ঈদ মানেই আনন্দ


eid-mubarak-3623314_1920.jpg

Source

এমন একটি সময় ছিল যে সময়গুলোতে আমরা ঈদ মানেই আনন্দ খুঁজে পেতাম। ঈদ আসার একমাস আগে থেকেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করতাম বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা করতাম। কই কে কখন কোথায় কি করবে সবকিছুই আমরা আগে থেকেই পরিকল্পনা করে রাখতাম। কিন্তু বর্তমানে ঈদগুলো কেন জানি একটু পরিবর্তন হয়ে গেছে। ঈদ তো ঠিকই আছে কিন্তু সাথে করে ঈদের আনন্দ গুলো আনতে হয়ত ভুলে যায়। কিন্তু তারপরও পরিবারের সাথে কাটানো সময়গুলো হয়ে ওঠে এক একটা ভালো সময়।

ঈদ মানে হচ্ছে নতুন পোশাক পরিধান করা ঈদ মানেই হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেকটা মানুষের সাথে কৌশল বিনিময় করা ঈদ অর্থই হচ্ছে আমাদের জীবনগুলোকে অনেক ভালোভাবে প্রবাহিত করার একটি অনুপ্রেরণা। যেটা হয়তো আমাদের কিছুটা আনন্দ জুগিয়ে আমাদের জীবন থেকে যে সকল দুঃখ গ্লানি রয়েছে সে সকল গুলোকে কিছু কিছু সময়ের জন্য স্কিপ করে রাখা। এটাই হচ্ছে ঈদের পাওয়ার এবং ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল সুখ।

আমাদের জীবনটা প্রায় একঘেয়েমি ভাবেই সব সময় কেটে যায় এবং সব সময় সেভাবে করেই আমরা চলার চেষ্টা করি ঈদ আসলেই আমাদের অফিস আদালত থেকে কিন্তু ছুটি দেওয়া হয় যাতে করে সেই উদযাপন টা আমরা ভালোভাবে করতে পারি। এই আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু এত আয়োজন এই মানেই হচ্ছে, অতীতের ছোটবেলার ঈদগুলোকে মনে করে মুচকি মুচকি হাসা।

ABB.gif