হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৫ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে দেবো। তো রাহুলের মা তার ঘরের থেকে ডায়েরিতে অদ্ভূত কিছু লেখা দেখতে পেয়েছিলো, যেটা দেখে একপ্রকার চমকে উঠেছিলো। আর মায়ের মন, এইসব একটু দেখলে মনে ভয় ঢুকে যাওয়া স্বাভাবিক। এখন এর মধ্যে এই লাইন ছিল- গত এক সপ্তাহ ধরে নাকি তাকে নদীর ঘাটে কেউ অনুসরণ করছিলো। তারপর গত দিন রাতে যেসব ছেলেরা ঘাটে পাহারা দেওয়ার সময়ে অদ্ভূত কিছু দেখেছিল, সেই অদ্ভূত ছায়া সেও নাকি একবার দেখেছিল। এরপর লাস্ট এর দিকে এমন একটা অদ্ভূত লাইন লেখা ছিল- আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তাহলে আমাকে ঘাটের ওখানে যে বট গাছ আছে, সেখানে গিয়ে খুঁজতে হবে।

এই ধরণের লেখা দেখে তার মায়ের মন তো শিহরিত হয়ে উঠলো। এরপর সে গ্রামের সবাইকে ডাক দেয় এবং সবাইকে ডায়েরি এর পাতায় এই লাইনগুলো পড়তে বলে। পড়ার পরে সবার অবাক হয়ে যাওয়ার মতো কান্ড। এরপর সবাই সেই বট গাছের দিকে এগিয়ে যায় এবং কয়েকটা যুবক সেই বট গাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করে দেয়। সেখানে আবার বিস্ময়কর এর মতো একটা টিনের বাক্স মতো পেলো। এই বাক্সের মধ্যে আবার এমন সব জিনিষ দেখে সবাই অবাক। আর গ্রামের সবাই সবকিছু বোঝে না, না বুঝলে হৈচৈ বেশি হয় সেই জিনিষটা নিয়ে এটা স্বাভাবিক। তো এরপরে তারা সেই বক্স মাটির নীচ থেকে উপরে তুললো এবং খোলার পরে দেখলো.....