আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটি আমার ফটোগ্রাফী দিবস, তাইতো চেষ্টা করি কিছু চমৎকার ছবি আপনাদের উপহার দেয়ার। আসলে ব্যাক্তি জীবনে আমি ভীষণ ব্যাস্ত একজন মানুষ, তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের মাঝে নিজের আবেগ অনুভূতিগুলো গুছিয়ে উপস্থাপন করার। আজ চিন্তা করলাম আমার ফটোগ্যালারী থেকে কিছু ছবি আপনাদের উপহার দেই। আসলে যেখানেই যাই চেষ্টা করি সবসময়ই ছবি তোলার, এতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ছবিগুলো।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই ফলটার নাম জানিনা তবে আমার কাছে বুনোফল মনে হয়েছে। অত্যন্ত আকর্ষণীয় দেখতে ফলটি, কিন্তু খাওয়া যায় কিনা জানিনা 😄 লাল রংয়ের ফলটি ভীষণ রসালো।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
জারুল ফুল। জাষ্ট অসাধারণ লাগে এই ফুলটি। আমি যেখানেই এর উপস্থিতি টের পাই, চেষ্টা করি ছবি তুলে রাখার। চেষ্টা করেছি কাছ থেকে ছবিগুলো তোলার।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ফুলটির নাম লন্টনা পুটুস। অসাধারণ দেখতে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো। অথচ এগুলো কিন্তু বুনো ফুল, অনেক সময় ঝোপঝাড়ে দেখা যায় এদের।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই ফুলটি কাঠ গোলাপের মতো মনে হয়েছে, যদিও নাম ভুলে যাওয়ার রোগ রয়েছে আমার। যাইহোক আমার পছন্দের ফুলগুলোর মধ্যে এটি রয়েছে। বিশেষ করে দেখতে দারুন লাগে ফুলটি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
রক্ত জবা ফুল। রক্তিম সৌন্দর্য ছড়িয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে চমৎকার ফুলটি। জবা ফুলের সৌন্দর্য সবসময়ই আমার কাছে অন্যরকম।
পরিশেষ
যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ছবিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
আপনি আজ চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গিয়েছেন।আপনার শেয়ার করা সব গুলো ফটোগ্রাফি ই দারুন লাগলো আমার কাছে।লাল রঙের বুনো ভুল দিয়ে ছেলেবেলায় টমেটো বানিয়ে খেলতাম।কালারটা ভীষণ সুন্দর। কাঠ গোলাপের মতো দেখতে ফুলটির নাম আমার জানা নেই।সবগুলো ফটোগ্রাফি ই দারুন লেগেছে।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
লাল রংয়ের বুনো ফলটা দিয়ে টমেটো বানিয়ে আমিও খেলেছি ছোট বেলায়। দেখতে ভীষণ সুন্দর এটা।
খুব সুন্দর ফটোগ্রাফি করছেন আপনি। অনেকটা ভালো লেগেছে এখানে বিভিন্ন পর্যায়ের ছবিগুলো দেখতে পেরে। এজাতীয় পোস্টগুলো আমি খুবই পছন্দ করি। কারণ এখানে অনেক কিছু দেখার সুযোগ মিলে।
আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
খুব ভালো থাকুন দোয়া রইল।
ভাই আপনার শুক্রবার মানেই ফটোগ্রাফি দিব সেটা বেশ পরিচিত। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আপনি সবসময় আমাদের মাঝে চমৎকার ফটোগ্রাফি নিয়ে হাজির হন। যেকোন একটা ফটোগ্রাফি ভালোর কথা কথা আজকে বলতে পারছি না কারণ প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই, বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্য।
শুক্রবার মানেই ফটোগ্রাফি দিবস।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা করেছেন।
দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে ভারী সুন্দর হয়েছে। লাল লাল ফল গুলো দেখতে কিন্তু সুন্দর আমিও ফলটি নাম জানিনা। কাঠগোলাপের ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে। কেন জানিনা কাঠগোলাপ এর সাদা শুভ্রতা দেখলেই ভালো লাগে। কাঠগোলাপ আমার ভীষণ প্রিয়। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু, আমার ছবিগুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য। চেষ্টা করে যাচ্ছি ভালো লাগার মতো কিছু উপহার দেয়ার।
প্রথম ফটোগ্রাফির ফলটি দেখতে অনেক সুন্দর লাগছে। এটা আমিও দেখেছি কিন্তু নামটা আমারও জানা নেই । অনেক ভালো লাগলো ফটোগ্রাফি। তাছাড়া প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের সাথে আপনার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঐ লাল রংয়ের ফলের নামটা আমারও জানা নেই, তবে ভীষণ সুন্দর দেখতে এটা।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। জারুল ফুল আমার পছন্দের একটি ফুল। লাল রঙের ফল টি দেখতে ভিন্ন রকম লাগতেছে। জবা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে চমৎকার আয়োজন ছিলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ লিমন।
ভালো ফটোগ্রাফী সবসময়ই প্রশংসার দাবিদার।
অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে জারুল ফুল দেখলাম। বেশ ভালো লাগলো। ইউনিভার্সিটিতে অনেক জারুল গাছ ছিল। জারুলের সিজনে পুরো ক্যাম্পাস বেগুনী হয়ে যেতো। দেখতে বেশ সুন্দর লাগতো।আপনার ফটোগ্রাফিতে জারুল ফুল দেখে সে কথাই মনে পরে গেলো। যাইহোক আপনার ফটোগ্রাফিগুলো সব সময় এতো ভালো লাগে দেখতে তা বলে বুঝানো যাবে না। বেশ সুন্দর ফটোগ্রাফি করেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। আমার ছবিগুলো আপনার ভালো লাগার মতো অনুভূতি তৈরি করেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া।