যদি হেরে যায়?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে যেটা মনে হয়, সেটা যখন বাস্তবে রূপ নেয়, তখন সত্যি কথা বলতে অনেক খারাপ লাগে। কারণ, যে বাস্তবতাগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলতে চাই, কিংবা যে বাস্তবতাগুলোকে আসলে আমরা চাই যে পিছনে ফেলে দিতে, আসে তখন সেটা মেনে নেওয়াটাও কষ্টকর। আর তার মধ্যে অন্যতম একটা হল—কোন কোন মানুষ যখন কোন ভালো সম্পর্কে জড়ায়, কোন সুসম্পর্কে জড়ায়, তখন সেটা আসলে আজীবন টিকে থাকার যেমন একটা অসম্ভব সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে কিন্তু সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও থাকে।
কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও, আমরা কিন্তু কখনোই ওই "ভেঙে যাবে" ব্যাপারটি চিন্তা করি না। কারণ, আমাদের মনে এটাই থাকে যে—আমাদের এই সম্পর্ক কখনোই শেষ হবে না এবং আমাদের এই সম্পর্ক চিরজীব। এবং শুধু তাই নয়, আমাদের এই সম্পর্ক আজীবন টিকে থাকবে—যতদিন আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকব, তার চেয়েও বেশি বছর, কিংবা তার চেয়েও বেশি সময় আমাদের এই সম্পর্ক টিকে থাকবে। এবং একটা সম্পর্কের সময় কিন্তু মানুষকে এভাবেই ভাবে। কিন্তু দুঃখের ব্যাপার—অন্য কিছু, যেটা আমরা কখনো ভাবতেই পারি না, যেটা আমরা ভাবার প্রয়োজনও মনে করি না।
ব্যাপারটি হল, আমরা যদি সত্যিই হেরে যাই, অর্থাৎ সম্পর্কটি যদি সত্যিই আসলে না টিকে, কিংবা সম্পর্কটি যদি সত্যি ভেঙে যায়—তাহলে তখন আমরা কি করব? এই ব্যাপারটা নিয়ে আমরা কখনোই ভাবি না। কারণ, এটা একটা তিক্ত সত্য কথা এবং এতটাই ভয়ঙ্কর সত্য, যে এটা আমরা দেখেও না দেখার মতো করে থাকতে চাই। অর্থাৎ ভাবনার মধ্যে রাখার দরকার হলেও, ভাবি না।
যেটা কিন্তু ভাবা উচিত। কারণ, পৃথিবীতে সব কিছুর অল্টারনেটিভ থাকা উচিত। আমি কিন্তু বলছি না যে আমাদের ভালোবাসার মানুষের অল্টারনেটিভ থাকা উচিত। আমি এটাই বলতে চাইছি—আমরা আমাদের ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসি, এটা ঠিক। কিন্তু তারা যদি একদিন আমাদের ছেড়ে চলে যায়, তবে আমরা কী করে থাকব—সেটাও আমাদের শিখে রাখা উচিত, কিন্তু।

