হেঁটে উপার্জন করি BY SUPERWALK
হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন।আমি@durjoy2065বাংলাদেশ, ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।
কিছুদিন আগে আমি শ্রদ্ধেয় @rex-sumon দাদার পোস্ট টি পড়ে আমি এই অ্যাপ্লিকেশন এর কথা জানতে পারি। আমি তখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করি৷তখন থেকে এই অ্যাপ এ কাজ করতে থাকি।আজকে আমি এই অ্যাপে এতদিন ধরে যা কিছু করেছিলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব|এই অ্যাপ্লিকেশন প্রতিদিন একটি নির্দিষ্ট টার্গেট রয়েছে।এই টার্গেট গুলো পূরণ করার জন্য আমাদের হাঁটাতে বা দৌড়াতে হবে।এই অ্যাপ্লিকেশনে জিমেইল বা নাম্বার দিয়ে দিয়ে লগইন করলে অটোমেটিক সব মোশন ক্যাপচার করবে। সাথে এর বিভিন্ন মোডগুলো আমি ব্যবহার করেছিলাম যেমন গেম ছিল সেগুলো আমি খেলেছিলাম৷আমি তিনদিনের ব্যবহার করা রেকর্ড গুলো আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথম দিন👇
প্রথম দিন আমার মোটামোটি হাঁটাহাঁটি হয়েছিলো। তাই আমার মোট ফুটস্টেপ তিন হাজার হয়েছিলো।
দ্বিতীয় দিন 👇
দ্বিতীয় দিন টার্গেট ফুল কমপ্লিট হয়েছিল। কারণ সেদিন আমার ভার্সিটি খোলা ছিল। তাই আমার অনেক হাঁটাহাঁটি হয়েছে।
তৃতীয় দিন 👇
তৃতীয় দিন আমার কোন টার্গেট পূরণ হয়নি। কারণ সেদিন আমার ভার্সিটি বন্ধ ছিল,এবং বাসায় ছিলাম।
এ প্রাপ্ত কয়েন গুলি রাতের মধ্যে কালেক্ট করতে হয়। এই অ্যাপের মাধ্যমে মূলত ইনকাম করা যায় বিভিন্ন ধরনের জুতা ক্রয় করে ।
এখানে প্রাপ্ত কয়েন গুলো দিয়ে লটারিতে অংশগ্রহণ গ্রহণ করা যায়। আমি একটা লটারিতে অংশগ্রহণ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে।
আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।
🌼ধন্যবাদ🌼
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
















X-promotion(https://x.com/durjoy206537575/status/1865023236981035318?t=-tAEnjrm1Cg-vV16mgGw7A&s=19)
আপনি ডেইলি টাস্ক গুলো পূরণ করেননি, আশা করছি এই বিষয়গুলো আপনি সচেতন থাকবেন. ডেইলি টাস্ক পূরণ না করলে কোন পোস্ট নমিনেশনে যাবে না..
জি ভাইয়া একটু পরে করব চিন্তা করে ভুলে গেছিলাম। পরবর্তীতে সচেতন থাকার চেষ্টা করব।
ডেইলি টাস্ক 👇
হেঁটে হেঁটে যদি টাকা ইনকাম করার ব্যাপারটা আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে। আমাদের জন্য এতো বড় একটি সুযোগ দেয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অনেক অনেক ধন্যবাদ। আপনি দেখছি এই সপ্তাহে SUPERWALK অ্যাপ্লিকেশন এর মধ্যে বেশ দারুন অ্যাক্টিভিটিজ ধরে রাখছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।