কক্সবাজার ভ্রমণ

sea-3243357_1920.jpg

Source

এইতো কিছুদিন আগেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। তখন কক্সবাজার খুব একটা বেশি মানুষ ছিল না। কক্সবাজার এলাকায় যদিও খুব একটা বেশি ঠান্ডা পড়ে না। তবে রাতের বেলা সেই ঠান্ডাও উপভোগ করা যায়। আবার দিনের বেলা সমুদ্রের গর্জন এবং সেই সাথে সূর্যের উষ্ণতা একটা আলাদা অনুভূতি কাজ করে। যেখানে খুব সহজেই সমুদ্রের বুকে গোসল করা যায়। যেটা সত্যি অনেকটা আনন্দ ঘন একটি মুহূর্ত। আমরা সকলে মিলে সেই আনন্দ নেওয়ার চেষ্টা করেছিলাম।

আমরা পাঁচজন বন্ধু মিলে কক্সবাজারে গিয়েছিলাম। সেখানে দুইদিন থেকে ছিলাম এবং তৃতীয় দিনে আমরা সেখান থেকে চলে এসেছি। এই দুই দিনের মাঝে কক্সবাজারের বিভিন্ন বিচে আমরা ঘুরেছি, যে সেখানকার লোকাল খাবার গুলোর গ্রহণ করেছি, এছাড়াও রাতের বেলা সেখানকার হোটেলের নিচেই অনেক চমৎকার চমৎকার গান উপভোগ করেছি, সেই সাথে সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের সাথে কথা বলেছি। এই ট্যুরটা আমার জীবনের অনন্যের স্মৃতি হয়ে থাকবে।

জীবনে ভালো কিছু করতে চাইলে নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করতে হবে। তাহলে আপনি মনের দিক থেকে অনেক সতেজ থাকবেন। যখন মনের দিক থেকে আপনি সতেজ এবং সুস্থ থাকবেন। তখন যে কোন কাজেই আপনার কাছে অনেক ভালো মনে হবে এবং যেকোনো কাজেই আপনি অনেক দক্ষতার সাথে কড়তে পারবেন। এই একই চিন্তাধারা নিয়েই সেই ট্যুর দিয়েছিলাম। সেই বন্ধুদের সাথে অনেকটাই এনজয় করেছি। আপনারা কি কখনো কক্সবাজার গিয়েছেন? গিয়ে থাকলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 11 months ago 

একটি কথা ভালো লেগেছে মানুষ ছোট ছোট ইচ্ছে গুলোও যখন পুরন হয় না, তখন মানুষের জীবন টাই বৃথা মনে হয়। আমিও চেষ্টা করি বড় ইচ্ছে গুলো পুরন না করতে পারলেও ছোট ইচ্ছে গুলো যেন পুরন করতে পারি।

 11 months ago 

এটা সত্যি বলেছেন জীবনে ভালো কিছু করতে চাইলে জীবনের ছোট ছোট ইচ্ছা পূরণ করতে হবে। বন্ধু মিলে কক্সবাজারে বেশ ভালোই এনজয় করেছেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।