শুভ জন্মদিন RME দাদা 🎂🎈🎉|| ভালো থাকুন হয়ে সবার মধ্যমনি 💗

in আমার বাংলা ব্লগlast year
শুভ জন্মদিন RME দাদা 🎂🎈🎉

vibes_20241205_212237_0000.jpg

সংগ্রহশালা

শুভ জন্মদিন দাদা ❤️
উপর ওয়ালা নেক হায়াত দান করুন।

আজকের দিনটি আমাদের পুরো কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের দিন কারন আমাদের প্রতিষ্ঠাতা @rme দাদার জন্মদিন। সত্যি বলতে পুরো কমিউনিটি জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কারন আমাদের সবথেকে প্রিয় মানুষটির আজ জন্মদিন।

প্রতিটি দিন শুরু হয় স্টিমিটের নোটিফিকেশন চেক করার মাধ্যমে আর এই সুযোগটি করে দিয়েছেন আমাদের দাদা। সত্যি বলতে একটা দিন এখন আর কল্পনা করতে পারিনা স্টিমিট ছাড়া। তাহলে এই মানুষটিকে কিভাবে ভুলে যাই, প্রতিনিয়ত তার কথা মনে পরে। দাদার সবথেকে যে ব্যাপারটা আমার ভালো লাগে তা হলো প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার অক্লান্ত চেষ্টা। আরো একটা ব্যাপার হলো ঘূর্ণিঝড় সাইক্লোন যাই হয়ে যাক আমাদের প্রতিদিন সাপোর্ট দেয়া।

এছাড়াও আরো একটা ব্যাপার হলো বেষ্ট কমিউনিটি ফাউন্ডার তিনি। আমি বহু কমিউনিটি এবং প্লাটফর্মে কাজ করেছি কখনো কোথাও এরকম একজন প্রতিষ্ঠাতা পাইনি যিনি সাধারণ সদস্যদের সাথে এতোটা ঘনিষ্ঠ বন্ধুর মতো মিশতে পারে। যেখানে সবাই চেষ্টা করে নিজের দাম্ভিকতা ধরে রাখতে সেখানে দাদা চেষ্টা করেন নিজেকে আমাদের মাঝে উজাড় করে দিতে। এই ব্যাপারটা আমরা হয়তো খুব সহজভাবে গ্রহণ করি কিন্তু এটা একটা অসম্ভব ভালো ব্যাপার যা হয়তো কখনো কোন কিছু দিয়ে পরিমাপ কিংবা তুলনা করা যাবেনা।

আর যতদিন থেকে দাদার সাথে আমার পরিচয় ততদিন থেকেই নিজেকে শত বিপদেও কখনো একা মনে হয়নি কারণ তিনি উত্তম অভিভাবক। যার সান্নিধ্যে আমরা আজ একটু ভালো থাকতে পারছি তিনি আমাদের দাদা। আমার স্টিমিট জার্নিতে দাদার অবদানটা অনেক বড় ভূমিকা পালন করেছে।

শুধুমাত্র আবেগ দিয়ে দুনিয়া চলে না, দাদা শিখিয়েছেন কিভাবে নিজের বিবেক এবং বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যাওয়া যায় পুরো কমিউনিটির মানুষকে নিয়ে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিতে পারি মূল্যবান $PUSS কয়েন। এটা শুধুমাত্র একটা কয়েন নয় এটা এমন একটা সম্পদ হতে যাচ্ছে যা হয়তো পুরো কমিউনিটির ভাগ্য পরিবর্তন করে দিতে সক্ষম।

একটা ব্যাপারে আমি সবসময়ই মুখিয়ে থাকি তা হলো দাদার মুখ থেকে নতুন কোন বিষয় সম্পর্কে জানা যায়, মানে মানুষটার কাছ থেকে শেখার কোন শেষ নেই। মাঝে মাঝে তো মনে হয় পরিকল্পনাগুলো হয়তো দাদা ঘুমিয়ে ঘুমিয়েও করে ফেলেন 😃
যাইহোক আমাদের সেই মানুষটার আজকে জন্মদিন সত্যিই মন থেকে অনেক অনেক দোয়া। তিনি দীর্ঘজীবী হোন এবং মধ্যমনি হয়ে থাকুন সবসময়ই এই কামনা করি ❤️।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last year 

পুশ প্রমোশন

Screenshot_2024-12-06-00-00-16-03_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-05-23-57-05-89_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-05-23-53-27-81_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2024-12-05-23-47-56-75_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
 last year 

আমাদের সবার প্রিয় বড় দাদার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। সত্যি বলতে আমরা দাদার মতো একজন লোক পেয়ে অনেক গর্বিত। আমিও দাদার কথা শোনার জন্য মুখিয়ে বসে থাকি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই।
আমি চেষ্টা করেছি নিজের মতো গুছিয়ে দাদাকে নিয়ে লিখতে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

দাদার জন্মদিনের শুভেচ্ছা রইল। আসলে দাদার মতো এত সুন্দর একজন মনের মানুষ আমরা পেয়ে। তাই সত্যিই আনন্দিত। তাই সৃষ্টির কাছাকাছি প্রার্থনা করি দাদাকে যেন সবসময় সুস্থ এবং শান্তিতে রাখে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই, দাদার জন্য দোয়া করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

গতকাল ছিল আমার প্রিয় দাদার জন্মদিন। কয়েক বছর থেকে আমরা সকলেই দাদার জন্মদিনে ভীষণ আনন্দ উপভোগ করছি।দাদা আমাদের মধ্যমনি আপনি একদমই ঠিক বলেছেন দাদা আমাদের সাথে যেভাবে মিশে এবং আড্ডা দেয় এই বিষয়টি সব থেকে ভীষণ ভালো লাগে। দাদার নতুন নতুন উদ্যোগ গুলো আমাদের কে বহুদূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দাদার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। চমৎকার লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ লিমন।
গতকাল দিনটি সত্যিই সবার জন্য আনন্দের ছিল। যাইহোক উপর ওয়ালা তাকে ভালো রাখুন এই কামনা করি সবসময়ই।

 last year 

দাদা যেন দীর্ঘজীবী হয়, সেই শুভকামনা আমারও। আর আসলেই দাদা এমন একজন অভিভাবক যার থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে। একজন মানুষ কতজনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, তার অন্যতম উদাহরণ আমাদের দাদা।

 last year 

ধন্যবাদ আপু।
দাদা আমাদের অনুপ্রেরণা এবং সাহস।
তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

 last year 

প্রথমেই দাদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর লিখেছেন ভাই। দাদার মতো সুন্দর মনের একজন মানুষ পেয়ে আমরা সবাই গর্বিত। অনেক সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

অনেক ধন্যবাদ আপু।
আসলে দাদার মতো মানুষ হয়না, উনি আমাদের সবাইকে আগলে রেখেছেন।

 last year 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া।

 last year (edited)

আমার ক্ষেএেও ব‍্যাপার টা প্রায় সেটাই। প্রতিদিন দিনটা শুরু হয় স্টিমিট নোটিফিকেশন চেক করার মাধ্যমে। আর দাদার জন্মদিন মানেই একটা বিশেষ দিন আমাদের কাছে। দাদা কে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। সুন্দর লিখেছেন পোস্ট টা ভাই।

 last year 

ধন্যবাদ ইমন।
সকালে নোটিফিকেশন চেক না করলে আমার দিনটা মনে হয় হয় শুরুই হয় না 😃
আর দাদার দেখানো পথে আমরা চলছি, তাই লোকটার কাছে কৃতজ্ঞ সবসময়ই।