"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫ || শেয়ার করো তোমার প্রিয় স্বাদের আচারের রেসিপি ( Entry Closed)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Contest New Final.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন? আমি ভালো-মন্দ মিলিয়ে আছি। আজকে নতুন আরো একটি প্রতিযোগিতার ঘোষণা নিয়ে হাজির হলাম আর এটি হলো আমার বাংলা ব্লগের ২৫তম প্রতিযোগিতা । তবে এবারের প্রতিযোগিতার বিষয়টি একটু ভিন্ন রকম করা হয়েছে, এমন একটা বিষয় নির্বাচন করা হয়েছে যা সকলের নিকটই পছন্দনীয়। হ্যা, সেটা হলো আচার, কি জিবে জল চলে আসলো? এখনই চলে আসলে কিভাবে হবে? রেসিপিতো এখনো শুরুই হয় নাই হি হি হি। টক-ঝাল-মিষ্টি কোনটা বেশী প্রিয় আপনার কাছে আচারের ক্ষেত্রে? শুকনা না তেলে ডুবানো কোন জাতীয় আচার বেশী খান আপনি? সব সব কিছু জানতে চাই আমরা, তবে তার সাথে অবশ্যই সেই প্রিয় রেসিপিটিও।

আচারের প্রতি দুর্বলতা আমার সেই ছোটবেলা হতেই, আম্মু বলতো আমি নাকি খুব জেদি টাইপের ছিলাম। তরকারি পছন্দ না হলে শুধু আচার দিয়ে ভাত খেয়ে নিতাম। বলে রাখছি আমার আম্মু খুব দারুণ আচার বানাতে পারেন। এখনো আচার তৈরী করে আমার জন্য। তবে অতো বেশী করতে হয় না, কারন আমার বউও দারুণ আচার বানাতে পারে। রেসিপি শুরু করার আগেই এবার বলে দিয়েছি, এবারের প্রতিযোগিতাটি তোমাদের জন্য, যারা ভালো আচারের রেসিপি তৈরী করতে পারো। সুতরাং আচার তৈরী করো, খাবো, রেসিপিও শেয়ার করবো এবং তার সাথে পুরস্কারও জিতবো আমি, শুধু ক্রেডিট দিবো তোমায়, হি হি হি। না না এই ক্ষেত্রে আমি খুবই ভদ্র মানুষ, ক্রেডিটই তো সেটা দিতে কখনো কার্পন্য করি না।

তাহলে আর দেরী কেন? শুরু করে দেন প্রস্তুতি না প্রস্তুতি না একদম কেনা-কাটা করে ফাইনাল প্রস্তুতি এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই আপনার প্রিয় রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করে প্রতিযোগিতায় অংশগ্রহন নিশ্চিত করুন। তবে অবশ্যই শর্তাবলীর প্রতি যত্নবান থাকবেন, কারন আমরা শর্ত ভঙ্গকারীদের ব্যাপারে খুবই কঠোর। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে আমার বাংলা ব্লগের উইটনেস Bangla.Witness কে ভোট দিতে হবে। কারন আমাদের উইটনেসকে ভোট দেয়া না হলে আপনার অংশগ্রহণ বাতিল হয়ে যাবে। অতএব, শুভ কামনা রইল সকলের জন্য।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রিয় স্বাদের আচারের রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ২৭ অক্টোবর, ২০২২ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-25, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এছাড়াও সুন্দর রেসিপিগুলোর জন্য থাকছে বিশেষ পুরস্কার আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার পক্ষ হতে।

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৭ অক্টোবর, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@selinasathi1/4cujgv-or-or

