DIY Projects:- 🐔"মুরগির ছানা এই বেরোলো"🐔 || কাগজ দিয়ে নতুন কিছু|| ১০% লাজুক খ্যাঁক 🦊
![]() |
|---|
♨️ "সৃজনশীলতাই শক্তি" ♨️
ভালো লাগে নতুন নতুন কিছু শিখতে লিখতে💞
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে। 🐔"মুরগির ছানা এই বেরোলো"🐔 কাগজ দিয়ে নতুন কিছু। আমি রঙ্গিন কাগজ দিয়ে কিভাবে মুরগির ছানা বানালাম আপনাদের সবার সাথে শেয়ার করবো আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
↘️ চলুন শুরু করা যাক ↙️
রঙিন কাগজ
কাঁচি ✂️
পেন্সিল ✏️
সাইন পেন
আঠা
![]() |
|---|
আমি প্রথমেই সাদা কাগজ নিয়েছি এবার আমি কাগজটি কে গোল করে কেটে নিয়েছি। তারপর আমি কাগজটি কে মাঝখানে ভাজ করে নিলাম। এবারে আমি উপরের দিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম।
এবারে আমি হলুদ রঙের কাগজ নিয়েছি এবার আমি সাদা কাগজটির কাটা অংশ ধরে মাপ দিয়ে হলুদ রঙের কাগজ কেটে নিলাম। এবারে আমি আঠা দিয়ে সাদা কাগজটির সাথে লাগিয়ে দিলাম। এবারে আমি রঙ্গিন কাগজ দিয়ে মুরগির ছানার ডানা বানিয়ে নিলাম এবার আমি দুই দিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
আবার ও ছোট রঙ্গিন কাগজ কেটে নিলাম আঠা দিয়ে উপরের দিকে লাগিয়ে দিলাম। এবারে আমি মুরগির ছানার ঠোঁট বানিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবারে আমি সাদা কাগজ ছোট করে গোল করে কেটে নিয়েছি এখন আমি কালো সাইন পেন দিয়ে চোখ বানিয়ে নিলাম। এবারে আমি আঠার সাহায্যে চোখ লাগিয়ে দিলাম। তৈরী হয়ে গেলো মুরগির ছানা।🐔
মুরগির ছানা এই বেরোলো। এখন আমি মুরগির ছানাকে দাড় করিয়ে ছবি তুললাম। দেখতে ভারি মিষ্টি হয়েছে আমার ভিশন পছন্দ হয়েছে।
মুরগির ছানা তৈরি করে নিলাম এখন আমি হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরি মুরগির ছানা আমার ভিশন পছন্দ হয়েছে। আশাকরি আপনাদের ও পছন্দ হয়েছে। আমার তৈরী মুরগির ছানা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখে হবে আমার নতুন একটি ডাই প্রজেক্টে ততক্ষনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
|---|---|
| ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
| বিষয় | মুরগির ছানা এই বেরোলো🐔 কাগজ দিয়ে নতুন কিছু |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| কারিগরী | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💖 ধন্যবাদ 💖
💖 ধন্যবাদ 💖
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"





















আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে কাগজ দিয়ে মুরগির ছানার তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ডিম ফুটে মুরগির ছানা বের হচ্ছে।ডিমের মধ্যে থেকে মুরগির ছানাটি মাথা বের করে উকি দিচ্ছে। নতুন কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
মুরগির ছানা এই বেরোলো আপনি দারুন একটি প্রজেক্ট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল আর আপনার এই কাজগুলো খুবই ভালো লাগে।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকুন ভালোবাসা অবিরাম ❤️
বেশ ভালো ছিল আর সবথেকে বড় বিষয় নতুনত্ব ছিল। বিষয়টি হলো নতুনত্বকে বরণ করে নিতে হবে আর নতুন নতুন কাজ করতে হবে 👌
মুরগির ছানা এই বেরোলো নামকরণ যথার্থ ছিল। এগিয়ে যাও সগৌরবে 🕊️
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইলো
বাহ ভাইয়া অনেক সুন্দর একটা জিনিস রঙিন কাগজ দিয়ে আপনি তৈরি করেছেন। অনেক সুন্দর লাগতেছে মুরগির সানাটি। প্রতিটা ধাপে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ আপনাকে
ওয়াও অসাধারন একটি মুরগির ছানার ক্রাফট আপনি রঙিন পেপার দিয়ে তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে!!
ধন্যবাদ আপনাকে
মুরগির ছানার ঠোট টি দারুন হয়েছে। কাগজ দিয়ে কত কি না তৈরী করা যায়। কিন্তু জানতে হবে কৌশল আর আপনি সেই কৌশল টি খুব সুন্দর ভাবে দেখিয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ❤️
আপনার আজকের ক্রাফটের থিমসটা খুবই ইউনিক এবং সুন্দর ছিল। মুরগীর ছানা সবেমাএ ডিম থেকে বের হলো। বিষয়টি যেরকম টা সুন্দর সেভাবেই ফুটিয়ে তুলেছেন।
দারুণ হয়েছে। এবং আপনার পোস্টের উপস্থাপনা টাও অনেক সুন্দর ছিল ভাইয়া।।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ডিম ফুটে ছোট্ট একটা মুরগির ছানা এই বেরিয়ে আসলো। দেখতে মুরগিছানা টা অনেক সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর মুরগির ছানা তৈরি করেছে। দেখতে বেশ ভালো লাগতেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
আপনার কাগজ দিয়ে তৈরি মুরগির ছানা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে