DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে দেয়ালে ঝুলানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি।💐💐

in আমার বাংলা ব্লগ19 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা , প্রতি দিনের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ডাই পোস্ট নিয়ে। এবারের ডাই পোস্টটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে দেওয়ালে ঝুলানো একটি ফুল। ফুলকে কে না ভালোবাসে, ছোট বড় সবারই ফুল অনেক পছন্দ। আর এই ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে ঘরের ভিতরটা আরো সুন্দর এবং আকর্ষণীয় হয় । আর ঘরকে সুন্দর করার চিন্তা-ভাবনা থেকেই দেওয়ালে ঝুলানো একটি ফুল আমি তৈরি করেছি।ফুলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ভুলটা আমি দেওয়ালে ঝুলিয়ে রেখেছি,আমার রুমের সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।ফুলটা যেহেতু আমার রুমের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে সেহেতু ভাবলাম ফুলটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি ফুলটা আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন রঙিন কাগজ দিয়ে কিভাবে ফুলটা তৈরি করেছি তা একবার দেখে নেওয়া যাক।

রঙিন কাগজ দিয়ে দেওয়ালে ঝুলানো সুন্দর একটি ফুল।

Picsart_24-05-13_06-38-31-891.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে দেওয়ালে ঝুলানো একটি ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেচি।
৩। ঘাম।
৪।গ্লু গান।
৫। স্কেল।
৬।পেন্সিল কম্পাস।
৭। কাটার।

Picsart_24-05-12_23-37-06-540.jpg

যেহেতু আমি দেওয়ালে ঝুলানোর জন্য রঙিন বড় সাইজের একটি ফুল তৈরি করব সেতেতু আমি দশটি রঙের এ ফোর সাইজের দশ পিস কাগজ নিয়েছি। একটা ঘাম, একটা গ্লু গান,একটা পেন্সিল কম্পাস, পরিমাপের জন্য একটা স্কেল এবং কাটার জন্য একটা কাটার নিয়ে দেওয়ালে ঝুলানো রঙিন ফুলটা তৈরি করতে বসে গেলাম।


ধাপ-১

Picsart_24-05-12_23-39-00-758.jpg

Picsart_24-05-12_23-40-19-814.jpg

Picsart_24-05-12_23-42-13-135.jpg

Picsart_24-05-12_23-43-54-694.jpg

যেহেতু আমি দশ পিস কাগজ নিয়েছি সেহেতু মাত্র এক পিস কাগজ আমি কেটে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এ ফোর সাইজের কাগজগুলো প্রথমে মাঝখানে একটা লম্বাভাজ করে পরে তিন ভাগে ভাগ করলে প্রায় ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার মাপের হয়ে থাকে। যা আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনারা বুঝতে পারবেন। একই মাপে বাকি দশ পিস কাগজ ও আমি কেটে নিয়েছি।


ধাপ-২

Picsart_24-05-12_23-46-11-444.jpg

Picsart_24-05-12_23-47-17-240.jpg

Picsart_24-05-12_23-48-29-624.jpg

Picsart_24-05-12_23-55-40-099.jpg

১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার কাগজগুলো মাঝখান দিয়ে ভাজ করে দুই টুকরো করে নিয়েছি।যা আপনারা আমার ফটোগ্রাফিগুলোতে দেখতে পারছেন।


ধাপ- ৩

Picsart_24-05-12_23-49-38-101.jpg

Picsart_24-05-12_23-57-15-067.jpg

Picsart_24-05-12_23-50-52-342.jpg

Picsart_24-05-12_23-52-16-484.jpg

Picsart_24-05-12_23-53-53-451.jpg

Picsart_24-05-13_06-06-53-354.jpg

এবার কাগজের টুকরো গুলোকে লম্বা দিকে ছোট ছোট ভাজ করে, তারপরে মাঝখানে ভাজ দিলাম। এবং ঘাম দিয়ে জোড়া দিয়ে পাপড়ি তৈরি করে নিলাম। যা আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন।


ধাপ- ৪

Picsart_24-05-12_23-35-31-740.jpg

Picsart_24-05-13_06-08-30-289.jpg
Picsart_24-05-13_06-09-51-250.jpg

Picsart_24-05-13_06-11-00-710.jpg

Picsart_24-05-13_06-12-06-941.jpg

এবার ফলের একটা কার্টুন থেকে ২০ সেন্টিমিটার ব্যাসার্ধ করে শক্ত কাগজটা কেটে নিলাম। তারপর গ্লু গানের সাহায্যে ফুলের পাপড়ি গুলো শক্তকাগজের সাথে গোলাকার করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ লাগিয়ে দিলাম।


