DIY || রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে অরিগামি পোস্ট শেয়ার করার। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- মার্কার পেন
প্রথমে আমি দুইটা ভিন্ন রঙের কাগজ চিকন এবং লম্বা করে কেটে নিলাম। এরপর এই চিকন এবং লম্বা কাগজগুলো মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।
এরপর একটা রঙিন কাগজ নিয়ে এর ভেতরে নিচে দেখানো ছবির মত করে বাকি তিনটা ভিন্ন রংয়ের রঙিন কাগজগুলো জোড়া লাগিয়ে দিলাম।
এরপর অন্য আরেকটা রঙিন কাগজ নিয়ে এই তিনটা রঙিন কাগজের ভেতর নিচে দেখানো ছবির মত জোড়া লাগিয়ে দিলাম।
এরপর একইভাবে বাকি আরো একটা রঙিন কাগজ বসিয়ে দিলাম।
এরপর দুই পাশের বাড়তি অংশটুকুর মাঝখানের কাগজ টা কেটে ফেলে দিলাম।
এরপর দুই পাশের পাখনার অংশটুকু একটু বাঁকা করে কেটে নিয়েছি।
তারপর নিচের দুইদিকের দুইটা কাগজ কিছুটা বাঁকা করে কেটে মাছের লেজ তৈরি করে নিলাম।
এরপর মাছের একটা চোখ অঙ্কন করে নিলাম।
একইভাবে ভিন্ন কালারের আরো একটা মাছ তৈরি করে নিলাম। এভাবেই মাছের অরিগামি তৈরি শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
রঙিন কাগজ দিয়ে অরিগামি তৈরি দেখতে বেশ ভালো লাগে । আজ আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মাছের অরিগামি তৈরি করেছেন। অরিগামিতে সুন্দরভাবে উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করুন পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ
X - Promotion
বাহ আপু মাছের অরিগামি টি বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে দুই কালারের মাছ দেখতে বেশ চমৎকার লাগছে। খুব সুন্দর ধাপে ধাপে তুলে ধরাতে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
কাগজের মাছগুলো খুবই কিউট হয়েছে আপু। আর দেখতে অনেক কালারফুল হয়েছে। অসাধারণ লাগছে দেখতে। মাছ তৈরির ধাপ গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর অরিগামি তৈরি করেছেন খুবই সুন্দর লাগছে আপু। মাছের ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রং ফুটে উঠেছে যার কারণে বেশি ভালো লেগেছে আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে মাছের দারুন দুইটি অরিগামি তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে।খুবই চমৎকার ভাবে অরিগামি গুলো উপস্থাপন করেছেন।যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা সব জিনিসই দেখতে খুব সুন্দর লাগে। আপনি কিন্তু খুব সুন্দর করে রঙিন কাগজের ঘুরি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রঙিন কাগজের ঘুরি কিন্তু দেখতে দারুন হয়েছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কমেন্টে একটু ভুল রয়েছে। আমি রঙিন কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করিনি রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অসাধারণ একটি অরিগ্যামি শেয়ার করলেন আপু। সত্যিই আপনার কাজের প্রশংসা করতে হয়।এত সুন্দর কালার ম্যাচিং করে আপনি মাছের অরিগ্যামি তৈরি করলেন। আমার তো ভীষণ ভালো লেগেছে আপনার আজকের শেয়ার করা অরিঅ্যামি পোস্ট। বিশেষ করে আপনার তৈরি করা পদ্ধতিটা অনেক ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। মাছের অরিগ্যামি গুলো খুব কালারফুল হয়েছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধাপ গুলো দেখে বোঝা যাচ্ছে খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.