IMG_20221025_170600.jpg

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ ক্রমিক-11

 2 years ago 

অশেষ ধন্যবাদ ভাইয়া♥♥
আমরা 11 জন,
প্রতিযোগিতার ক্রমিক নং।
♥♥

 2 years ago 
 2 years ago 

আপনার অংশগ্রহণ নং 02

 2 years ago 

আবারো প্রতিযোগিতা, খুব খুশির বেপার। প্রতিযোগিতা হলেই একটা আলাদা আমেজ কাজ করে। এই প্রতিযোগিতার টপিক হচ্ছে প্রিয় স্বাদের আচারের রেসিপি। অনেক নতুন নতুন আচার রেসিপি দেখা যাবে এখানে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লকের প্রতিযোগিতায় এবারের প্রতিযোগিতাটি আচার রেসিপি। সত্যিই এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক মজার মজার আচার রেসিপি আমরা দেখতে পাব এবং শিখতে পারবো। সত্যি ভাইয়া আপনার আম্মা মজাদার আচার রেসিপি তৈরি করত এবং আপনি খুবি জেদি ছিলেন তরকারি না হলে আচার দিয়ে ভাত খেতেন। এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। কারণ আমার ছোটভাই রয়েছে সে আচার খুবই পছন্দ করেন, যাইহোক ভাবির আচার বানানোর রেসিপি আমরা আপনার মাধ্যমে দেখতে পাবো। আশা করছি, খুব সুস্বাদু এবং মজাদার ইউনিক হবে।এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

 2 years ago 

অবশ্যই আচার নামটি শুনে এমন কেউ নেই যে জিভে জল আসে না ৷ ছোট থেকে বড় সবার আচার ভালো লাগে ৷ খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ৷ আমরা সবাই দেখতে নানা আইটেমের রেসিপি যেটা দেখে পরে নিজ বাড়িতে তৈরি করতে পারবো ৷ খুব ভালো একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

ভাইয়া কি প্রতিযোগিতার আয়োজন করলেন এর পরে তো আর ব্লগে ঢুকাই যাবে না। যখনই ঢুকবো তখনই মুখে পানি চলে আসবে। এত সুন্দর সুন্দর আচার দেখে মুখে পানি আটকানো যায়? যাই হোক সুন্দর সুন্দর কিছু আচারের রেসিপিও শিখে নেব এই প্রতিযোগিতার মাধ্যমে। খুব ভালো একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আবার গেঞ্জাম লাগাই দিলো, জিবে জল এসে গেলো😋।এই আচার বানাতে কতো ছেলেরা হাত পুড়াই কি জানি!!🤣🤣 সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন। ভিডিও রেসিপি শেয়ার করা যাবে কিনা?

 2 years ago 

আমার মনে হয় না যে কোন ছেলের হাত পুড়েছে আপু। কেননা আচার খেতে ছেলেদের থেকে মেয়েরা বেশি পছন্দ করে তাই মেয়েরাই তৈরি করে আচার। তাই আচার তৈরি করতে গিয়ে মেয়েদেরই বেশি হাত পোড়ে।

 2 years ago 

ভাইয়া আমরা তো জ্বলে-পুড়ে তো মানুষ হয়েছি।আমাদের আর এখন পুড়েনা।প্রতিযোগিতায় ছেলে অংশগ্রহণ করবে না?দেখি করে কিনা!! এটা তো সবার জন্য অংশগ্রহণ তাই বলেছি😂

 2 years ago 

জিভে জল আসা প্রতিযোগিতা ভাই। এই প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ বেশি হবে। সাথে আমি অংশগ্রহণ করব। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি ভাইয়া, একদম জিভে জল চলে আসলো। এবার প্রতিযোগিতার বিষয়টি এমন দিলেন প্রত্যেকের সবার পোস্টগুলো দেখবে আর জিভে জল নিয়ে আসবে। সবার কাছ থেকে নিশ্চয়ই আনকমন কিছু রেসিপি দেখতে পাবো। সবার কাছ থেকে নতুন আচারের রেসিপি দেখতে পেলে বেশ ভালোই লাগবে। একদম পুরোদমে প্রস্তুতি নিয়ে রাখছি কি আনকমন আচার বানানো যায়।

 2 years ago 

আবার নতুন একটি প্রতিযোগিতা শুনেই খুব ভালো লাগছে। আর আচার পছন্দ করে না এমন কোন ব্যক্তি আছে বলে আমার মনে হয়না। আমি তো অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, বিজয়ী হতে পারি আর নাই পারি তাতে কোন আফসোস নেই তাও করবো কারন এটা হলো রেসিপি প্রতিযোগিতা আমি বেশিরভাগ সময়ে রেসিপি শেয়ার করি এটা আমার কাছে খুবই ভালো লাগার মতো একটি বিষয় তাই অংশগ্রহণ করতেই হবে। ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া। 🙏