রঙের মনোবিজ্ঞান
Image Created by OpenAI
বর্তমানে আধুনিকতার দিক থেকে শুরু করে সবকিছুতেই রঙের বাহার। আমাদের চারপাশে যা কিছু সবকিছুই রঙে ভরা। বর্তমানে রঙহীন কোনো কিছুই ভালো লাগে না। উদাহরণস্বরূপ যদি বলি- তাহলে বর্তমানে টিভিতে সাদা-কালো ছবি কিন্তু তেমন বেশি কেউ পছন্দ করে না, বিশেষ করে এখনকার সময়ের ছেলে মেয়েরা। রঙ আসলে মনের আবেগের বিষয়। এক একজনের আলাদা আলাদা কালার পছন্দ। রঙ কিন্তু আমাদের চোখে শুধু সৌন্দর্যের প্রকাশ ঘটায় না। আমাদের আবেগ, অনুভূতি এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে।
একেই মূলত একপ্রকার রঙের মনোবিজ্ঞান বলা হয়ে থাকে। আজকাল দেখবেন কোনো কিছু ব্যানার বা যেকোনো ক্ষেত্রে অর্থাৎ যেকোনো ডিজাইন বা ফ্যাশন এর ক্ষেত্রে রঙ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এগুলো বর্তমানে মানুষের শুধু দৃষ্টিতে ছাড়াও মানসিকতার উপরেও প্রভাত ফেলে। যতো প্রকারের রং আছে, সবকিছুতেই একটা আলাদা ভালো লাগার কাজ করে। যেমন- লাল রঙের ক্ষেত্রে অনেকের একটা আলাদা আবেগের বিষয় আছে। তেমনি আবার এই লাল রঙ সতর্কতার বিষয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
এইরকম আরো বিভিন্ন কালার আছে, যেমন- যদি হলুদ কালার এর এর কথা বলি। তাহলে এই কালার অনেকের অনেক ভাবেই ভালো লাগার কাজ করে। আমরা বিভিন্ন সময়ে হলুদ কালার এর ফুল বা অন্যান্য যা কিছু দেখিনা কেনো, একটা আলাদা ভালো লাগার কাজ করে। এইরকম আসলে কালারটাকে বিভিন্ন বিষয়ের সাথে মিলিয়ে ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। এইরকম আরো যতো কালার আছে, তাতেও এইরকম আলাদা আলাদা ভালো লাগার বিষয় আছে।
