহলে আমি মনে করি এটার কোন মানে নেই। এটা ঠিক যে, অন্যের জন্য বাঁচলে একটা সম্মানজনক জীবন আমরা পাই।

