"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

1000065566.png

Credit : সিয়াম ভাই

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আজ চলে এলাম আমার বাংলা ব্লগের আরো এক নতুন প্রতিযোগিতার ঘোষণা নিয়ে। "আমার বাংলা ব্লগে" ৬৬ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আর সবের কৃতিত্ব আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, আমাদের সম্পূর্ণ এডমিন ও মড প্যানেল এবং সর্বোপরি আমার বাংলা ব্লগের সমস্ত সদস্যদের। সেই সূত্র ধরে আজকের পোস্টের মাধ্যমে প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের মাঝে ভাগ করে নেবো।

শীত চলে এসেছে। পিঠে পুলি, হরেক খাবারের স্বাদ নেওয়ার সাথে সাথে এই সময়ে প্রকৃতি মাতৃকাকে খুব সুন্দর লাগে। বর্ষা শেষ হওয়ার পরে শরতের সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে শীত কখন চলে আসে বোঝা যায় না। তবে এসময় প্রকৃতির রূপ যেমন সুন্দর, তেমনি হয় হরেক রকমের সুস্বাদু খাবার। আর হয় নানান ধরনের মেলা। আমাদের প্রত্যেকে অল্প বিস্তর ফটোগ্রাফি করতে পারি এবং অনেকে রয়েছেন যারা ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসেন ও দুর্দান্ত ছবি তোলেন। সবার জন্য আমার বাংলা ব্লগ সুযোগ নিয়ে এসেছে, শীতের সৌন্দর্য আমাদের সকলের সামনে তুলে ধরার। আশা করবো, আপনারা যে চোখে শীত কালকে দেখেন সেটাই তুলে ধরবেন।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য। পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে। কমপক্ষে পাঁচটি ভিন্ন ভিন্ন ছবি দিতে হবে। সেই সাথে ছবি কোন ক্যামেরা থেকে তোলা হয়েছে তা জানাতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।

  • অংশগ্রহনের সময়সীমা ১৯ সে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-66 #winterphotograph-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১৯ সে ডিসেম্বর ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর "আমার বাংলা ব্লগ"


1000063784.png



IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 5 days ago 

এবারের প্রতিযোগিতাটি অনেক চমৎকার হবে। বিশেষ করে শীতকাল সিজন হওয়ার কারণে খুব সুন্দর সুন্দর শীতকালীন দৃশ্য আমরা দেখতে পাবো। আর আমার বাংলা ব্লগের অনেক ইউজার রয়েছেন যাদের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়। নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আসবে আমাদের মাঝে। সবার জন্য অগ্রিম অনেক অনেক শুভকামনা।

 6 days ago 

দারুন টপিক। শীতকালে সমস্ত শিশির ভেজা ছবি বা কুয়াশাচ্ছন্ন ছবি সমেত ঝকঝকে নীল আকাশ দারুন দারুন ছবি দেখা যাবে আশা করছি। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 6 days ago 

বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই প্রতিযোগিতার মাধ্যমে শীতকালের অনেক ইউনিক ইউনিক ফটোগ্রাফি আমরা দেখতে পাবো।চেষ্টা করব আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 6 days ago 

শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর সেই সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে ভালো লাগে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আশা করছি প্রতিযোগিতার মাধ্যমে অসাধারণ সব দৃশ্য গুলো দেখতে পাবো।

 6 days ago 

প্রতি বছরের ন্যায় এ বছরও শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আমরা এই সপ্তাহে খুবই সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি দেখতে পারবো।আর আমরা সকলেই একত্রিত হয়ে এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো।আমি নিজেও আমার জায়গা থেকে এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো।

 6 days ago 

শীতকালীন ফটোগ্রাফি নিয়ে খুবই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে ভালো লাগলো। আমি অবশ্যই অংশগ্রহণ করব।

 6 days ago 

একেবারে সময়োপযোগী একটি টপিক নির্বাচন করা হয়েছে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে শীতকালের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 days ago 

দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই শীতে সবার পোস্টে নতুন নতুন ফটোগ্রাফি দেখতে পাবো।আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার।ধন্যবাদ দাদা পোস্ট টি শেয়ার করার জন্য।