ধাপ- ৫

Picsart_24-05-13_05-50-13-645.jpg

Picsart_24-05-13_05-51-39-749.jpg

Picsart_24-05-13_05-52-58-777.jpg

Picsart_24-05-13_05-53-55-405.jpg

Picsart_24-05-13_05-55-00-367.jpg

Picsart_24-05-13_05-56-06-632.jpg

Picsart_24-05-13_05-57-37-510.jpg

Picsart_24-05-13_05-58-47-244.jpg

Picsart_24-05-13_06-00-22-434.jpg

এবার সাদা একপিস এ ফোর সাইজের কাগজ এর কোনা থেকে ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার এক টুকরো কাগজ কেটে নিলাম।এবং এই কাগজের টুকরোকে প্রথমে কোনাকুনি একভাজ দ্বিতীয় ভাজ তারপর তৃতীয় ভাঁজ করে নিলাম। তারপর ফুলের পাপড়ির ন্যায় কলম দিয়ে দাগ দিয়ে কেটে নিলাম।এবং একটি মাত্র পাপড়ি কেটে তার উপরে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।যেমনটা আপনার ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন।


ধাপ- ৬

Picsart_24-05-13_06-13-43-607.jpg

Picsart_24-05-13_06-15-05-166.jpg

Picsart_24-05-13_06-16-13-968.jpg

Picsart_24-05-13_06-17-42-656.jpg

20240512_165026~2.jpg

Picsart_24-05-13_06-22-31-619.jpg

20240512_165313~2.jpg

Picsart_24-05-13_06-25-25-668.jpg

Picsart_24-05-13_06-26-39-564.jpg

এবার ফুলের কলি তৈরির জন্য এ ফোর সাইজের একপিস কালো কাগজ নিলাম। কালো কাগজটিকে লম্বা লম্বি চার ভাগ করে নিলাম। এবার প্রত্যেক পিস টুকরো মাঝখান দিয়ে ভাজ করে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এবার এই ভাজটাকে উল্টিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। এই কাগজের টুকরো গুলো গ্লু গান দিয়ে গোল করে দিলাম। এবং কলির পাপড়ি গুলো ছড়িয়ে দিলাম।যেমনটি আপনার ফটোগ্রাফিতে দেখতে পারছেন।


ধাপ- ৭

Picsart_24-05-13_06-28-09-483.jpg

Picsart_24-05-13_06-26-39-564.jpg

Picsart_24-05-13_06-00-22-434.jpg

এবার গ্লু গানের সাহায্যে কালো ফুলের কলিটা সাদা পাপড়ির ভিতর বসিয়ে তারপর ফুলের ঠিক মাঝখানে লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিটি দেখতে পারছেন।


ধাপ- ৮

Picsart_24-05-13_06-01-56-711.jpg

Picsart_24-05-13_06-03-02-972.jpg

Picsart_24-05-13_06-04-10-809.jpg

Picsart_24-05-13_06-05-23-760.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার পাঁচ পিস সাদা কাগজ কেটে নিলাম। এবং একটা লম্বা কাটির সাহায্যে রাউন্ড করে নিয়ে শেষ প্রান্তে ঘাম দিয়ে লাগিয়ে স্টিক তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।


সর্বশেষ ধাপ-

Picsart_24-05-13_06-30-28-393.jpg

Picsart_24-05-13_06-31-43-246.jpg

Picsart_24-05-13_06-32-57-279.jpg

এবার প্রথমে ঝুলিয়ে রাখার জন্য একটা ফিতা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। তারপর সাদা লম্বা স্টিকগুলো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং সবশেষে কিছু পাপড়ি সাদা ইস্টিকের সাথে লাগিয়ে তার উপরে একটি করে ফুতি বসিয়ে দিলাম। আর এভাবেই আমি দেওয়ালে ঝুলিয়ে রাখার ফুলটির কাজ সম্পূর্ণ করে শেষের ধাপে এসে পৌঁছাইলাম।


