বাংলা কবিতা ✍️পথের আলো

in আমার বাংলা ব্লগ28 days ago (edited)

১২বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২৫এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৭শাওয়াল ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


গত কয়েকদিন আগে একটি রাজ্য, একজন রাজা একজন সেনাপতি এবং কিছু প্রজার সাথে দেখা হয়েছিল। কি অবাক হচ্ছে তো হবার ই কথা। বলছি মিরপুর রেলওয়ে স্টেশন এর ধারে ভাঙ্গা ঝুপড়ি ঘরে বসবাস করা ৫ অবুঝ বালকের কথা।কে কোথাকার কেউ জানেনা।তবুও ৫জন মিলে একত্রে একটি পরিবারের মতো করে বসবাস করে। বিকেল বেলায় ঘুরতে বের হয়েছিলাম। একজন বালক এসে বলল আমরা আজ সারাদিন না খেয়ে রয়েছি আমাদের একটু খাবার দেন।এমনিতেই তখন তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করলো। তখন সে একে একে সব কথা বলতে লাগলো। একে একে ভেসে আসা এই স্টেশনে তারা পাঁচজন বালক। দুজন ছোট এবং তিনজন একটু বড়। বাবা মা ঘর বাড়ি আত্মীয় পরিজন কোথায় কেউ তা জানে না। এই স্টেশনেই তাদের বেড়ে ওঠা আর স্টেশনেই তাদের রাজপ্রাসাদ। ভাঙা ঝুপড়ি ঘরে স্টেশনের পাশে থেকে মোটামুটি দুবেলা কিছু একটা খেয়ে যে এতটা সুখে থাকা যায় ওদের না দেখলে বুঝতে পারতাম না। তবে ওরা পাঁচজন আছে একসাথে খুব মিলেমিশে। ওদের দেখে খুব মায়া হল। আমরা কজন ছিলাম ওদেরকে যথাযথ সহায়তা করলাম। আর আজ ওদের সম্পর্কে একটি কবিতা লিখলাম। বাস্তব চোখে দেখা ঘটনা কে কেন্দ্র করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


পথের আলো।

পথের আলো পথেই ফোটে,

চাঁদের মতো মুখের হাসি,
পেটে ক্ষুধা তবু তার মুখটা মায়াবী,
সে যেন এক রাজ্যের সেনাপতি।

খুব যে তার বাহাদুরি সবাই পায় ভয়,
দ্বায়িত্ব তার অনেক বড় প্রজা গুলো তার,
ঝড় বাতাসের ছাতা সবার,
ফুটপাত টা রাজ্য তার।

আলোর থেকে তারা ছড়িয়ে দেয় আলো,
চাঁদের আলো হাড় মেনে যায় তাদের আলো দেখে,
ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা চাদের আলোয় সাজে।
রাজপ্রাসাদ ভেবে তারা মনে মনে হাসে।

নেই বাবা মা নেই পরিজন কোথা থেকে এলো,
কোথা থেকে এসে আবার রাজ্য গঠন করলো,
সমান অধিকার সেথায় সবার নেই যে ভেদাভেদ।
কো জাতের কে বা কোনজন কে বা তা জানে।

ওরা জানে সবাই মানুষ,সবাই তারা আপন।
রাত পোহালে খাবার খোঁজে সবাই মিলো খাবে।
কি জাত বলো ভেদাভেদে,রক্ত যে সব লাল,
আছি সবাই একই সাথে থাকবো চিরকাল।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 28 days ago 

আপনি দারুন কবিতা লিখেছেন ভাই কবিতার লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইনগুলো যত পড়ছিলাম ততই ভালো লাগছিল। চমৎকার কবিতা লিখে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 26 days ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 27 days ago 

পথের আলো নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল, অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 26 days ago 

আপনাকেও ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 27 days ago 

প্রতিদিন এরকম কত শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার কোন শেষ নেই। আবার এইসব বিচ্ছিন্ন শিশুরাই একত্রিত হয়ে পরিবারের মত বসবাস করে। খুব খারাপ লাগে শিশুদের কথা শুনলে বা দেখলে। রাস্তা ঘাটে এরকম অনেক শিশুদের দেখা যায়। ভালো করেছেন শিশুগুলোকে সাহায্য করে। সেইসব শিশুদের নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালো লেগেছে আপনার কবিতাটি।

 26 days ago (edited)

আসলে এরকম অবস্থা দেখলে বিবেকটা এমনিতেই নাড়া দিয়ে ওঠে।
যাদের থাকার কথা ছিল পরম যত্নে বাবা-মায়ের কোলে তারা আজ ছিন্নমূল। করার জন্য ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 27 days ago 

ভাই আপনি যে রাজাদের কথা বলছেন এমন রাজারা বর্তমানে বাংলাদেশে আনাচে কানাচে রয়েছে। তবে এদের জীবন খুবই বিষন্নতা ভরা। এদের থাকা খাওয়া-দাওয়া কোন ঠিক নেই। তবে বলতেই হয় রে একদিক থেকে বেশ ভালো আছে। যাইহোক আপনি আজকে পথের আলো নেবে সমাপ্ত একটি কবিতা লিখেছেন আপনারা লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 26 days ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 27 days ago 

প্রতিদিন এরকম পথ শিশু কম বেশি সব জায়গাতে দেখা যায়। এইরকম পথের শিশুদেরকে যদি হেল্প করা যায় ভালো। তবে আজকে আপনি তাদেরকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতার ভাষা অসাধারণ। খুব সুন্দর করে পথের আলো কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

আসলে আমাদের মধ্যে থেকে আমরা আমাদের সাধ্যমত যদি চেষ্টা করি এদের সহায়তা করার জন্য দেখা যাবে এদের একবেলা অনেক ভালো খাওয়া হয়ে যাচ্ছে। আমি দেখেছি এদের সবথেকে ক্ষুধার কষ্টটাই বড়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 26 days ago 

পথের আলো নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। এরকম পথের আলো শিশু অনেক জায়গাতে কমবেশি দেখা যায়। আর এরকম শিশুদেরকে কিছু দিতে পারলে নিজের কাছে ভালো লাগে। আর আপনি পাঁচটি পথের শিশুকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে সুন্দর করে পথের শিশুদের অনুভূতি তুলে ধরেছেন। তবে কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে।।তাই ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

একদম ঠিক বলেছেন এরকম ছিন্নমূল মানুষের যদি সহায়তায় আসতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69390.09
ETH 3783.14
USDT 1.00
SBD 3.83