আবেগের কবিতা || বিদ্রোহী হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

heart-g16a108252_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো এবং জীবনের গতির সাথে তাল মিলিয়ে সময়গুলোকে আরো বেশী উপভোগ্য করার চেষ্টা করছো। তবে একটা কথা অবশ্যই স্মরণে রাখতে হবে আর সেটা হলো, চেষ্টাগুলোর সাথে যদি ভালোবাসার উপস্থিতি থাকে তাহলে তা আরো বেশী উজ্জ্বল ও ফলপ্রসূ হয়ে উঠতে পারে। দেখুন ভালোবাসা এমন একটা অস্ত্র যার ভেতর গুলি নেই কিন্তু দারুণ একটা প্রভাব রয়েছে, এর প্রভাবে কারো জীবন যেমন রঙিন হয়ে উঠতে পারে ঠিক তেমনি কারো জীবন ধ্বংস হয়ে অন্ধকারে হারিয়ে যেতে পারে। আমাদের চারপাশে তাকালে এই রকম অসংখ্য উদাহরণ দেখতে পাবেন।

মাঝে মাঝে আমরা এবং আমাদের ভেতরের সত্তাটা বিদ্রোহী হতে চায়, কারো ভালাবাসায় নিজেকে হারাতে চায় এবং কারো উপস্থিতি নিশ্চিত করে জীবনকে আরো সুন্দর করে সাজাতে চায়। আসলে হৃদয়ের চাওয়ার কাছে সব কিছু তুচ্ছ মনে হয়, হৃদয়ের আকাংখার কাছে সব কিছু দুর্বল মনে হয়। তাইতো হৃদয় কারো প্রেমে মগ্ন হয়ে নিজেকে বিদ্রোহী হিসেবে উপস্থাপন করতে চায়। আসলে মানুষ চাইলেও সব সময় দ্রোহী হতে পারে না, ভেতরের একটা আকাংখা এবং আকর্ষণবোধ হৃদয়কে দারুণভাবে উত্তোলিত করে এবং বিদ্রোহী হয়ে উঠতে প্রেরণা যোগায়। এখানেও ভালোবাসার দারুণ প্রভাব থাকে।

যাইহোক, দ্রোহ কিংবা বিদ্রোহী যাই বলি না কেন, ভালোবাসার ছোঁয়া ছাড়া সব কিছুই নির্জীব। তাই ভালোবাসার ছোঁয়া নিয়ে মাঝে মাঝে নিজেকে যেমন হারাতে মন চায় ঠিক তেমনি অপ্রাপ্তিতে মাঝে মাঝে বিদ্রোহী হতেও মন চায়। আজ তাই বিদ্রোহী ভাব নিয়ে নতুন একটা কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। আশা করছি আজকের কবিতাটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি-

heart-g8b967f401_1920.jpg


আমি তোমার জন্য বিদ্রোহী
তোমার ভালোবাসার তরে দ্রোহী,
আমি তোমার প্রেমের ছোঁয়ায় উল্লাসী
আমি তোমার ভালোবাসার অমৃতে সুখী।

আমি উদাসহীন, আমি আনন্দহীন
তুমি ছাড়া, তোমার ভালোবাসা বিহীন,
আমি দুর্বোধ্য, ঝড়ের গতিকে হার মানাই
আমি ক্ষুধিত, নিরবে তোমার মাঝে হারাই।

আমি বজ্র কঠিন, আমি ধীর অতি
দ্রোহের আগুনে সব পুড়ে হয় ছাই,
আমি নির্মল, প্রকৃতির রূপে সজীব
আমি অবসন্ন, তোমার উষ্ণ পরশে নির্জীব।

আমি অস্থির, আমি চঞ্চলা অতি
ব্যাকুল হৃদয়ে তোমার তরে ছুটি,
আমি অধৈর্য, হৃদয়ের তৃষ্ণায় মেটাতে
আমি প্রশান্ত, তোমার শীতল জলের স্পর্শে।

আমি পুলকিত, হৃদয়ের উল্লাসে হৃষ্ট
প্রেমের গভীরে হারাই নিজের চিত্ত,
আমি তৃপ্ত, সীমানার পাড়ে আলয়
আমি স্নিগ্ধ, তোমার হৃদয়ে পেয়ে আশ্রয়।

আমি দ্রোহিতার আগুনে খুঁজি লয়
আমি সৃষ্টির আলোয় জুড়ি প্রণয়,
আমি তোমাতে আকৃষ্ট, প্রলুব্ধ অতি
আমি তোমাতে বিলুপ্ত, হৃদয়ের প্রীতি।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

বিদ্রোহী হতে চান বইকি,বিদ্রোহী তো হয়ে গেছেন অলরেডি, যাই হোক কবিতা টা পড়ে নিজেকে বিদ্রোহী বিদ্রোহী লাগছে😉।সত্যি বলছি পুটো কবিতাটা বেশ সুন্দর। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

ভাইয়া যতই এগুচ্ছেন আপনার কবিতাগুলো ততই জটিল এবং কঠিন রূপ ধারণ করছে। আপনার কবিতার প্রতিটা লাইনে ছিল অর্থবহুল। আপনার কবিতা জীবনের কথা বলে গেছে। যেখানে প্রকাশ পেয়েছে ভালোবাসা এবং বিদ্রোহী মনোবল। আর আপনি ঠিকই বলেছেন যেখানে ভালোবাসার ছোঁয়া থাকে না সেখানে ফলপ্রসূ তো কিছু পাওয়া যায় না। ভালোবাসা যেমনি উজ্জীবিত করে, তেমনি ধ্বংস করে দেয়, এই কথায় আমি একমত। কারণ ভালোবাসার সাথে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেখানে সফলতা সুনিশ্চিত। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ভাই চেষ্টা করি যতটা সম্ভব অর্থগত দিক ঠিক রেখে কবিতা লেখার, আপনাদের ভালো লাগে এটাই আমাকে অনুপ্রেরণা যোগায়।

