সবুজ বাংলার জীবন চিত্র ||ফটোগ্রাফি পর্ব-১||

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-04-07_23-56-06-050.jpg

শহর ছেড়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাওয়ার অনেক বড় একটা কারণ আছে। শুধুমাত্র ঘোরাঘুরি কিংবা ফটোগ্রাফি করার জন্য আমার এত কষ্ট করে নদীর চরে যাওয়ার প্রয়োজন ছিল না। আমি যে ইসমাইল ভাইয়ের কথা বলছি এর আগেও তাকে নিয়ে বেশ কয়েকবার লিখেছিলাম।

বছরখানেক আগের কথা, একদিন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদী পার হয়ে একটি মার্কেটে কাজ করতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে পরিচয় ইসমাইল ভাইয়ের সাথে। তারপর থেকে তার সাথে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেটা ইতিমধ্যে আমি কয়েকবার লেখার মাধ্যমে প্রকাশ করেছি।

পরিচয় দিতে গিয়ে আর লেখা দীর্ঘ করছি না। কিন্তু একটা বিষয় উল্লেখ করার মতো। তা হচ্ছে ইসমাইল সাহেবকে আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে আমার অধীনে নিয়োগ দিয়েছিলাম। তাই বিভিন্ন সময়ে প্রয়োজনের তাগিদে এই পর্যন্ত আসতে হয়। যাইহোক আমার আজকের লেখার বিষয়ে ফিরে আসা যাক।

আমি আজ নদীর চরে ঘুরতে গিয়ে আমার নেয়া বেশ কিছু ফটোগ্রাফ শেয়ার করতে চলেছি। ফটোগ্রাফগুলো প্রত্যেকটি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। একেকটা ফটোগ্রাফ যেন জীবনের বাস্তব চিত্র।

IMG20230401123652.jpg

ইসমাইল সাহেবকে সাহায্য করতে গিয়ে মনে হয় একটু বেশি কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। জীবিকা নির্বাহের জন্য আগে শুধু নিজ ফসলি জমিতে তাকে কাজ করতে হতো। এখন আর তার এক মুহূর্ত বসে থাকার সময় নেই।

দিনের বেলা ইসমাইল ও তার ছেলে দুজন মিলে জমিতে কাজ করে। সবজি ও ধানের চারা রোপন করা সহ ধান কাটা ও মাড়াই পর্যন্ত সমস্ত কাজ নিজেরাই করে। আর দিনের বেলা এসব কাজ করে বিকালে বেরিয়ে যায় কোম্পানির কাজের জন্য।

IMG20230401130600.jpg
IMG20230401121731.jpg

সবুজ ফসলে ভরে উঠেছে চারিদিক এমন দৃশ্য দেখার পর ভালো না লেগে কোন উপায় নেই। ইসমাইলের ধারণা অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো ফলন পাওয়া যাবে।

কারণ গত বছর বন্যার পর জমিতে নতুন পলিমাটি পড়েছে। সে কারণেই ধানের চারা রোপন করার পর খুব অল্প পরিশ্রমে ও অল্প খরচ করে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা জেগে উঠেছে। এখন অত্যন্ত শুকনো আবহাওয়ার কারণে মাঝেমধ্যে জমিতে সেচ দেয়ার প্রয়োজন হয়।

IMG20230401124611.jpg
IMG20230401125207.jpg

ফটোগ্রাফিতে পটলের খেতে নতুন ফুল আসতে শুরু করেছে দেখতে পাচ্ছি। আর কিছুদিন পর ভরা মৌসুম। আশা করছি প্রচুর ফলন হবে এবার ইসমাইল সাহেবের পটলের খেতে। আপনারাও দোয়া করবেন যেন সে পরিশ্রম করে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে।

ইতিমধ্যে অন্য জমিতে বেগুনের চাষ করে বেশ ভালো ফলন পেয়েছিলেন। আসলে এই জমিগুলো এতটাই উর্বর হয় যে আমরা নির্দ্বিধায় বলতে পারি গ্রাম বাংলার মাটি সোনার চাইতেও খাঁটি।

IMG20230401131015.jpg
IMG20230401131059.jpg

এই জমিগুলো সোনার চেয়ে খাঁটি বলার যথেষ্ট যৌক্তিকতা আছে। সোনালী ফসলে ভরে উঠেছে চারদিক। আর কিছুদিন পর কৃষকরা ধান কেটে আমাদের জন্য খাদ্যের সরবরাহ করবেন।

গ্রাম বাংলার এই কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছেন। এই সময় গ্রামে ফসলের মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে কেউ একদমই ক্লান্ত হবে না। মিষ্টি হাওয়া এসে যখন ফসলের মাঠে ঢেউ খেলে তখন দেখে চোখ জুড়িয়ে যায়।

মন ভরে যায় সদ্য বের হওয়া ধানের শীষের দোল খাওয়া দেখে। আসলে প্রকৃতির এই সৌন্দর্য শহরে বসে কখনোই উপভোগ করা যায় না। তার জন্য আমাদের গ্রামে আসতেই হবে।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo 50
ফটো@mayedul
লোকেশনপাঁচগাছি, কুড়িগ্রাম


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়া ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ।।
যারা আসল রূপ ও বৈচিত্র্য লক্ষ্য করা যায় বাংলার অত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে।।
সবুজে মোড়ানো গ্রামের দৃশ্যগুলা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়।।
আপনার সবুজে মনানো ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সবুজ বাংলার জীবন চিত্রের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ।প্রকৃতির এত সুন্দর রূপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন । প্রতিটি ফটোগ্রাফিতে সবুজ আর সবুজ এযেন সবুজে সবুজে একাকার। নদীর চরের ঘুরতে যাওয়ার ফটোগ্রাফি গুলা অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনাকে

 last year 

ভাইয়া নদীর চরে ঘুরতে গিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সবুজ বাংলার জীবন চিত্রের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। এমন প্রাকৃতিক দৃশ্য দেখলে শহর জীবন আর ভালো লাগে না। ইচ্ছে করে ছুটে যাই সেই মন ভোলার সবুজ প্রকৃতির বুকে আর সব কিছু ভুলে হারিয়ে যাই তার মাঝে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সবুজ বাংলা জীবনচিত্রের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। গ্রামীন পরিবেশের যেকোনো ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে কারণ আমি গ্রামকে খুব ভালোবাসি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সবুজ বাংলার জীবন চিত্রে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গ্রামীণ এবং প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

গ্রাম বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। আসলে প্রকৃতি সব সময় সুন্দর। আর সবুজ শ্যামল ধানক্ষেত দেখতে দারুন লাগছে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আমাদের গ্রাম বাংলার বৈচিত্র গুলো দেখতে দারুণ ভাইয়া। আপনি অসাধারণ ফটোগ্রাফি নিয়েছেন ইসমাইল ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে। আমাদের আশেপাশে ইসমাইল ভাইয়ের মত অনেক মানুষ আছেন যাদের সব সময় কাছে পাওয়া যায় বিপদের সময়। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রফি অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67974.72
ETH 3841.39
USDT 1.00
SBD 3.74