নিজের জন্য সময় বের করা কি স্বার্থপরতা, নাকি আত্ম-ভালোবাসা?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমাদের মধ্যে থাকা একটি ভুল ধারণা নিয়ে আমি কথা বলতে এসেছি, কারণ অনেক সময় আসলে অনেক বিষয়ে আমাদের মনে এমন ভাবে ভুলভাবে প্রতিফলিত হয় এবং সেই সাথে আমাদের চারপাশ ব্যাপারটিকে এমন ভুলভাবে প্রতিফলিত করে, যে আমরা না চাইলেও ব্যাপারটি নেগেটিভভাবেই ভাবি। অর্থাৎ হয়তো ওই ব্যাপারটিকে পজিটিভভাবে ভাবা দরকার ছিল, এবং ওই ব্যাপারটি আসলে নেগেটিভ কিছুই ছিল না, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের পারিপার্শ্বিক কথাবার্তা সবকিছুর মধ্যেই এমন একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়ে যে সেটা একটা সময় আমাদেরকে গ্রাস করে নেয়।
ঠিক তেমন একটি ব্যাপার হলো আমরা আসলে যখনই নিজের জন্য কোনো সময় বের করার চেষ্টা করি কিংবা নিজেকে সময় দিই, তখন আমাদের সমাজ ‘স্বার্থপর’ তকমা দিয়ে আমাদেরকে আলাদা করে দেয় এবং সকলের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আসলে আমি এটা একেবারেই বিশ্বাস করি না। অর্থাৎ নিজের জন্য সময় বের করলেই সে যে স্বার্থপর হয়ে যাবে, এমনটাতে আমি মোটেও বিশ্বাসী নই। কারণ স্বার্থপরতা একেবারে আলাদা একটি জিনিস, আর নিজের জন্য মূল্যবান সময় ব্যয় করে নিজের উন্নতি সাধন করা একেবারেই ভিন্ন জিনিস। অর্থাৎ দুটোর মেলবন্ধন কখনোই সম্ভব নয়।
কারণ যে স্বার্থপর, সে স্বার্থপরই। আর যে নিজের জন্য সময় বের করছে, তাকে স্বার্থপর বলাটা ঠিক চলে না। কারণ স্বার্থপর সে, যে আসলে সবসময় নিজের দিকটাই ভাবে, অন্যের দিক না ভেবে। আর যে নিজের জন্য সময় বের করছে, সে সবসময় স্বার্থপর হবে ব্যাপারটি এমন নয়। অর্থাৎ এমনও হতে পারে যে, সে হয়তো নিজের জন্য যেমন সময় বের করছে, ঠিক একইভাবে অন্যজনকেও সমানভাবেই সাহায্য করার চেষ্টা করছে।
আর আমি বিশ্বাস করি যে, আমাদের যদি আত্মভালোবাসা অর্থাৎ নিজেকে ভালোবাসার মতো ক্ষমতা না থাকে, তাহলে আসলে আমাদের মধ্যে অন্যকে ভালোবাসার মতো কোনো ক্ষমতাও নেই। কারণ অবশ্যই আত্মভালোবাসা থাকতে হবে এবং নিজের জন্য কিছুটা মূল্যবান সময় অবশ্যই অতিবাহিত করতে হবে। এতে যদি চারপাশের মানুষ স্বার্থপর ডাকে, তবে সেসব কথায় কান না দিলেও চলবে।


https://magicmushroomsporesusa.com/product/magic-mushroom-grow-kit/