হাতে ফের শূন্যতা
নমস্কার বন্ধুরা,
আবার পুরো চাঁদনী চক খুঁড়ে ফেললাম তবুও হাতে কিছু এলোনা। আজ ফের চাঁদনী চক গেছিলাম ল্যাপটপ কেনার তাগিদে সাথে আরেকটা জরুরি প্রয়োজন, একটা পুরোনো আইফোন। মনে মনে ঠিক করে রেখেছিলাম, ল্যাপটপটা কোম্পানির ওয়ারেন্টি সহ হতে হবে, নাহয় অন্তত ওপেন বক্স। একদম নতুন ল্যাপটপ কেনার আগ্রহটা কেন যেন ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছে। দুপুর আড়াইটে নাগাদ পৌঁছে গিয়েছিলাম চাঁদনিতে। ঠাসা ভিড়, কোলাহল, দোকান দারদের ডাকা আর চারপাশে সারি সারি ইলেকট্রনিক্সের দোকান। প্রায় দু’ঘণ্টা ধরে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়ালাম। কোথাও ল্যাপটপ দেখছি, কোথাও ফোন হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছি কিন্তু শেষমেশ ফলাফল শূন্য।
৭ টা দোকান ঘুরে যেসব ল্যাপটপ দেখলাম, তার বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড। তাও এমন দাম রেখেছে, যা দেখে সত্যিই চক্ষু চরকগাছ হওয়ার জোগাড়। তিন চার বছর পুরনো ল্যাপটপের দাম ২৪ থেকে ২৫ হাজার টাকা। শুনে স্বাভাবিকভাবেই একটু থমকে যেতে হচ্ছিল। এত পুরনো মডেল, ব্যাটারি সবই ৭০ শতাংশের নিচে নেমে গেছে। এমন অবস্থায় কত দিন চলবে, সেসব মাথায় ঘুরপাক খাচ্ছিল। অথচ দাম কমানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দোকানদারদের মধ্যে দেখলাম না। RAM এবং SSD এর দাম বেড়েছে তাই নাকি বাবুরা জিনিসপত্রের দাম কমাতে পারছেন না। মনে মনে হাসলাম। এইসব ল্যাপটপ তো অনেকদিন আগের কেনা তখন থেকেই কি সবকিছুর দাম বেড়ে গিয়েছিল? হাঃ হাঃ।
ফোনের ক্ষেত্রেও অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না। যেগুলো দেখাল, সেগুলোর বেশিরভাগেরই গায়ে দাগ। কোথাও স্ক্রিনে দাগ ভর্তি, কোথাও আবার হাত থেকে পড়ে যাওয়ার জন্য মোবাইলের বডিতে ডেন্ট চলে এসেছে। তবুও দাম শুনে মনে হলো, যেন নতুন ফোনের কাছাকাছি দামই হাঁকা হচ্ছে। মনে হচ্ছিল, জিনিসের অবস্থা আর দামের মধ্যে কোনো মিল নেই। যা খুশি চাইলেই হলো আরকি! এই নিয়ে দুদিন চাঁদনী আসা হলো। প্রত্যেকবার আশা নিয়ে আসছি পছন্দ সই কিছু পাবো। কিন্তু দুবারই খালি হাতে ফিরতে হলো। যখন অনেক খোঁজার পরেও হাতে ভালো কিছু পেলাম না তখন মনকে সান্ত্বনা দিলাম, হয়তো এখনই কেনার সময় নয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






