আমার বাংলা ব্লগ // বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ29 days ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


কাঁঠাল আমাদের জাতীয় ফল। আর কাঁঠাল এমন একটি ফল যে ফল আমরা পাঁকা অবস্থায় খাওয়াইতে পারি আবার কাঁচা অবস্থায় সবজি হিসেবে রান্না করে খেতে পারি। পাকা কাঁঠাল আমার কাছে অনেক বেশি প্রিয়। বিশেষ করে কাঁঠালের বিচি ভাজি এবং ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি।কিছু দিন আগে আমাদের গ্রামের বাড়িতে এসেছিলাম। আর গ্রামের বাড়িতে আমার লাগানো কিছু কাঁঠাল গাছে দেখলাম কাঁঠাল ধরেছে। আর এই কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠালি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। তাই আমার নিজের হাতে কাঁঠাল গাছ লাগানো, সেই কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে পেয়ে কাঁঠালের সবজি খাবার খুবই ইচ্ছা হল। যার কারণে আমি বুটের ডাল দিয়ে এই মজাদার কাঁঠালের রেসিপি তৈরি করেছি। কাঁঠালের রেসিপি এর আগে আমি কয়েকবার তৈরি করেছিলাম। তবে এবার একটু স্পেশাল ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা দেখে ভালো লাগবে।


🥗বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি।


Photoroom-20240503_001401.png

👇প্রয়োজনীয় উপকরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

GridArt_20240503_000005079.jpg



উপাদানপরিমাণ
১) কাঁচা কাঁঠাল১ টি ।
৩) মসলাপরিমাণমতো।
৪) আদা বাটাপরিমাণমতো।
৫) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৬) কাঁচা মরিচপরিমাণমতো।
৭) পেঁয়াজপরিমাণমতো।
৮) লবনপরিমান মতো।
৯) সোয়াবিন তেলপরিমান মতো।


ধাপ👇১

Picsart_24-05-02_19-25-55-246.jpg

Picsart_24-05-02_19-30-50-614.jpg

Picsart_24-05-02_19-40-09-594.jpg

কাঁচা কাঁঠালের সবজি রেসিপি তৈরি করতে অনেকটাই কষ্টকর, কারণ এই কাঁঠালের উপরে অংশ খুবই শক্ত। এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয়, তাই আমি অনেক সময় নিয়ে এই কাঁচা কাঁঠালটি ভালোভাবে কেটে টুকরো টুকরো করে নিলাম এবং সবজির টুকরা বানিয়ে এগুলো আমি গরম পরিমাণমতো উপকরণ নিয়ে সিদ্ধ করে নিলাম।


ধাপ👇২

Picsart_24-05-02_23-20-29-650.jpg

Picsart_24-05-02_23-22-39-637.jpg

Picsart_24-05-02_23-25-21-479.jpg

তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও অন্যান্য মসলা আমি পরিমাণ মতো পানি দিয়ে জ্বাল দিয়ে ঝোল তৈরি করে নিলাম। কাঁঠালের রেসিপিতে মসলা বেশি দিলে এই রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগে।



ধাপ👇৩

Picsart_24-05-02_23-28-20-449.jpg

Picsart_24-05-02_23-30-42-218.jpg

Picsart_24-05-02_23-33-03-683.jpg

এই মসলার ঝোলের ভিতরে বুটের ডাল গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিলাম।


ধাপ👇৪

Picsart_24-05-02_23-35-37-821.jpg

Picsart_24-05-02_23-38-47-281.jpg

Picsart_24-05-02_23-41-16-080.jpg

Picsart_24-05-02_23-44-04-359.jpg

তারপরে বুটের ডালের ঝোলের মধ্যে , আমি সিদ্ধ করা কাঁঠালের সবজিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে জ্বা দিতে লাগলাম।


ধাপ👇৫

Picsart_24-05-02_23-47-51-895.jpg

Picsart_24-05-02_23-50-20-146.jpg

কাঁঠালের সবজিগুলো সিদ্ধ হলে, তার ভিতরে আবারো আমি পরিণত পানি দিয়ে ঝোল করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।


শেষের-ধাপ👇

Picsart_24-05-02_23-50-20-146.jpg

Picsart_24-05-02_23-52-07-054.jpg

এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা সরিয়ে, এই সুস্বাদু রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। আসলে রেসিপিটা দেখতে অনেক মজাদার মনে হচ্ছিলো।


পরিবেশন👇

Photoroom-20240503_001151.png

সুস্বাদু মজাদার বুটের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। কারণ এই রেসিপি আমার খুবই প্রিয়, তবে কষ্ট আর বেশি সময় লাগার কারণে রেসিপিটা খুব একটা তৈরি করা হয় না। তাই অনেক দিন পর কাঁঠালের রেসিপি আজকে তৈরি করতে পেরে অনেকটাই ভালো লাগছে। কারণ রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল আর এই কাঁঠাল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। বিশেষ করে কাঁঠালের সবজি রেসিপি অন্যরকম মজাদার লাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার এই মজাদার রেসিপিটা শেয়ার করতে পেরে আমার খুবি ভালো লাগছে।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 29 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বুটের ডাল ও কাঁঠাল রান্না রেসিপি। আসলে ভাইয়া আমি বুটের ডাল ডিম দিয়ে রান্না করে অনেকবার খেয়েছি খুবই স্বাদ লাগে। কিন্তু আপনি দেখছি বুটের ডালের সাথে আবার কাঁঠাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি করেছেন। আরে দেখে তো খেতে ইচ্ছা করছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রেসিপিটি পরিবেশনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 28 days ago 

