ভালোবাসার আরেক নাম -"আমার বাংলা ব্লগ পরিবার"💚
ভালোবাসার আরেক নাম সত্যিই “আমার বাংলা ব্লগ” এই কথাটা আমি হৃদয় থেকে অনুভব করি। আমার বাংলা ব্লগের সঙ্গে আমার পথচলা একেবারে শুরুর দিক থেকেই। সময়ের সাথে সাথে এটি আমার কাছে আর শুধুমাত্র একটি অনলাইন কমিউনিটি বা লেখালেখির প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি ধীরে ধীরে আমার জীবনের আরেকটি পরিবারে পরিণত হয়েছে। এখানে এসে আমি নিজের জীবনের ভালো-মন্দ, সুখ-দুঃখ, হাসি-কান্না সবকিছুই সবার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। আবার অন্যদের কথাও মন দিয়ে শুনেছি, অনুভব করেছি, শিখেছি।
এই পরিবারের প্রতিটি মানুষের প্রতি আমার এক ধরনের অদ্ভুত মায়া কাজ করে। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ও সম্মানিত @rme দাদা, ছোট দাদা, বৌদি, আর আমাদের প্রিয় এডমিন ও মডারেটর ভাইয়া-আপুরা সবাই আমাদের ভীষণ আপন করে নিয়েছিলেন। তাদের ভালোবাসা, শাসন, উৎসাহ আর দিকনির্দেশনা আমাদের শুধু একজন ব্লগার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও গড়ে উঠতে সাহায্য করেছে।সবচেয়ে বেশি যে বিষয়টি আমি মিস করব, তা হলো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতের হ্যাংআউট। সেই আড্ডা, হাসি-ঠাট্টা, আন্তরিক কথা আর পারস্পরিক বন্ধন এসবই ছিল আমাদের পরিবারের সবচেয়ে জীবন্ত মুহূর্ত। দূরে থেকেও আমরা যেন খুব কাছাকাছি ছিলাম।
আমরা হয়তো সবাই একে অপরকে সামনাসামনি দেখিনি, তবুও আমাদের মধ্যে যে সুন্দর, গভীর এবং আন্তরিক একটি সম্পর্ক গড়ে উঠেছে, তা নিঃসন্দেহে বিরল। আমি এই পরিবারটিকে ভীষণভাবে মিস করব এবং করি। আমরা এই পরিবার থেকে বিচ্যুত হতে চাই না। কোনো না কোনোভাবে আমরা সবসময় এই পরিবারের সঙ্গেই সংযুক্ত থাকতে চাই।
আশা করি, দাদা সবসময় আমাদের তার ছায়াতলে রাখবেন এবং এই সম্পর্ক আগামীর দিনগুলোতেও ঠিক একইভাবে অটুট থাকবে। 💚
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।





X-Promotion
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Daily Tasks
Comments Link:-
https://x.com/i/status/2005956063342809591
https://x.com/i/status/2005955654855369150
https://x.com/i/status/2005955866193707121
ss