আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| শীতকালীন মিক্স সবজির বাসন্তী পোলাও রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। এবারের প্রতিযোগিতায় আমি আবারও সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মজাদার রেসিপিগুলো তৈরি করার থেকেও তৈরি করার পরে খেতে বেশি ভালো লাগে। কারণ তৈরি করতে যত বেশি সময় লাগে খেতে গেলে সেই কষ্টটা নিমিষেই দূর হয়ে যায়। এবারের প্রতিযোগিতায় আমি চেষ্টা করেছি ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করার জন্য। সবাই তো বিভিন্ন রকম সবজি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করার চেষ্টা করবে।
কিন্তু আমি ভিন্ন রকম ভাবে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্স সবজির বাসন্তী পোলাও তৈরি করার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু সবজি পোলাও খেতে ভীষণ ভালো লাগে। চেষ্টা করেছি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম সেটি খুব সুন্দর করে আপনাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য। আপনারাও একদিন না একদিন এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। তাহলে জানবেন খেতে কত বেশি মজা এই রেসিপিটি। আমার কাছে দুর্দান্ত লেগেছে খেতে। আশা করি আমার রেসিপিটি দেখে আপনাদেরও বেশ ভালো লাগবে।
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
পোলাওয়ের চাল | ৫০০ গ্রাম |
ফুলকপি | ১টা |
গাজর | ১টা |
আলু | ২-৩ টা |
বরবটি | কয়েকটা |
লিকুইড দুধ | ১ কাপ |
তেজপাতা, দারুচিনি, এলাচ | কয়েকটা |
পেঁয়াজ কুচি | ২ টা |
লবণ | স্বাদমতো |
অরেঞ্জ ফুড কালার | ২ চা চামচ |
কাঁচামরিচ | কয়েকটা |
রসুন | ২ চা চামচ |
চিনি | দুই চামচ |
বাদাম | কয়েকটা |
তেল | পরিমাণ মত |
পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চারটি আলাদা আলাদা সবজি সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর তেলের মধ্যে কেটে রাখা বরবটি গুলোকে কিছুটা ভেজে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর সেই একই গরম তেল গুলোর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে আবারো লাল করে কিছুটা ভেজে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর বড় একটি পাত্রের মধ্যে সব সবজিগুলো দিয়ে তার মধ্যে লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর পাত্রের মধ্যে রাখা সবজি গুলোর মধ্যে কয়েকটি গোটা কাঁচা মরিচ ধুয়ে দিয়ে দিলাম। এর সাথে একটু অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিলাম।
ধাপ - ৬ :
এরপর তার মধ্যে সব ধরনের মসলা একে একে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও নেড়ে ছেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর সবজি গুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে পোলাওয়ের চাল গুলো ধুয়ে ভালো করে দিয়ে দিলাম।
ধাপ - ৮ :
এরপর চাল গুলো দিয়ে আবারো ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপর প্রথমে ভেজে রাখা বরবটি গুলোকে কিছুক্ষণ হয়ে আসা পোলাও চাল গুলোর উপরে দিয়ে আবারো ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর আগুন কম করে ভালোভাবে নেড়ে ছেড়ে মজাদার মিক্স সবজির বাসন্তী পোলাও সুন্দর করে রান্না করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে পুরোপুরি রেসিপিটি সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা মজাদার রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
শীতকালীন সবজি দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি দেখতে পেলাম প্রতিযোগিতার মাধ্যমে। আপনি দেখছি শীতকালীন সবজি দিয়ে মিক্স প্লোও রেসিপি তৈরি করেছেন । যেটা আগে কখনো খাওয়া হয়নি দেখা হয়নি। অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি ইউনিক ছিল।