জি ভাই আপনি বুটের ডালের সাথে ডিম দিয়ে খেয়েছেন এবার একবার কাঁঠালের সাথে বুটের ডাল দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। এত সুন্দর গঠনমূলক একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

বুটের ডাল দিয়ে মজাদার কাঁঠাল রান্নার রেসিপি দেখতে পেয়েই যেন খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনটা এত সুন্দরভাবে শেয়ার করেছেন দেখে খুবই মজাদার মনে হচ্ছে। আসলে আপনার হাতে লাগানো কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে পেয়ে আপনার খাওয়ার প্রতি খুবই ইচ্ছা হল। যার কারণে এই রেসিপিটি তৈরি করে আমরা আপনার মাঝে শেয়ার করলেনম আপনার রেসিপির পরিবেশন দেখে তৈরি করার ইচ্ছা জাগলো। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 28 days ago 

জি ভাই আপনি দোয়া করবেন আপনাকে যেন কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠাল দুইটা কাঁঠালই খাওয়াতে পারে। আপনি সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 29 days ago 

কাঁঠালের রেসিপি, আমার প্রিয় একটি সবজি। তবে আপনি ঠিকই বলেছেন কাঠালের মসলা ভালোভাবে ব্যবহার করলে এটি দারুন টেস্টি হয়। তবে আপনি যে রকম লোভনীয় ভাবে রেসিপিটি তৈরি করেছেন আমার কিন্তু একটু খাওয়ার খুব ইচ্ছা করতেছে ভাইয়া। যদি সম্ভব হয় রংপুরে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েন। যাই হোক সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

জি ভাই সমস্যা নাই ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দিয়েন আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। গঠনমূলক একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 29 days ago 

কাঁচা কাঁঠাল অনেকভাবে রান্না করে খেয়েছি তবে বুটের ডাল দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার থেকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 28 days ago 

জি আপু আপনাদের দোয়ায় এবং শুভকামনা নিয়েই আমি বাংলা ব্লগে কাজ করতে চাই। এত সুন্দর একটা গঠন মূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 29 days ago 

আপনার মত আমারও কাঁঠালের রেসিপি খেতে খুবই মজা লাগে। তবে আসলেই কাঁঠালের রেসিপি তৈরি করা অনেকটাই কঠিন। আপনার হাতে লাগানো গাছে কাঁঠাল ধরেছে, আর গ্রামের বাড়িতে গিয়ে আপনি এই কাঁঠাল দেখে যেন রেসিপি তৈরি করার ইচ্ছা জাগলো। সেখান থেকে আপনি সুস্বাদু এই বুটের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি তৈরি করে, আমাদের মাঝে শেয়ার করলেন। রেসিপিটা দেখেই ভালো লাগলো।

 28 days ago 

জি ভাই বুটের ডাবল দিয়ে কাটার রেসিপি টা আসলে একটু সুস্বাদু হয়েছিল। আপনি একবার ট্রাই করেন দেখবেন ভালো লাগবে। এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 29 days ago 

আমি তো এমন রেসিপি কোন দিন দেখিনি। আজ আপনার মাধ্যমে এমন একটি রেসিপি দেখলাম। বেশ দারুন লেগেছে আপনার আজকের রেসিপিটি। এক কথায় অসাধারণ। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি রিসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 28 days ago 

জ্বী আপু আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে। যেরকম আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আমার এলাকার রেসিপি আপনি দেখতে পারলেন। একবার ট্রাই করে দেখুন আশা করি অনেক ভাল লাগবে। যাইহোক এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 29 days ago 

কাঁঠালের বিচির ভর্তা খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। কাঁচা কাঁঠাল যদিও আমার কখনো খাওয়া হয়নি, কিন্তু আপনার আজকের বুটের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে। তাছাড়া নিজের গাছের কাঁঠাল দেখে তো খুশি হওয়ারই কথা। নিজের হাতে লাগানো যে কোন কিছু অনেক বেশি স্বাদ মনে হয়।

 28 days ago 

জি আপু বুটের ডাল কাঁচা কাঁঠালের রেসিপি আগে খাননি তাই একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে। এত সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 29 days ago 

বুটের ডাল দিয়ে কাঠাল রান্নার খুব দারুন একটি রেসিপি করেছেন।কাঠালের মোচা ঘন্ট করে খেয়েছি তবে এভাবে কখুনো এমন রেসিপি করতে পারিনি।খুবই ভাল লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 28 days ago 

আপনি কাঁঠালের মোচা ভর্তা খেয়েছেন এবার কাঁঠাল দিয়ে বুটের ডাল দিয়ে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে। আপনি গঠনমূলক একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56