 2 years ago 

আমি উদাসহীন, আমি আনন্দহীন
তুমি ছাড়া, তোমার ভালোবাসা বিহীন,
আমি দুর্বোধ্য, ঝড়ের গতিকে হার মানাই
আমি ক্ষুধিত, নিবরে তোমার মাঝে হারাই।

ভাইয়া আপনার লেখা কবিতা যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে দিনে দিনে আপনার কবিতা লিখার ধরন অনেকটা পরিবর্তন হচ্ছে। আসলে আপনার মাঝে লুকিয়ে থাকা কবিসত্তার প্রকাশ ঘটেছে। আপনি একদম প্রফেশনাল কবিদের মতোই কবিতা লিখেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালোবাসা নিয়ে আমাদের উপলব্ধিগুলো বিভিন্ন রকমের। ভালোবাসা ছাড়া জীবন যেমন মূল্যহীন তেমনি মাঝে মাঝে ভালোবাসার উদাসীনতা আমাদেরকে বিদ্রোহী করে তোলে। তবে যাই হোক সবশেষে একটি কথাই সত্য ভালোবাসা ছোঁয়া ছাড়া সবকিছুই নির্জীব। অনেক সুন্দর ভাবে আপনি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, কবিতাটি সম্পর্কে আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য, চেষ্টা করি যতটা সম্ভব ভালো লেখার।

 2 years ago 

কবিতাটাতে নজরুলের ছোঁয়া পাওয়া যাচ্ছে। চমৎকার লিখেছেন ভাই। আপনার কাব্য প্রতিভা দিন দিন আরো প্রস্ফুটিত হচ্ছে। আরো সুন্দর সুন্দর কবিতার আশায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেখুন ভালোবাসা এমন একটা অস্ত্র যার ভেতর গুলি নেই কিন্তু দারুণ একটা প্রভাব রয়েছে।

এই লাইনটি খুব ভালো লেগেছে ভাইয়া। আসলেই তাই এই অস্ত্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পেরেছে কিনা বলা মুশকিল। আপনার প্রতিটি কথা একেবারে বাস্তব সম্মত লেগেছে আমার কাছে। প্রতিটি মানুষের মনের কথা বলেছেন। তাছাড়া আপনার কবিতাটি ও খুব চমৎকার হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু, এটা কিন্তু বাস্তব সত্য, আর বাস্তব সত্যের উপলব্ধি হতে আমার সবগুলো কবিতা লেখা। যদিও কবিরা কল্পনা করতে বেশী ভালোবাসে, কিন্তু আমি এখনো কবি হতে পারি নাই, হি হি হি।

 2 years ago 

বাহ ভাইয়া।দারুন হয়েছে কবিতাটি। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছন ভাইয়া ভালোবাসা এমন একটা অস্ত্র যার গুলি নেই কিন্তু এটার প্রভাব অনেক। ভালোবাসা পেয়ে নির্জীব হৃদয়ও সজীব হয়ে উঠে। ভালোবাসার দ্রোহী হয়ে চমৎকার একটি কবিতা লিখেছন।

আমি দুর্বোধ্য, ঝড়ের গতিকে হার মানাই
আমি ক্ষুধিত, নিরবে তোমার মাঝে হারাই।

কবিতার লাইনগুলো হৃদয়ে গেঁথে গেল। ভালো লাগলো ভাইয়া ❤️

 2 years ago 

মানুষের সুকুমারবৃত্তি গুলোকে বিকশিত করে ভালোবাসা। আপনার মধ্যেও যে এমন কাব্য প্রতিভা লুকিয়ে আছে তা কজনে জানত। ভালোবাসার এই বিদ্রোহী কবিতা এক কথায় চমৎকার। শুভকামনা রইল আপনার জন্য। আপনার কাব্যচর্চার পথ আরো মসৃণ ও সাবলীল লোক এটাই প্রত্যাশা।

 2 years ago 

ধন্যবাদ ভাই, পুরো ক্রেডিটাই যাচ্ছে আমার বাংলা ব্লগের দিকে।

 2 years ago 

আমরা প্রতিনিয়ত জীবনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি পরিশ্রম করছি কিন্তু এই পরিশ্রমের মাঝে যদি ভালোবাসা না থাকে কাজের প্রতি আগ্রহ না জমে তাহলে সেখানে সফলতা আসে না। ভালোবাসা এবং আবেগ অনুভূতি মিশে যখন আমরা কোনো কিছু করতে চাই তখনই সেটি বেশি তৃপ্তিদায়ক হয়ে ওঠে। আমাকে যদি বলা হয় পৃথিবীর সবথেকে দামি ভয়ঙ্কর অস্ত্র কোনটি যা পুরো পৃথিবী কে নিস্তব্ধ করে দিতে পারে আমি এক বাক্যে বলব ভালোবাসা ভালোবাসা এমন একটি শব্দ এমন একটি অস্ত্র যা পুরো পৃথিবী কে শান্ত করে দিতে পারে ফুটন্ত অনল কে ঠান্ডা করে দিতে পারে। ভালোবাসার সেই অমোঘ অস্ত্র ও অব্যর্থ অস্ত্র যা আমাদের সবারই থাকা উচিত। তবে আপনার আবেগের কবিতা গুলো বরাবর আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আপনার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন যা বেশ মুগ্ধকর। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63153.76
ETH 3045.02
USDT 1.00
SBD 3.97