শখের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম / আদাব। সবাইকে বসন্তের শুভেচ্ছা।
আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই পাতা ঝরা বসন্তের কিছু ফটোগ্রাফি করেছি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

1000307589.jpg

1000307569.jpg

1000307575.jpg

সকালের কোমল রোদে লাল পপি ফুলটি যেন নিজের সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। তার রেশমি পাপড়ির প্রান্তে সাদা আভা, সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে এক ব্যস্ত মৌমাছি হাজির, ফুলের গভীরে ঢুকে মধু সংগ্রহে মগ্ন। তার ছোট্ট ডানা দুটো থেমে নেই, ফুলের পরাগরেণু গায়ে মেখে অন্য কোনো ফুলের দিকে উড়তে প্রস্তুত। আশেপাশে ফুলগুলো কেউ ফোটার অপেক্ষায়, কেউবা ঝরে পড়ার পথে। প্রকৃতির এই অনন্য মুহূর্ত যেন এক নিখুঁত শিল্পকর্ম, যেখানে জীবন, সৌন্দর্য, আর ক্ষণস্থায়ীত্ব একসাথে মিশে গেছে।

1000307633.jpg
সকালবেলার কোমল রোদে স্নান করা সাদা ও লাল ফুলের এই সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এক পাশে লাল ফুলের উজ্জ্বলতা, অন্য পাশে সাদা ফুলের প্রশান্তি—প্রকৃতির এক অপূর্ব রঙের সমন্বয়। সাদা পাপড়িগুলো কাঁপছে হালকা বাতাসে, আর রোদের আলোতে তাদের প্রান্তগুলো যেন চকচক করছে। চারপাশে সবুজ পাতার ভিড়ে এই রঙের খেলা যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি।

1000307634.jpg

1000307635.jpg

1000307543.jpg
সকালের স্নিগ্ধ আলোয় ফুটে থাকা এই বেগুনি ফুলটি যেন প্রকৃতির এক শান্ত ও কোমলতার প্রতিচ্ছবি। বাতাসের মৃদু দোলায় পাপড়িগুলো হালকা দুলছে, যেন প্রকৃতির সুরের তালে তাল মিলিয়ে নাচছে।

1000307545.jpg
এই ছবিটি শহীদ জোহা হলের দুই ব্লকের মাঝের রাস্তা, যার দুই পাশে সারি বেঁধে লাল রঙের ফুল ফুটে আছে। সকাল বেলার হালকা কুয়াশার আবরণে এই দৃশ্যটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে।

1000307541.jpg

এই ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জোহা হলের দুই ব্লকের মাঝখানের বাগানকে প্রদর্শন করছে। এই মনোরম স্থানটিতে সবুজ ঘাস, বিভিন্ন ধরনের ফুল এবং ঝোপঝাড়ের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে।

1000307537.jpg

1000307538.jpg
এই ছবি আমাদের হলের পাশের রাস্তার ঠিক সোজা উপরের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার নীল আকাশ, যেখানে দুটি গাছের ডালপালা একে অপরের দিকে এগিয়ে এসেছে। একটি গাছের ডালপালা অনেকটাই পাতাহীন, অন্যটিতে হালকা সবুজ পাতা রয়েছে। ছবিগুলো প্রকৃতির পরিবর্তন ও ঋতুর প্রভাব বুঝাচ্ছে।

1000307400.jpg
গতকাল রাতের চাঁদটা অনেক সুন্দর ছিলো। আমি হল গেটে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সেলফি ক্যামেরা দিয়ে ছবিটি তুলি।


আজকে আমার এইগুলোই ছিলো সকালবেলার সময় কাটানোর সঙ্গী, ছবি তুলেও অনেক আনন্দ পেয়েছি। আমার পোস্ট আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।


আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 10 months ago 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

 10 months ago 

আপনার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ! ফটোগ্রাফি শেয়ার করে যদি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি, তবে সেটাই আমার সফলতা। আপনাদের এই ধরনের সাড়া পেয়ে আমি আরও বেশি উৎসাহিত। আশা করি ভবিষ্যতেও আরো সুন্দর ছবি শেয়ার করতে পারব!

 10 months ago (edited)

প্রত্যেকটা ছবি আপনি যেমন সুন্দর করে তুলেছেন পাশাপাশি বর্ণনাও লিখেছেন বেশ সাহিত্যিকভাবে। বাংলা ভাষা যে এত সুন্দর এবং তাকে সুন্দরভাবে প্রকাশ করা যায় যা পড়তে অত্যন্ত মধুর লাগে। সুন্দর ছবি দেখে এবং দারুন ভাবে লেখা বর্ণনা পড়ে খুশি হলাম। ভালো ব্লগ পড়লে মনটা যেন আনন্দে ভরে ওঠে।

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

 10 months ago 

আপনার ফটোগ্রাফির স্টাইল সত্যিই অনন্য! প্রতিটি ছবিতে রঙ ও আলোর ব্যবহার খুব সুন্দর। এভাবে চালিয়ে যান, আপনার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছি।আপনার ছবিগুলো দেখে আমারও পুরনো কিছু ফটোগ্রাফির স্মৃতি মনে পড়ে গেল। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। সর্বোপরি ধন্যবাদ আপনাকে

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো ফটোগ্রাফি করেন, আপনার থেকেও আমি অনুপ্রাণিত হই।ড্রোন ভিডিওগ্রাফির ড্রোনটি আপিনার? আপনার ড্রোন কত দিয়ে নিছেন? আমারও কিনার ইচ্ছা আছে।

 10 months ago 

আপনার শখের ফটোগ্রাফি গুলো দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। কারণ আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল জাস্ট মনোমুগ্ধকর। তবে সবগুলো ফটোগ্রাফির মধ্য থেকে প্রথম ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা বলতেই হচ্ছে।

 10 months ago 

প্রথম ছবিটি পছন্দ হওয়ায় আমি সত্যিই আনন্দিত। ফটোগ্রাফি আমার শখ, আর আপনাদের প্রশংসা পেলে আরও বেশি উৎসাহ পাই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনি তো বেশ দারুন ফটোগ্রাফি করেন। সবচেয়ে বেশি ভালো লেগেছে নীল আকাশের ফটোগ্রাফি গুলো। বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি গুলো ও দারুন ছিল। মৌমাছি বসে থাকার দৃশ্যটা ভালো লাগছে দেখে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! নীল আকাশ আর ফুলের ছবি আপনি পছন্দ করেছেন জেনে খুবই ভালো লাগলো। মৌমাছি বসে থাকার দৃশ্যটা আমাকে নিজেও খুব ভালো লাগেছিল।

 10 months ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আমি। এবং চমৎকার ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

আপনার প্রশংসা শুনে খুব ভালো লাগলো! ফুলের ছবি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম। ধন্যবাদ!

 10 months ago 

ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 10 months ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! খুব ভালো লাগলো যে ফটোগ্রাফি নিয়ে আপনার এত আগ্রহ। আমি চেষ্টা করি যত্ন সহকারে ছবি তুলতে, আর এমন প্রশংসা পেলে সত্যিই অনেক খুশি লাগে।