আমার তোলা আলোকচিত্র:) || My Exceptional photography.
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
ইদানিং অফিসে বেশ ব্যাস্ত সময় পার করছি। সত্যি বলতে দম ফেলার সময় পাচ্ছি না। কি আর করা কর্মজীবী মানুষের তো আর কিছু করার নেই। যাইহোক গত দু'দিন খুব বেশি সময় কমিউনিটিতে দিতে পারিনি, আশাকরি দুই তিনদিনের মধ্যে চাপ কিছুটা কমে যাবে। ইদানিং ছবি তোলার ক্ষেত্রে আমি আমার ছাদ বাগানকে বেছে নেই। আজকেও ছাদ বাগান থেকে তোলা কিছু ছবি নিয়ে পোস্ট সাজিয়েছি, আশাকরি ছবিগুলো ভালো লাগবে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এগুলো অবস্ট্রাক ছবি। আমি কিছু গাছপালার ঠিক গোড়ার দিককার ছবি তোলার চেষ্টা করলাম। এখানে দেখা যাচ্ছে কিছু মরা পাতা, মাটি এবং গাছপালার নিচের অংশ। আমার কাছে এধরনের ছবিগুলো বেশ ভালো লাগে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
পুঁইশাকছর ফুল অথবা ফল। পুঁইশাকের এটাকে ফুল বলবো না ফল বলবো, আমি মাঝে মাঝেই বুঝতে পারিনা। তবে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। খুব কাছ থেকে তুলে ছবিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
করলার ফুল ভীষণ ভালো লাগে, আর আমার ছাদ বাগানে প্রচুর করলা ধরেছে। এর হলুদ রঙের ফুলগুলো বরাবরই আমার পছন্দের। তাইতো খুব কাছ থেকে তুললাম ছবিগুলো।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
থানকুনি পাতা, কেউ কেউ আদামনি বলে। ঐই পাতার কিন্তু ভেষজ গুণ রয়েছে। মানে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই পাতা সরাসরি কাজ করে। আমরা এটা ভর্তা করে খেতে ভীষণ পছন্দ করি।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি ছবিগুলো ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1867630012331176269?t=rTPm3a_fgAQuXIhRGWjP4w&s=19
পুশ প্রমোশন
প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের প্রকৃতিতে সময় অতিবাহিত করতে আসলেই অনেক বেশি ভালো লাগে। পুইশাকের ফুলের ফটোগ্রাফি এবং থানকুনি পাতার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভীষণ সুন্দর সবকটি ফটোগ্রাফি গ্রহণ করেছেন ভাই। ছবিগুলি খুব উজ্জ্বল এবং মসৃণ হয়েছে। অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি আমার দেখতে বড় ভালো লাগে। আপনি প্রত্যেকটি ছবি ভীষণ কালার ফুল তুলেছেন। ক্যামেরা হাতে আপনি যে বেশ দক্ষ তা ভালই বোঝা যাচ্ছে।
আসলে এই ধরনের ফটোগ্রাফি গুলো অনেকটা ইউনিক টাইপের হয়ে থাকে। কেননা এই ধরনের ফটোগ্রাফি সচরাচর কেউ করেনা। প্রথম ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই।
আমার তোলা ছবিগুলো আপনার ইউনিক মনে হয়েছে জেনে খুশি হলাম।
আজ আপনি অনেক দারুন দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক দক্ষতার সাথে করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
শত ব্যস্ততার মাঝেও চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। পুঁইশাক গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে করলা ফুল আমার কাছে ও একটু বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর উপভোগ করলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আমরা বাসায় বসে কাজ করেই সময় পাইনা আর আপনারা অফিস করে তারপরও এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগে। আসলে অফিসে কাজ করলে ব্যস্ততায় সময় কাটে। যাই হোক আজকে কিন্তু খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে করলার ফুল গুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। করলার ফুল যে এত সুন্দর হয় জানাই ছিল না।
অনেক ধন্যবাদ আপু।
আসলে বেশ পরিশ্রমের মধ্যে আমার দিনগুলো কাটে। তবুও সর্বোচ্চ চেষ্টা থাকে কমিউনিটিতে নিজের অস্তিত্ব জানান দেয়ার।