DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি।💐💐

in আমার বাংলা ব্লগ17 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটা ড্রাই পোস্ট নিয়ে। পহেলা বৈশাখ এর ইমেজ থাকতে থাকতেই সুন্দর ক্যালেন্ডুলা ফুলের একটি ডাই পোস্ট নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে। ফুল কে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ফুলের সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। ছোট বড় সবাই ফুলকে ভালোবাসে। ফুল মানুষের খুব কাছের একটা জিনিস। ফুলকে মানুষ খুব যত্ন সহকারে রাখে। ফুলের ঘ্রান চারিদিকে মোহ মোহ করে ছড়িয়ে পরিবেশকে সুন্দর রাখে।ফুলকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। কারণ ফুল আমাদের ভালো কিছুই উপহার দেয়। তাই ফুলকে আমি খুব ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকেই রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল।

Photoroom-20240416_133338.png

আমি রঙিন কাগজ দিয়ে যেভাবে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেচি।
৩। ঘাম।

20240416_124805.jpg

যেহেতু আমি একটি মাত্র ফুল তৈরি করব তাই আমি এক রং এর একটি করে মোট তিন পিস রঙিন কাগজ একটা কেচি এবং একটা ঘাম নিয়ে ক্যালেন্ডুলা ফুল তৈরি করতে লাগলাম।

ধাপ-১

20240416_114022.jpg

20240416_114107.jpg

আমি কাগজটিকে চারকোনা সমান ভাবে কেটে নিলাম এবং কাগজটির মাঝখানে ভাজ করে দিলাম।

ধাপ- ২

20240416_114148.jpg

20240416_114402.jpg

তারপর কাগজের মাঝখানে আবারো একটি ভাজ দিয়ে দিলাম।

ধাপ- ৩

20240416_114700.jpg

20240416_115040.jpg

এবার ফুলের পাপড়ি বানানোর জন্য কাগজের সাইডে কেটে দিলাম।

ধাপ- ৪

20240416_115559.jpg

20240416_115840.jpg

এরপর একটি সবুজ কাগজ নিয়ে ফুলটির ডাল বানিয়ে নিলাম।

ধাপ- ৫

20240416_120117.jpg

20240416_120601.jpg

20240416_120743.jpg

এবার এটি হলুদ কাগজ কুচি কুচি করে কেটে তার সাথে আঠা লাগিয়ে ডালের সাথে লাগিয়ে দিলাম।

ধাপ- ৬

20240416_120837~3.jpg

20240416_122229.jpg

এরপর ফুলের পাপড়ির ভেতর ডালটি দিয়ে দিলাম এবং আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে ফুলের ভেতরে কুচি করা হলুদ কাগজগুলো ছড়িয়ে দিলাম।

সর্বশেষ ধাপ-

20240416_123343.jpg

20240416_123524.jpg

সর্বশেষ ধাপে এসে আমি সবুজ একটি কাগজ কেটে ফুলটির পাতা বানিয়ে নিলাম এবং আঠা দিয়ে সেগুলো ফুলের নিচে লাগিয়ে দিলাম।

উপস্থাপন

Photoroom-20240416_133600.png

Photoroom-20240416_133338.png

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি করতে পেরে আমার অনেক ভালো লাগছে। ক্যালেন্ডুলা ফুলটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। আমি আমার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ক্যালেন্ডুলা ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি । আশা করি এই সুন্দর ক্যালেন্ডুলা ফুলের পোস্টটি আপনাদেরও ভালো লাগবে । তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ।

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 16 days ago 

ক্যালেন্ডুলা ফুল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমি তো প্রথম ছবিটি দেখে ভেবেছিলাম সত্যিকারের ফুল। পরে দেখলাম আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন এটি। ফুলটা দেখতে আসলেই খুব সুন্দর হয়েছে। চমৎকার ভাবে আপনি তৈরি করেছেন এটি। ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

আমরা ছোট বড় সবাই ফুল অনেক বেশি ভালবাসি। ফুল আমাদের পরিবেশের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করলেন দেখতে খুবই সু্ন্দর হয়েছে।

 16 days ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ফুল তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং কাগজ কাটার সময় ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ক্যালেন্ডুলা ফুল তৈরি অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। সত্যি ভাই আপনার ডাই পোস্টটি অসাধারণ ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত সুন্দরভাবে ফুল তৈরি করেছেন, দেখে একদম হুবহু অরজিনাল ফুলের মতই লাগছে।

 16 days ago 

ফুলের ডাই টি শেয়ার করার পূর্বে ফুল নিয়ে বেশ সুন্দর সুন্দর কথা বলেছেন ভাই যা পড়ে বেশ ভালো লাগলো। যাইহোক, এবার আপনার ডাই এর কথায় আসি। আপনার শেয়ার করা এই ক্যালেন্ডুলা ফুলের ডাই টি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগলো এটি। তাছাড়া এটি তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে আপনি খুব সুন্দর ভাবে এখানে উপস্থাপন করেছেন, যার ফলে যে কেউই এই ডাই টি দেখে শিখে নিতে পারবে। এত সুন্দর ভাবে ক্যালেন্ডুলা ফুলের ডাই টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 16 days ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর একটি ক্যালেন্ডুলা ফুল তৈরি করেছেন দেখতে একদম অরিজিনাল ফুলের মতই লাগছে। সত্যি বলতে আপনি একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন আপনার কাজের প্রশংসা করতে হয় ভাই শুভকামনা রইল।

 17 days ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ক্যালেন্ডুলা ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ফুলটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 16 days ago 

কাগজ দিয়ে ক্যালেন্ডুলা ফুল তৈরি খুব সুন্দর হয়েছে, সত্যি ভাই আপনার দক্ষতা থেকে মুক্ত হয়ে যায়। কাগজ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করা যায়,সেটা ভাবতেই পারিনি। অনেক ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 16 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর আপনিও কিন্ত আজ দেখছি বেশ সুন্দর একটি ফুল বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। আপনার বানানো রঙিন কাগজের ফুলটি কিন্তু বেশ দারুন হয়েছে। বেশ সুন্দর করে আপনি আবার উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59244.49
ETH 2977.21
USDT 1.00
SBD 3.77