বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধিতে ফুল।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-04-24_00-18-51-173.jpg

ঈদের দিন ঈদগাহ মাঠ থেকে এসে খাওয়া-দাওয়া শেষে বিকালে ঘুমিয়ে কাটিয়েছি। সেদিন প্রচন্ড গরম ছিল আর সাথে রোদের তীব্রতা তো আছেই। তাই কোথাও যেতে ইচ্ছা করছিল না। কিন্তু একেবারেই কোথাও না গেলেও গ্রামে একটু যেতেই হতো। তাই ঈদের পরের দিন সপরিবারে গ্রামে চলে গেলাম।

আর ঈদের আনন্দে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি না করলে কি চলে। সবচেয়ে বড় আনন্দের বিষয় দিনটি অত্যন্ত চমৎকার ছিল। একদম শীতের আমেজ পাওয়া যাচ্ছিল। রাত্রে রীতিমত ফ্যান বন্ধ করে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তাছাড়া গ্রামে খোলামেলা পরিবেশে শীতল বাতাস একটু বেশি ঠান্ডা অনুভূতি দিয়েছিল।

যাইহোক গ্রামে এসে বাড়ির আশেপাশে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আসলে বাড়ির আশেপাশে রংবেরঙের দেখে এবার খুব ভালো লাগলো। কে ফুলের চারা গুলো লাগিয়েছে সেটা জানার চেষ্টা করিনি। আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে ফটোগ্রাফি করতে লাগলাম।

IMG20230422125838.jpg

লিলি ফুলের গন্ধ ও বৈচিত্রের কারণে বর্তমানে বেশ জনপ্রিয় আমাদের দেশে। সাদা, হলুদ ও গোলাপি সহ অন্তত ১০ থেকে ১২ প্রকারের লিলি ফুল পাওয়া যায় আমাদের দেশে। এক হাত পরিমাণ লম্বা স্টিকের মাথায় মাইকের মত ফুল হয়। দেশের সর্বত্র লিলি ফুলের চাহিদার অন্যতম কারণ হচ্ছে এই ফুল তোলার পর প্রায় সপ্তাহখানেক তাজা থাকে।

IMG20230422125821.jpg
IMG20230424110050.jpg
IMG20230424110225.jpg

গোলাপকে ফুলের রানী বলা হয়, এর পেছনে যথার্থ যৌক্তিকতা আছে। গোলাপ ফুলের সুঘ্রাণ ও সৌন্দর্যের কারণে জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে। তাছাড়া বিভিন্ন রঙের গোলাপ ফুল সবার মন কেড়ে নেয়। নানান রকম সামাজিক অনুষ্ঠানে গোলাপ ফুল ছাড়া কল্পনাই করা যায় না।

শুভেচ্ছা বিনিময় ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে গোলাপ ফুলের জুড়ি নেই। বিভিন্ন কালারের গোলাপ ফুল থাকলেও লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। আমরা আমাদের বাড়ির বাগানে ও বারান্দায় শোভা বর্ধনের জন্য লাল গোলাপ ফুলের চারা লাগাতে পারি।

IMG20230422125747.jpg
IMG20230422125721.jpg
IMG20230422125655.jpg

আমাদের দেশের সর্বত্রই বিভিন্ন রঙের রঙ্গন ফুলের গাছ দেখা যায়। রঙ্গন ফুল সারা বছরই ফোটে, তবে বর্ষাকালে প্রতিটি গাছে ব্যাপকভাবে এই ফুল ফুটতে দেখা যায়। একটি বৃন্তের মাঝে গুচ্ছাকারে অনেকগুলো ফুল ফোটে।

দূর থেকে ফুলগুলোকে একত্রে অনেক বড় একটি ফুলের মত দেখা যায়। বর্ষাকালে যখন সম্পূর্ণ গাছ ফুলে ফুলে ভরে যায় তখন আমার কাছে পুরো গাছটাকেই একটা বড় ফুল মনে হয়।

IMG20230422130131.jpg
IMG20230422130231.jpg

আমাদের দেশে কোথাও এটাকে "ফুলকুড়ি" আবার কোথাও "দোচুন্টি" বলা হয়। বাড়ির আশেপাশে বা স্যাতস্যাতে পতিত জায়গায় আগাছা জাতীয় এই উদ্ভিদ দেখা যায়। ছোট ছোট নাকফুলের মত এই ফুলগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর। সাদা ও হালকা বেগুনি কালারের ফুল একসাথে ফোটে।

প্রকৃতির মাঝে ফুল সৌন্দর্যের ধারক ও বাহক। নানান ধরনের ফুল আমরা সৌন্দর্য বর্ধনের জন্য লাগাই কিন্তু প্রকৃতিতে অনেক ধরনের ফুল আছে যেগুলো দেখতেও অনেক সুন্দর। অথচ প্রকৃতির এই ফুলের বাগান আমরা অবহেলায় এড়িয়ে যাই। অনেক সময় ফিরেও তাকাই না।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo 50
ফটো@mayedul
লোকেশনদাসেরহাট, কাঠালবাড়ি, কুড়িগ্রাম


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

ফুলের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। গ্রামের বাড়ির ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। বাড়িতে ফুল থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। সুন্দর ফটোগ্রাফি পোস্টের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামের বাড়ি গিয়ে চমৎকার সব ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া ৷ প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগে। আর ফুল খুবই সুন্দরময়।ফুলের ফটোগ্রাফির মাধ্যমে আপনি আজকে আপনার বাড়ির সুন্দর দৃশ্যগুলো তুলে ধরেছেন। আসলে ফুল লাগালে সেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71342.73
ETH 3809.46
USDT 1.00
SBD 3.49