উপস্থাপন

Picsart_24-05-13_06-39-59-247.jpg

20240512_174503~2.jpg

রঙিন কাগজ দিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখার সুন্দর এই ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে ।ফুলটি দেখতেও বেশ সুন্দর লাগছে। ফুলটি আমার রুমের দেওয়ালে ঝুলিয়ে রেখেছি যার কারণে রুমের সৌন্দর্য টা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যাইহোক রঙিন কাগজ দিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা সুন্দর ফুলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি দেওয়ালে ঝুলিয়ে রাখার সুন্দর ফুলের পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে।আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হব যেকোনো একটা পোস্ট নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 19 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনি খুবই দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ফুল ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।

 18 days ago 

জী ভাই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ফুলটি সুন্দর করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি।এরকম গঠনমূল কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 19 days ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন কালারের পেপার হওয়ার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এত সুন্দরভাবে ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 19 days ago 

যে আপু আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু দেয়ার জন্য। আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিলে আমি এর চাইতে ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারব ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 19 days ago 

আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি একদম সহজ পদ্ধতি অবলম্বন করে ওয়ালমেট তৈরির কাজ টি সম্পন্ন করেছেন। তবে, ভিন্ন কয়েকটি কালার ব্যবহার করার জন্য ওয়ালমেট টি অনেক বেশি সুন্দর হয়েছে। দূর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 19 days ago 

এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 19 days ago 

দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য আপনি খুব চমৎকার একটা ফুল বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 19 days ago 

জি ভাই আমার জন্য দোয়া করবেন। আপনারা এভাবে আমার পাশে থাকলে আমি আরো ভালো কিছু উপহার দিতে পারব আপনাদের মাঝে। এরকম গঠনমূলক একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 19 days ago 

আপনার ঘরকে সুন্দর করার লক্ষ্য নিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই ফুলের ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সত্যিই ঘরে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দেওয়ালে টানিয়ে রাখার কারণে অনেক বেশি ভালো লাগছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 19 days ago 

ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এর চাইতেও ভালো কিছু শেয়ার করতে পারি। আপনি এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 19 days ago 

বাহ, আপনিতো চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আজকে ভাইয়া। এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনার ওয়ালমেট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছিল তৈরি করতে। আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর রঙিন কাগজের জিনিস তৈরি করা শিখে গেছেন। আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

জ্বী আপু আমি রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো শিখে গেছি। আর এগুলোর পিছনে সব সময় আপনারা উৎসাহ দিয়েছেন বলেই আমি পেরেছি। আপনাদের এই উৎসাহ নিয়েই আমি আরো এগিয়ে যেতে চাই। এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 19 days ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে সুন্দর সুন্দর কাজগুলো দেখে মুগ্ধ হ ই। আজকে আপনি মূল্যবান সময় ব্যয় করে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করলেন। দেখতে খুবই সুন্দর লাগছে এবং আপনার ঘরের দেওয়ালের সাথে অনেক সুন্দর মানিয়েছে। যেটা ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। এই ধরনের কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 18 days ago 

জি ভাই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সময়টা বেশ লেগেছে তবে সময়টা আমার কাছে ফ্যাক্ট না । আমার কাছে হচ্ছে ভালো কোন কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারলে সেটাই আমার সার্থকতা। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। এরকম ভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 19 days ago 

দেয়ালে ঝুলানোর জন্য সুন্দর একটি ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। সত্যি আপনার দক্ষতা অসাধারণ। খুবই সুন্দর ভাবে ডাই পোস্টটি তৈরি করলেন। ফুলের ডিজাইনটা অসাধারণ হয়েছে। দেওয়ালেটা নিয়ে রাখার কারণে অনেক সুন্দরময় হয়েছে।

 18 days ago 

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। সত্যিই ফুলটি রুমের ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য আরো অনেক সুন্দর লাগছিল। এরকম গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 19 days ago 

আরে বাহ্ আপনি তো দেখছি বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে, দারুন দেখতে একটা ওয়ালমেট তৈরি করে নিয়েছেন ফুলের। যেটা অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখতেও খুব ভালো লাগতেছে। রঙিন কাগজ দিয়ে এরকম ওয়ালমেট গুলো তৈরি করে দেয়ালে লাগালে দেয়ালের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পায়। বিভিন্ন কালারের কাগজ হওয়াতে দেখতে এটা একটু বেশি সুন্দর লাগতেছে। আপনার এই ধরনের হাতের কাজগুলো আমি প্রায় সময় দেখি। আমার কাছে সত্যি খুব ভালো লাগে।

 18 days ago 

জি ভাই আমি চেষ্টা করেছিলাম ওয়ালমেটটা সুন্দর করে তৈরি করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56