বাস্তবতার কষাঘাতে স্বপ্নের মৃত্যু
আমি এমন একটি মানুষ যে মানুষ প্রতিনিয়তই স্বপ্ন দেখি। স্বপ্ন পূরনের জন্য অপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু জীবনের এ পর্যায়ে এসে আমার কাছে আর জীবনের কাছে যেমন কোন কিছু চাওয়া নেই। শুধুমাত্র এতোটুকুই চাওয়া যে পারিবারিক শান্তি যে শান্তির জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে জীবনে মানুষের কাছে টাকাই সবকিছু নয়। বরঞ্চ মানসিক শান্তি পারিবারিক শান্তিই হচ্ছে মূল বিষয়।
আমি আগে চিন্তা ভাবনা করতাম আমি যখন ইনকাম করব তখন নিজের সব ইচ্ছে স্বপ্ন এসব কিছুই আমি পূরণ করব এবং সেই বিষয়টা অনেক দিন ধরে বুকের ভিতরেই চাপা ছিল। কিন্তু যখন আমি একটু বড় হলাম কিংবা নিজের ইনকাম করতে শুরু করলাম তখন আমি অনুধাবন করতে শুরু করলাম এই জীবনে নিজের স্বপ্নগুলো পূরণ করাই বড় বিষয় হয় তো।
কিন্তু আমি চাইলেও সে বিষয়গুলো পূরণ করতে পারেনি। কারণ আমার কাঁধে ছিল আলাদা একটা টেনশন। যেখানে নিজের পরিবারকে আমাকে দেখতে হবে। নিজের ফ্যামিলিকে আমাকে সামলাতে হবে এবং আনুষাঙ্গিক অনেকগুলো বিষয় যা আমার উপর নির্ভরশীল সেটাও আমাকে পরিচালনা করতে হবে। তাই নিজের লক্ষ্য গুলোকে আমি নিজের মতই চাপা রেখে এসে সব কাজগুলোই আমি করতে থাকলাম। কিন্তু দুঃখের বিষয় এখন সবাই আমাকে খারাপ ভাবে। আমি হয়তো পরিবর্তন হয়ে গেছি যাই হোক না কেন আমি এটা কখনোই প্রত্যাশা করি না মানুষ আমাকে বুঝুক। সবাই এটা প্রত্যাশা করে আমি মানুষকে বুঝি। এর মধ্যেই চলছে জীবন।

