ক্যালিয়ান্ড্রা হেমাটোসেফালা
এই ফুলগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এই ফুলের পাপড়ি আকর্ষণের মূল কারণ। সবথেকে মেইন কথা হলো এই ফুলের পাপড়ি খাড়া অবস্থায় খেলানো থাকে এবং এটার একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পায় উদ্ভিদসমূহে। এই ফুলগুলোকে সাধারণত লাল পাউডার নামে জেনে থাকে আর যদি সাথে উদ্ভিদের কথা বলা হয়ে থাকে, তবে তাকে পাফ উদ্ভিদ বলা হয়ে থাকে। এই উদ্ভিদ কিন্তু আবার বেশি বড়ো হয় না, মাঝারি উচ্চতায় তার সৌন্দর্য ছড়িয়ে থাকে। এটি একধরণের চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি গ্রীষ্মমন্ডলীয় স্থানে বেশি পাওয়া যায়।
এই ফুলগুলোকে দৃষ্টিনন্দন বলার একটা কারণ হচ্ছে এর লাল পুংকেশর। আর এটাই সবথেকে পাউডার ফুল বলার মূল কারণ। এই ফুলগুলোর পরাগায়ন ঘটে থাকে প্রজাপতি দ্বারা। তবে এই উদ্ভিদের একটা মেইন আকর্ষণের দিক আছে। আর এটা সাধারণত বেশিরভাগ মানুষই জানে না। কারণ দিনের বেলায় এর পাতা একরকম আর রাতের বেলায় আরেক রকম। অর্থাৎ রাতের বেলা পাতাগুলো স্বাভাবিক থাকলেও রাতের বেলা পাতা বন্ধ হয়ে যায়। তবে এই ফুলগুলো তার চিরসবুজ পাতার সাথে উদ্ভিদেই ভালো মানায়। দেখতেও বেশ সৌন্দর্যমন্ডিত লাগে।

