স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখে প্রকাশ করব। আশা করব, আমার এই ছোট ছোট কবিতা গুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কেন সুখের ঘর।
মায়ার বাঁধনে আগলে রেখেও
মরণ করে দেয় পর।
কেন এত হাসি আনন্দ
কেন ভালোবাসা খুঁজে অন্তর।
জীবন যুদ্ধের ঘূর্ণিপাকে
ভাঙ্গে সাধের ঘর।
অতীতকে করি স্মরণ
কি দিল সে আমারে
জানতে চাই অবুঝ মন।
করিলাম কত উচ্চ আকাঙ্ক্ষা
স্বপ্ন দেখলাম কত।
হলো কিছু ইচ্ছা পূরণ
তবুও আশা অবিরত।
বাতাসেই পরিপূর্ণ।
ঘুম থেকে উঠে চুলার পাড়ে গেছি
ভাত রান্নার জন্য।
টিউবওয়েল পাড়ে গেছি
পানি আনতে আরো কাজ অন্যান্য।
কষ্ট হলেও দুঃখ লাগেনি
চুলার আগুনের জন্য।
আকাশ ভরা তারা।
প্রচন্ড ঠান্ডায় চাঁদমামা উঠে
হয়ে গেছে দিশেহারা।
লোকজন নেই রাস্তাঘাটে
জনশূন্য লোকালয়।
অকারনে কেউ বাইরে আসবে না
এটাই শীতের ভয়।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরিবেশ মানুষকে নতুন অনুভূতিতে এনে দেয়। যখন যেমন পরিবেশ তখন তেমন চিন্তা ধারা। আর সে চিন্তা ধারাকে কাজে লাগিয়েই আমার আজকের কবিতাগুলো। একদিকে শীতের তীব্র প্রভাব আরেকদিকে নতুন বছরের আগমন। দুইটা বিষয় যেন মনের মধ্যে। আরো বেশি লক্ষ্য করছি সবার অনুভূতি এই দুইটা বিষয়। তাই সময়ের অনুভূতিগুলো কবিতার লাইনে প্রকাশ করার চেষ্টা করেছি। জানিনা কতটা সুন্দরভাবে লিখতে পেরেছি। তবুও ছোট ছোট কবিতা গুলো লিখলাম।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আজকের কাজ সম্পন্ন
X--promotion
আপনার লেখা অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আশা করি পাশে থাকবেন
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণ লিখেছেন। ছোট্ট এ জীবনে মায়ার বাঁধনে থেকেও মরণ করে দেয় পর।প্রতিটি লাইন অনেক মনোমুগ্ধকরছিল।এক নাম্বার কবিতা ও দুই নাম্বার কবিতাটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এমন উৎসাহ পেলে আরো সুন্দর লিখতে পারবো
খুব সুন্দর কয়েকটি কবিতা দিয়ে ভরিয়ে দিলেন আপনার এই ব্লগটি। প্রত্যেকটি কবিতা আমার খুব সুন্দর লেগেছে। সবথেকে ভালো লাগলো বিভিন্ন স্বাদের কবিতাগুলি লিখেছেন বলে। সম্পূর্ণ একটি ছোটখাটো সংকলন করে ফেলেছেন ছোট ছোট কবিতা গুলি দিয়ে।
চেষ্টা করেছি ভাইয়া
কবিতা পড়তে আমি খুব ভালোবাসি। আজকে আপনি কবিতা লিখেছেন। আমি মনে করি কবিতায় একমাত্র মাধ্যম যেখানে আমরা মনের ভাব সম্পূর্নরূপে প্রকাশ করতে পারি। আপনার প্রত্যেকটা কবিতা আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। কবিতা গুলো পড়ে আমার মন শান্ত হয়ে গেছে। প্রত্যেকটি কবিতা একদম বাস্তব জিবনকে নিয়ে লেখা।
অনেক সুন্দর মন্তব্য করেছেন
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
ভালো লাগার মত কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর এবং ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে খুশি হয়েছি
বাহ্ দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন দেখছি। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। বিশেষ করে প্রথম অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।