আসলে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম রেসিপি করতে। চেষ্টা করবেন রেসিপি একদিন তৈরি করে খাওয়ার জন্য।
https://x.com/Jamal7183151345/status/1873960017357140268?t=Vv_2rMKB4SwM6OtR25Koiw&s=19
ভাই সর্বপ্রথম আপনাকে জানাচ্ছি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা "প্রতিযোগিতা-৬৭ আমার প্রিয় শীতকালীন সবজির রেসিপিতে" আপনার শীতকালীন মিক্স সবজির বাসন্তী পোলাও রেসিপি নিয়ে অংশগ্রহণ করার জন্য। আসলে পোলাও অনেক ভাবেই খাওয়া হয়েছে তবে আপনার মোতো এরকম ভাবে তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করে খাবো ইনশাআল্লাহ। তাছাড়া আপনার রেসিপির রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনি যেন প্রতিযোগিতায় জয়ী হতে পারেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার প্রতিযোগিতার রেসিপি পোস্ট নিয়ে মন্তব্য করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতকালীন মিক্স সবজির বাসন্তী পোলাও রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আমি চেষ্টা করেছি শীতকালীন মিক্স সবজি দিয়ে বাসন্তী পোলাও রেসিপি করার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
আমার বাংলা ব্লগে এসে অনেক নতুন ধরনের রান্না শিখে গেলাম। এখানে প্রতিটা মানুষ এত প্রতিভাবান বলার মত নয়। ভাইয়া প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পোলাও তো অনেক খেয়েছি তবে এভাবে যে সবজি দিয়েও পোলাও রান্না করা যায় তা কখনো ভেবেও দেখিনি আর মাথাতেও আসেনি। আপনার সৃজনশীলতাকে সাধুবাদ জানাই। খাবারটা নিশ্চয়ই খুব টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।
হ্যাঁ ঠিক বলেছেন আপু প্ল্যাটফর্মে এসে অনেক নতুন ধরনের রান্না শিখতে পারছে সবাই। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভচ্ছা জানাই। শীতকালীন সবজি দিয়ে আপনি চমৎকার বাসন্তী পোলাও রান্না করেছেন।পোলাওতে এই ধরণের সবজিগুলোই বেশি ভালো যায়। আশাকরি আপনার পোলাও খেতেও খুব ভালো হয়েছিল।
হ্যাঁ এই রেসিপিটি খেতে অনেক মজা হয়েছে আপু। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অসম্ভব ভালো লাগলো।
ভাইয়া আপনি তো দেখছি লোভ লাগিয়ে দিলেন। শীতকালীন সবজি দিয়ে যে এমন দারুন রেসিপি করা যায় সেটা তো মাথায় ছিল না। মুগ্ধ হয়ে গেলাম। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার রেসিপি নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
শীতকালে সবজি- পোলাও ও করা হয় আমার। ফুড কালার এভোয়েড করি আমি সবসময়ই, কেন জানি আর্টিফিশিয়াল ফুড কালার আমাকে আকর্ষণ করে না। তবে এই সবজি- পোলাও এর স্বাদ কিন্তু বেশ হয়! আমি কিছুটা ভিন্ন ভাবে করি। আপনার উপস্থাপন বেশ ভালো লাগলো ভাই। প্রতিযোগিতার জন্য শুভকামনা।
আমার রেসিপির উপস্থাপনা আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। চেষ্টা করেছি সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপনা করার জন্য।
বাসন্তী পোলাও রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। তবে বাসন্তী পোলাও কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো।রেসিপি দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করিয়েন আপু বাসন্তী চাউল দিয়ে পোলাও রেসিপি বানানোর জন্য খেতে বেশ মজাই লাগে। ভালো থাকবেন আপু।
একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করলেন ভাইয়া। এইভাবে বাসন্তী পোলাও তৈরি করার কথা তো মাথায় আসেনি। একদম ভিন্ন ধরনের রেসিপি ছিল। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে আপনি রেসিপিটা তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। আমার তো দেখেই লোভনীয় লাগছে। একদিন ট্রাই করে দেখবো রেসিপিটা। অনেক ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা রইল।
হ্যাঁ আপু খেতে খুব সুস্বাদু হয়েছে রেসিপিটি। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।