You are viewing a single comment's thread from:

RE: মোলায়েম হাতের রহস্য!

আপু প্রথমে আপনার আম্মুর জন্য দোয়া কামনা করি মহান আল্লাহ তা'আলা যেন আপনার আম্মুকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। ঠিক আপনার মত আমি দীর্ঘ অনেকদিন রান্নাবান্না করেছিলাম ছেলে হয়েও। পরিস্থিতি ছিল খুব ভয়াবহ বড় ভাই সৈনিকের চাকরি করে,বোনটার বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে শুধু আমি বাবা আর মা এর মধ্যে আম্মু অনেক অসুস্থ বাড়ির সকল কাজ আমার ওপরে পড়েছিল। কাজ না করলে হাত অনেক মোলায়েম থাকে এবং কাজ করলে হাত অনেকটাই শক্ত হয়ে যায় আপনি একদম ঠিক কথা বলেছেন আপু। পেঁয়াজ কুচি করার সময় বোঝা যায় আঙুলগুলো কতটা দাগ পড়ে যায়। হলুদের গোড়া ঝালের গুড়া নাড়াচাড়া করলে বোঝা যায় আঙ্গুলগুলো কেমন নোংরা নোংরা ভাব চলে আসে ধুলেও মনে হয় যায় না। আপনার পোস্টটি পড়ে বাস্তবতা সম্পর্কে অনেকটাই ধারণা পেলাম ।

Sort:  
 last month 

হ্যা,এই কাটাকাটির সময় আরো বেশি হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67788.76
ETH 3783.67
USDT 1.00
SBD 3.52